Class 4 bengali model activity task part 7/ চতুর্থ শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7 - Online story

Thursday, 28 October 2021

Class 4 bengali model activity task part 7/ চতুর্থ শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7


 











                    চতুর্থ শ্রেণীর 


            

   মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

               পর্ব 7 

               বাংলা


 ১.১"সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকালো"।

উবার পরিচয় দাও। কোন ছবিটা দেখে উবা কথকের দিকে তাকিয়েছে?,


উত্তর এখানে উবা হল আমাজনের জঙ্গলে এক আদিবাসী কন্যা।

ভ্যান রিক্সায় ,অনেকটা টিনের বড় বাক্স এর মত দেখতে চারিদিক বন্ধ গাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে -সেই ছবিটা দেখে কথকের দিকে তাকিয়ে ছিল।



১.২ কোন ভয় নেই আমি ওষুধ বলে দিচ্ছি বক্তা কে তিনি কোন ঔষধ একথা বলেছেন


উত্তর- এখানে বক্তা হলেন লীলা মজুমদারের লেখা "আলো" গল্পের- গুরুমশাই ।

তিনি যে ওষুধের কথা বলেছিলেন তা হল, সুসনি পাহাড়ের মাথায় হাড়ভাঙ্গা পাতার গাছ, আর পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে, পাথরে গা বেয়ে গড়াচ্ছে ।ওই পাতাতে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলে ব্যথা সেরে যাবে।



১.৩ "মাঠের বৃষ্টি বডো বিশাল"।


 সেই বৃষ্টি র বিবরণ কথক কিভাবে দিয়েছেন?


উত্তর -কথক এখানে যে মাঠের বৃষ্টির বর্ণনা দিয়েছেন তা হল,- অনাবৃত পৃথীবিকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ ।বাতাসের বেগ জলের রেখা কে থুড়ে থুড়ে ধোঁয়া করে দিচ্ছে। পিঠের উপর বৃষ্টি কথককে তার পেরেক গাঁথা থ‍্যাবরা হাতে চড় মারছে ।বাতাসে গর্জনের সঙ্গে চারিদিকে বাজ ডাকছে কড় কড় কড় কড়। ঝরের ধাক্কা কথককে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে।


১.৪ আমার তরী বোঝাই করে দেবে উপহার কে কি উপহার দেবে

উত্তর- নজরুল ইসলামের লেখা "আমি সাগর পাড়ি দেবো"- কবিতায় সিন্ধু  ,রতন এবংমানিক উপহার দেবে।



১.৫ দূরের পাল্লা কবিতাংশে কতজন মাঝির কথা রয়েছে? তারা নৌকায় বসে কি করছে?


উত্তর দূরের পাল্লা কবিতায় অংশে তিনজন মাঝির কথা বলা হয়েছে


 তারা নৌকায় বসে চৌপর দিন-ভোর দাঁড় টেনে গান গাইতে গাইতে দূরে পাল্লা দেয়।




২ নিচের প্রশ্নগুলির উত্তর দাও।


২.১ সন্ধি বিচ্ছেদ করো ।


২.১.১অপেক্ষা =অপ + ঈক্ষা


২.১.২ ব্যবহার  =বি  + অবহার


২.১.৩ অধ্যুষিত =অধি + উষিত






২.২ সন্ধি করো ।


২.২.১ অতি + উক্তি = অত‍্যুক্তি


২.২.২ অ

প্রতি + অক্ষ =প্রত‍্যক্ষ














--//////////////