Class 3 math model activity task part 7 তৃতীয় শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7
গণিত
অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
পর্ব ৭
২৮ × ৫ গুণফলে এককের সংখ্যা টি হলো- ০ (d)
২৮
×৫
.................
= ১ ৪ (০)
(খ) ৫৫ ÷ ৫
= ৩৩ ÷ ৩ (d)
৫)৫৫(১১ ৩)৩৩(১১
৫ -৩
............. .............
৫ ৩
-৫ - ৩
........ .........
০ ০
=১১ = ১১
(গ) চিত্রটিতে কয়টি সরল রেখাংশ আছে
উত্তর ১০ টি(d)
(ঘ) ৯৯ ÷ ৩ , ভাগ টি তে ভাজক হলো-
উত্তর ৩ (গ)
২. সত্য /মিথ্যা লেখ।
(ক)৬ × ৪ = ১৮ + ৬ (সত্য)
(খ) ৭ + ৭ + ৭ + ৭ = ৭ ÷ ৪ (মিথ্যা)
৩ (ক) বাঁ দিক ডান দিক মিলাও
আয়ত কার চিত্র 🎟️
ত্রিভুজাকার চিত্র। ⚠️
বৃত্ত কার চিত্র 🚇
বর্গাকার চিত্র 🌌
(খ) পিয়ার কাছে ২০৬ টি স্টাম্প আছে দুটি খাতার পাতায় সমান ভাবে লাগাবে । তাই প্রতি খাতার পাতায় কয়টি স্ট্যাম্প লাগাবে?
উত্তর- ২ ) ২ ০ ৬ (১ ০ ৩
-২
.........................
০
- ০
...............................
৬
- ৬
..............................
০
পুতি খাতার পাতায় ১০৩ টি স্ট্যাম্প পেপার লাগবে।
(গ) কৃষ্ণনগরে কোন পরিবারে প্রতিদিন ১২৩ টি পুতুল তৈরি হয় ।৫ দিনে মোট কতগুলি পুতুল তৈরি হবে,?
উত্তর-
১ দিনে পুতুল তৈরি হয় ১২৩ টি ।
৫ দিনে পুতুল তৈরি হয় ১২৩ × ৫ টি
= ৬১৫ টি।
কৃষ্ণনগরের ৫ দিনে পুতুল তৈরি হয় ৬১৫ টি।