চতুর্থ শ্রেণীর পরিবেশ বইয়ের সকল প্রশ্ন উত্তর/ - Online story

Monday, 1 November 2021

চতুর্থ শ্রেণীর পরিবেশ বইয়ের সকল প্রশ্ন উত্তর/



পরের পর্ব ১১ থেকে ২০ পাতা দেখুন

চতুর্থ শ্রেণীর

             পরিবেশ

           প্রশ্ন উত্তর


 1 জড় পদার্থ কাকে বলে উদাহরণ দাও

 উত্তর-  যারা শ্বাস নিতে পারে না, নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না, নিজে থেকে আকারে বড় হতে পারেনা ,তাদের জড় পদার্থ বলে ।

যেমন -ইট ,বই, চেয়ার, টেবিল ইত্যাদি


 2 জীব কাকে বলে ? 


উত্তর-যারা জায়গা পরিবর্তন করতে পারে, শ্বাস নিতে ও ছাড়তে পারে ,তাদের জীব বলে। যেমন- গরু, ছাগল ,ফড়িং, কাঠবিড়ালি ইত্যাদি।


 3 জীবের জন্ম মৃত্যু হয় ।

ঠিক / ভুল 

উত্তর -ঠিক।

 4 নিচের কোনটি জীব নয়? 

বট ,পাইন ,ধান

উত্তর-ধান


5 কোন প্রাণী গন্ধ শুঁকে খায়?

 উত্তর -বিড়াল ।


6 দুটি ডিম পাড়া জীবের নাম লেখ

 উত্তর -হাঁস ,মুরগি।


 7  দুটো জায়গা পরিবর্তন করা জীবের নাম লেখ।

উত্তর- মৌমাছি ,গোবরে পোকা ইত্যাদি ।


8 ডিম ফুটে বাচ্চা বের হয় এরকম দুটি জীবের নাম লেখ।

 উত্তর -হাঁস, মুরগি ।

9 কোনটি জীব নয়-

 শুকুন/ মাছরাঙ্গা/ নদী

উত্তর-নদী

 10 ব্যাঙের খাদ্য কি?

 উত্তর- পোকামাকড়

 11 কোন প্রাণী  গাছের উঁচু ডল এর পাতা খেতে পারে?

 উত্তর -জিরাফ 


12 স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় এমন একটি গাছের নাম লেখ;

 উত্তর- শ্যাওলা

 13 .জলের নিচে জন্মায় এমন একটি গাছের নাম লেখ।

 উত্তর- পদ্ম, শালুক 


14 জলে ভাসমান একটি গাছের নাম লেখ ।

উত্তর- কচুরিপানা ।


15 শুকনো মাটিতে জন্মায় এমন একটি গাছের নাম লেখ

উত্তর- বাবলা ,ফনিমনসা ইত্যাদি।


 16 পাহাড়ি জায়গায় জন্মায় এমন একটি গাছের নাম লেখ

উত্তর -পাইন 

17 -বালিতে জন্মায় এমন একটি গাছের নাম লেখ।

উত্তর- ক্যাকটাস, ফনিমনসা ইত্যাদি।


 18 নোনা জলের পাশে জন্মানো একটি গাছের নাম লেখ।

 উত্তর -নারকেল ,সুন্দরী ইত্যাদি 


19 তুলো কোন গাছ থেকে পাওয়া যায় ?


উত্তর- শিমুল

 

20 ★★★★পলাশ গাছে কি রঙের ফুল ফোটে ?

উত্তর- আগুন রঙা।


 21 গরান গাছের কোনটি কাজে লাগে?

ফুল/ফল /কান্ড

উত্তর -কান্ড অর্থাৎ কাঠ


 22 দার্জিলিং এ কোন গাছটি দেখতে পাওয়া যাবে?

 বাবলা/ ফনিমনসা/ পাইন

 উত্তর -পাইন


 23 কাঁটা আছে এমন একটি গাছের নাম লেখ

 উত্তর -বাবলা, ফনিমনসা

24. দুটো লতানো গাছের নাম লেখ

 

