Class 3 bengali model activity task part 7 / মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস সিক্স বাংলা পার্ট 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
পর্ব 7
। বাংলা
১ নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও।
১.১ বাঘিনীর মত ছুটে আসে।
এখানে কার কথা বলা হয়েছে ?
সেএভাবে ছুটে আসে কেন ?
উত্তর-গৌরী ধর্মপাল এর লেখা আসোনা গল্প সোনা নামে মেয়েটির ছুটে আসা কথা বলা হয়েছে।
এভাবে ছুটে আসে তার কারণ নদীর জল কেউ নোংরা করলি সোনা ঠিক টের পায় এবং তাকে শাস্তি দেবার জন্য সে বাঘিনীর মত ছুটে আসে।
১.২" আমার উত্তর সোজা"-
বক্তা এখানে সহজ ভাষায় কোন প্রশ্নের কী উত্তর দিয়েছেন?
মহিষ রেখা ঘাটে একটা ডিঙ্গি র মাঝি লেখক কে প্রশ্ন করেছিলেন ।"এবার কি মনে করে"? চৈত্র মাসে এসেছিলেন ?
লেখক তার প্রশ্নের উত্তর সোজা ভাবে দিয়েছিলেন তিনি বলেছিলেন ,তখন ছিল শুকনো কাল। দামোদরের তখন অন্য রূপ। তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো। আর এখন জল ভরা নদী দেখতে এসেছি।
১.৩ "তাড়াতাড়ি অংরে কে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো"- আংরের পরিচয় দাও। তাড়াতাড়ি আংরে কে সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হল কেন?
উত্তর আংরে বলতে এখানে একটি ছোট্ট ডিঙ্গি নৌকা কে বোঝানো হয়েছে। যার নাম ছিল "কনৌজি আংরে"। যেটা করে তার 1969 সালে 1 ফেব্রুয়ারি অ্যালবাট্ জর্জ ডিউক এর সঙ্গে লেখক কলকাতা থেকে আন্দামান যাত্রা করেছিল।
১.৪ " গল্প বলব তোমার কোলে এসে"- বক্তা কাকে কোন গল্প শোনাতে আগ্রহী ?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা কবিতায় -শিশুটি তার মাকে নৌকাযাত্রা গিয়ে যা যা দেখবে যা যা ঘটবে তাই তার মায়ের কোলে বসে গল্প আকারে শোনাতে চায় যেমন- যেমন তিরপূর্ণির ঘাট ,তেপান্তরের মাঠ, সাত সমুদ্র তেরো নদীর পার ,নতুন রাজার দেশের গল্প
১.৫ "ব্যাপার দেখে হচ্ছে শখ"-। কোন ব্যাপারটিতে কথকের নজর কেড়েছে ?তা দেখে তার মনে কোন শখের কথা উদয় হয়েছে?
উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায় কথকের কেষ্ট বিষ্ণু মহেশ্বর সকলের ঘর ছাড়ার ঘটনা নজর কেড়েছে তা দেখে কথকের পর্যটক হবার শখ উদয় হয়েছে
২. নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও
নিচের শব্দগুলির কি কি বর্ন দিয়ে তৈরি?
২.১ সকাল -স্+অ +ক্ +আ +ল্
২.২ ব্যঞ্জনধ্বনি -ব্ +য্+ ত্+ ঞ্জ্+অ+ ন্ +ধ্ +ব্ +ত্ +ন্+ ই
২.৩ স্বর চিহ্ন -স্+ব্ +অ +র্ +অ+ চ্+ই+ হ্ +ন্+ ত্
২.৪ ব্ল্যাকবোর্ড ব্+ ল্+ য্+ আ+ ক্ +ব্ +ও +র্+ ভ্
২.৫ অনর্গল-অ +ন্ +ত্ +র্+ গ্ +র্ +ল্