Class 7 bengali poem chhande shudhu kan rakha hate karone question answer / সপ্তম শ্রেণি বাংলা ছন্দে শুধু কান রাখো কবিতা হাতে-কলমে অনুশীলনী প্রশ্ন উত্তর
সপ্তম শ্রেণি
বাংলা
" ছন্দে শুধু কান রাখো"; কবিতা
হাতে কলমে - অনুশীলন প্রশ্নের উত্তর
1 অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
1.1" মন্দ কথায় কান দিও না"- মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে ?
উত্তর -কবি অজিত দত্তের লেখা" ছন্দে শুধু কান রাখো ,কবিতায় মন্দ কথার প্রতি কবির বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে।
,
1.2 "কেউ লেখে নি আর কোথাও "-কোন লেখার কথা বলা হয়েছে ?
উত্তর -"কেউ লিখেনি আর কথাও"- বলতে এখানে নদীর স্রোতের ছন্দ মনের মাঝে শুনতে পাওয়ার কথা বলেছেন।
1.3 "চিনবে তারা ভুবনটাকে "-কারা কিভাবে ভুবন টাকে চিনবে?
উত্তর- যারা মন আর কান পেতে প্রকৃতি সকল ছন্দ শুনবে তারা বিশ্বভুবন টাকে চিনবে। বলে কবি মনে করেন।
1.4 "পদ্য লেখা সহজ নয়"- পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন?
উত্তর -প্রকৃতি ছন্দে কান না দিলে অর্থাৎ অনুভব না করলে, ছন্দে কোন পদ্ম লেখা সহছ হয় না
1.5 ""ছন্দ সোনা যায় নাকো "-কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না?
উত্তর ;কবি ভাবনায় দ্বন্দ্ব ভুলে ছন্দে মন না দিলে ছন্দ শোনা যায় না
2 10 সমার্থক শব্দ লেখ
জল -বারি
দিন - দিবস
রাত্রি -যামিনী
নদী -তটিনী
ভূবন-পৃথিবী