উত্তর-লাউ কুমড়া


 25 একটি বিষাক্ত গাছের নাম লেখ ।

উত্তর; বিছুটি 

 26 ফুল ফল হয় না এমন একটি গাছের নাম লেখ

উত্তর-ফার্ন 


27 কাঠ পাওয়া যায় এমন একটি গাছের নাম লেখ।

 উত্তর আম,জাম, শাল ,সেগুন ইত্যাদি।

 28 বুকে হেঁটে চলে এরকম দুটি প্রাণীর নাম লেখ।

 উত্তর -সাপ, টিকটিকি, গিরগিটি।

 29 শিরদাঁড়া আছে এমন দুটি প্রাণীর নাম লেখ।

 উত্তর- পাখি ,মানুষ 

30 মেরুদন্ড নেই এমন দুটি প্রাণীর নাম লেখ।

 উত্তর -আরশোলা ,কেঁচো 


31 নিচের কোনটি শিরদাঁড়া দেখা যায় না ।

বিড়াল /টিকটিকি/ চিংড়ি


 উত্তর -চিংড়ি

 32 কোন প্রাণী গায়ে আঁশ দেখা যায় না ।

সাপ /মাছ/ হাতি 


উত্তর -হাতি

 33 কেঁচো এবং সাপের মধ্যে একটি মিল একটি অমিল লেখ 

উত্তর -

মিল -কেঁচো বুকে হেঁটে চলে সাপ বুকে হেঁটে চলে ।

অমিল- সাপের গায়ে আঁশ দেখা যায় কিন্তু কেঁচোর গায় আঁশ দেখা যায় না। 

34 কচ্ছপ এবং ব্যাঙের মধ্যে একটি মিল এবং একটি অমিল খুঁজে লেখ 

উত্তর

 মিল- কচ্ছপ জলজ প্রাণী জলজ প্রাণী ।

অমিল- কচ্ছপের দেহটি শক্ত খোল দিয়ে ঢাকা ব্যাঙের দেহটি নরম চামড়া দিয়ে ঢাকা ।

35 কাতলা মাছ এবং চিংড়ি মাছের মধ্যে একটি মিল এবং অমিল খুঁজে লেখ

মিল- কাতলা মাছ এবং চিংড়ি মাছ উভয়ই জলজ প্রাণী।

 অমিল (১)-কাতলা মাছের রক্ত লাল রঙের। চিংড়ি মাছের রক্ত সাদা। রঙের ।

(২)কাতলা মাছের মেরুদন্ড দেখা যায় ।চিংড়ি মাছের মেরুদন্ড দেখা যায় না।

 

 জড়বস্তুর জগৎ
১৮ পাতা থেকে ২৬ পাতা
এ প্রশ্ন ঃ ১. বস্তু কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর : আমরা চারপাশে যা যা জিনিস দেখতে পাই তাদের বস্তু বলে।

যেমন—কাঠ, বাড়ি, টেবিল, বই ইত্যাদি।

প্রশ্ন : ২, পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর : বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে।
যেমন-লােহার পেরেক, এখানে লোহ বতু।

প্রশ্ন : ৩, পদার্থ বা বস্তু রাখতে হলে কি লাগে?
উত্তর : জায়গা।

 প্রশ্ন : s. পদার্থ কি কি অবস্থায় থাকতে পারে ?
উত্তর : কঠিন, তরল, গ্যাসীয়।

প্রশ্ন ঃ ৫. কোনটি ঠিক—(1) তরল পদার্থের নিজস্ব আকার আয়তন আছে।
(1) তরল পদার্থ যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে।
(iii) গ্যাসীয় পদার্থের নিজস্ব আকার নেই।
(iv) গ্যাসীয় পদার্থ গড়িয়ে যায়।
(v) তরল পদার্থ ছড়িয়ে পড়ে।
(vi) কঠিন পদার্থের নিজস্ব আকার আছে।
উত্তর : (1) ভুল, (ii) ঠিক, (i) ঠিক, (iv) ভুল, (v) ঠিক, (v) ঠিক।

প্রশ্ন : ৬. বাঁদিকের সঙ্গে ডানদিক মিল করা ;
(i) কঠিন             (i) দুধ
(ii) ধোঁযা          (ii) তরল
(iii) গ্যাসীয়।         (iii) কাঠ
উত্তর : কঠিন → কাঠ, তরল → দুধ,
গ্যাসীয় → ধোঁয়া।

প্রশ্ন ৭ নর্মদায় কোন পাউডার দেওয়া হয়?
উত্তর -ব্লিচিং পাউডার।

প্রশ্ন  ৮, যে জিনিস যত ভারী তার ভড় তত
তত বেশী/কম।।
উওর বেশী।

প্রশ্ন -৯, কিসের সাহায্যে ভর মাপা হয়।
উত্তর ঃ দাঁড়িপাল্লা

৩১০, তরলের ভর আছে/কাঠিনের ভর আছে/গ্যাসের আকার নেই।
(কোনটি ঠিক নয়)
উত্তর - গ্যাসের আকার নেই।


১১, এক ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে কিছু গ্যাস বার করলে সেটি
হালকা হবে/একই থাকবে/ভারী হবে।
উত্তর হালকা হবে।

