Class 3 bengali suggetion question 1st examination /প্রথম পরীক্ষা তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন
তৃতীয় শ্রেণি
বাংলা সাজেশন
প্রথম পরীক্ষা
তৃতীয় শ্রেণি
।।।। বাংলা সাজেশন ।।।।।
।।।।।।।।।।প্রথম পরীক্ষা ।।।।।
1 বুড়ো চাষীর সংসারে কে কে ছিল?
উত্তর- বুড়ো নিজে, ,বুড়োর ছেলে এবং ছেলের বউ।
2 চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কত টা জমি খুঁড়ে ছিল?
উত্তর- চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ বিঘে জমি খুঁড়েছিল।
3 সোনার লোভে চাষির ছেলের চোখ দুটো কেমন করে ওঠে?
উত্তর -চকচক করে ওঠে।
4 চাষির ছেলের বউ কেমন ছিল?
উত্তর- বুদ্ধিমতি
5 চাষির ছেলে জমিতে কি চাষ করেছিল?
উত্তর- ধান
6 বাঙালি ডাক্তার বাবু কোন টেশনে নেমেছিলেন?
উত্তর কারমাটার স্টেশনে
8 ডাক্তারবাবু ব্যাগ নিয়ে কুলিটি কোথায় তুলে দিয়েছিলেন?
উত্তর -পালকিতে
8 ডাক্তারবাবু ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি?
উত্তর- তিনি একজন সম্মানীয় মানুষ ছিলেন। তাই হাতে করে ব্যাগ বইতে লজ্জা পেতেন
9 কুলি টি শেষে তার নাম কি বলেছিল₹
উত্তর- ঈশ্বরচন্দ্র শর্মা
10 শিকারি আর বাঘের বন্ধুত্ব কিভাবে হয়েছিল?
উত্তর -শিকারি সারাদিন বনে বনে ঘুরে শিকার করত ।এমন একদিন বনে ঘুরতে ঘুরতে এক বাঘের সাথে তার দেখা হয়েছিল অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে তাদের দুজনে খুব বন্ধ হয়ে গেছিল।
11" তা এটাকি মানুষের আঁকা"- কে কাকে বলেছিল ?
উত্তর -বাঘ তার বন্ধু শিকারী কে বলেছিল ।
12 সারাদিন কবিতাটি কার লেখা?
উত্তর -সুনির্মল চক্রবর্তীর লেখা।
13 সারাদিন কবিতায় কবি কোথায় মন রাখতে চান?
উত্তর -খাতার পাতায় মনে রাখতে চান।
14 -ফুল পরি রা কেমন পোশাক পড়ে এবং তারা কি খায় ?
উত্তর -ফুল পরীরা পাপড়ির পোশাক পরে তারা ফুলের মধু খায়।
15 যখন ফুলেরা এই পৃথিবীতে ছিলনা তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল ?
উত্তর -তখন পৃথিবীতে কোন মানুষ ছিল না। তখন পৃথিবী বড় বড় ঘাস আর পাতা ভর্তি ছিল ।আলো এসে ফুলেদের খুঁজে যেত আর বাতাস বাতাস শুঁকে শুঁকে চলে যেত
16 ফুল পরীরা কোথা হতে ফুলের বীজ নিয়ে এসে ছিল ?
উত্তর -ফুলপরীরা তাদের দেশ থেকে ফুলের বীজ নিয়েছিল ।
17 ধানের ক্ষেতে রৌদ্র ছায়া কি করে?
উত্তর -ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা করে।
18 নদীর চরে কাদের মেলা বসেছে ?
উত্তর-নদীর চরে চখাচখির মেলা বসেছে।
19 সোনা কে ?
উত্তর- সোনা চাষীর মেয়ে ।
20 কেন গ্রামটির নাম হল সোনারগাঁ ?
উত্তর /সরকারের লোকেরাই গ্রামে সোনা খুঁজতে আসার পর থেকে গ্রামের নাম হল সোনারগাঁ
21 কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত ?
উত্তর -কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মত ছুটে আসত।
22 লেখক নদীর তীরে একা যেত কেন ?
উত্তর -লেখক প্রকৃতির পড়ুয়া হতে চান ।তাই তিনি নদীর ধারে একা যেতেন।
23 এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো
দা খোঁ কা চা -কাদাখোঁচা
রা তি কে ম –কেরামতি
জি জি বি হি -হিজিবিজি
দি রা ন সা -সারাদিন
খা ন না ম -মনখানা
ম ব স য় স -সবসময়
ন ক নে দি আ - অনেকদিন
ল দে য়া -দেয়াল
ম ম ছা ছি –ছিমছাম
বিপরীত শব্দ লেখ -
অলস
উত্তর- পরিশ্রমই
বুদ্ধিমতি
উত্তর- বুদ্ধিহীনা
পুরস্কার
উত্তর- তিরস্কার
সুন্দর
উত্তর- কুৎসিত
দিন
উত্তর-রাত্রি
প্রথম
উত্তর শেষ
বিশাল
উত্তর- ক্ষুদ্র
পরিষ্কার
উত্তর-অপরিষ্কার
কষ্ট
উত্তর-আরাম
আপত্তি
উত্তর-সম্মতি
বন্ধু
উত্তর-শত্রু