Class 7 bengali story kar deur jadur hate karone question answerসপ্তম শ্রেণির বাংলা কার দৌড় কদ্দুর গল্পের হাতে-কলমে প্রশ্নের উত্তর - Online story

Saturday, 30 October 2021

Class 7 bengali story kar deur jadur hate karone question answerসপ্তম শ্রেণির বাংলা কার দৌড় কদ্দুর গল্পের হাতে-কলমে প্রশ্নের উত্তর

     







                   সপ্তম শ্রেণি

                         বাংলা 

               কার দৌড় কদ্দুর (গল্প )


              হাতে-কলমে প্রশ্নের উত্তর 


1 ঠিক উত্তর টি বেছে নিয়ে লেখ ।

,

1.1 উপনিষদে উক্ত" চরৈবেতি "শব্দের অর্থ- (যাত্রা থামাও /এগিয়ে যাও /দাঁড়িও না)


 উত্তর -এগিয়ে যাও 



1.2 পৃথিবী নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন-( গ্যালিলিও/ কোপার্নিকাস/ সক্রেটিস )


উত্তর কোপার্নিকাস


 1.3 ভাস্কোদাগামা ছিলেন( মার্কিন ;পর্তুগিজ/ গ্রিক )


উত্তর -পর্তুগিজ



 1.4 যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় গোড়ার মাটির দিকে সেটি হল -(মাধ্যাকর্ষণ; প্লবতা ;সন্তরণ নিয়ম )


উত্তর- মাধ্যাকর্ষণ 



2.9 আইনস্টাইন ছিলেন -(সপ্তদশ /অষ্টাদশ/ ঊনবিংশ /শতাব্দীর মানুষ 1 


উত্তর -উনবিংশ শতকের


এর সঙ্গে একটি প্রশ্ন আছে

. প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয় ।গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে?


 উত্তর- গাছ সূর্যের আলোর সাহায্যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে


2 শূন্যস্থান পূরণ করো


 2.1 এফিড ওর বাসায় প্রতি সেকেন্ডে ― বার  ডানা নাড়ায়।


উত্তর - চারশো বার।


 2.2 শক্তিকে বিচার করতে হয় সব সময় ― হিসাব করে


 উত্তর- দৈহিক ওজনের পরিমাণ 


2.3 গোবি মরুভূমিতে  ― নামক এক হরিণ আছে


উত্তর -গ‍্যাজোলি


 2.4  ―― টার্ নস এগারো হাজার মাইল একবার করে আসে আবার পরে ফিরে যায়।


 উত্তর -মেরু প্রদেশের 


2.5 ATP- পুরো কথাটি হলো


উত্তর অ্যাডিনোসিন ট্রাই ফসফেট 





দ্বিতীয়পর্বে দেখো――