১২, বাতাস হল—তরলের মিশ্রণ/গ্যাসীয় মিশ্রণ/কোনটি নয়।
উত্তর : গ্যাসীয় মিশ্রণ।
-

প্রশ্ন ঃ ১৩, জলীয় বাষ্প কোথায় থাকে—জলে/বাতাসে।
উত্তর- বাতাসে।

 প্রশ্ন ঃ ১৪. কোনটি ঠিক
(i) জ্ল ফুটলে বাম্প তৈরি হয়।
(ii) জল যখন কঠিন হয় তখন তাকে বরফ বলে।
(iii) বাম্প থেকে তাপ কথাটি এসেছে।
(iv) বাম্প থেকে জল পাওয়া যায়।
উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (ii) ঠিক, (iv) ঠিক।

প্রশ্নঃ ১৫. জল কয়টি অবস্থায় থাকতে পারে ? কি কি?
উত্তর : তিনটি। (i) কঠিন, (ii) তরল, (iii) গ্যাসীয়।

প্রশ্ন: ১৬, জল জমে —— হয়।
উত্তর-বরফ

-প্রশ্ন : ১৭, বরফ গলে -- হয়।
উত্তরঃ জল।

প্রশ্নঃ ১৮, তরলকে ফোটালে -- পাওয়া যায়।
উত্তর : বাস্প পাওয়া যায়।

 ১৯. তুমি রৌদ্রে একটি ভিজে পােশাক শুকাতে দিলে। কিছুক্ষণ পর
ওটা শুকিয়ে গেল অর্থাৎ জলটা----হলো।
উত্তর : বাস্প হল।


প্রশ্ন : ২০, শিলা মানে --।
উত্তর : পাথর।

 প্রশ্ন : ২১. বৃষ্টির জলের সঙ্গে পাথর পড়ে তাকে আমরা কি বলি?

উত্তর : শিলা পডেছে বলি।
প্রশ্ন : ২২, ঐ শিলা জলের কোন অবস্থা ?
উত্তর : কঠিন।

প্রশ্ন ঃ ২৩. মিশ্রণ কি?
উত্তর : দুই বা তার বেশী পদার্থ মিশে যাওয়াকে বলি মিশ্রণ।

 প্রশ্ন ঃ ২৪. ধানের খােসা কে -- বলি।
উত্তর : তুষ বলি।

প্রশ্ন : ২৫. চাল থেকে তুষ এবং কাকড় আলাদা করা হয় কি দিয়ে?

উত্তর : কুলো।

প্রশ্ন : ২৬. মুড়ি আর মুড়ির গুড়াে কিসের দ্বারা আলাদা করবে?
উত্তর : চালুনি।।

প্রশ্ন : ২৭. ভারী জিনিস থিতিয়ে পড়ে। ভেসে ওঠে।
উত্তর : থিতিয়ে পড়ে।


প্রশ্ন : ২৮. এক থালা নুন জল রােদে দিলে কিছুক্ষণ পর কি হবে?
উত্তর : জল উবে যাবে—নুন পড়ে থাকবে।


প্রশ্ন : ২৯. কে কৃষকবিরােধী আন্দোলনের সময় সমুদ্রের জল থেকে লবণ
তৈরি করেছিল?
উত্তরঃ মহাত্মাগান্ধী।

 

 

 বাংলা

অন্য গুলি দেখন

(১) ছন্দে শুধু কান রাখো (১)

ছন্দে শুধু কান রাখো (২)

(২) কার দৌড় কদ্দুর

(৩) বঙ্গভূমির প্রতি

বঙ্গভূমির প্রতি (২)

(৪) পাগলা গণেশ

(৫) আত্মকথা

(৬) চিরদিনের কবিতা

(৭) ভানু সিংহের পত্রাবলী

(৮) নোট বই 

(৯) স্মৃতি চিহ্ন

(১০) দেবাতাত্মা হিমালয়

(১১) আঁকা- লেখা

(১২) খোকনের প্রথম ছবি

(১৩) ভারত তীর্থ

(১৪) স্বাধীনতা সংগ্ৰামে নারী

(১৫) রাস্তায় ক্রিকেট খেলা

(১৬) দিন ফুরালো

(১৭) গাধার কান

(১৮) পটল বাবু ফ্লিমস্টার

(১৯) মেঘ-চোর

 (২০) কুতুব মিনারের কথা

(২১) চিন্তা শীল

(২২) একুশের কবিতা


প্রথম পরীক্ষার নমুনা প্রশ্ন

আর ও প্রশ্ন প্রথম পরীক্ষা

ভাষাচর্চা অনুশীলন

মাকু প্রশ্ন (১)

মাকু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

মাকু প্রথম পরীক্ষা

মাকু হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর

মাকু গল্পের সকল প্রশ্নের উত্তর

মাকু বইয়ের প্রশ্নের উত্তর

মাকু ছোট প্রশ্ন বড়ো পাতা ধরে