Class 5 bengali model activity task part 7 / পঞ্চম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7
পঞ্চম শ্রেণি
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
পর্ব 7
1 নিচের প্রশ্নগুলির উত্তর দাও
1.1 অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো এখানে কাদের কথা বলা হয়েছে তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল কেন ?
উত্তর -এখানে ব্যাঙ, মৌমাছি ,মোরগ বাঘেদের কথা বলা হয়েছে যারা ভগবানের প্রাসাদে গিয়েছিল। তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল, কারণ পৃথিবীতে এক বার খরা হল। মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে গেল। পৃথিবীর সব জন্তুরা ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে যাতে পৃথিবী কে বাঁচানো যায়। তাই তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল।
1.2 "আমার যেন লাগলো ভারি ভালো"- কথকের কোন দৃশ্য ভালো লেগেছে?
উত্তর- মৈত্রী দেবীর লেখা "ঝড় "কবিতায় কতকের যে দৃশ্য ভালো লেগেছিল তা হল- দুপুরবেলায় চারিদিক অন্ধকারে ঢেকে দিয়েছিল ।আকাশ এক্কেবারে কালো হয়েছিল। এলোমেলো বাতাস ছুটে এসেছিল। কালো হয়ে গিয়েছিল ছিল বকুলতলা, চাঁপার বন।
1.3 লোকে বলে মন্ত্র জানা চাই।
কিসের মন্ত্র ?মধু আনতে বাঘের মুখে রচনাংশে মন্ত্র জানা লোকটির নাম কি
উত্তর- এখানে মন্ত্র বলতে মৌমাছিকে ভুল পথে চালিত করার চেষ্টা ।
মধু আনতে বাঘের মুখে গল্পে মন্ত্র জানা লোকটির নাম ধনাই।
1.4 "মুকুট হয়ে ঝাঁক বেধেছে লক্ষ হীরার মাছ"-
কি দেখে কবির এরকম মনে হতো?
উত্তর-অশোক বিজয় রাহার লেখা" মায়াতরু "কবিতায় এক পশলা বৃষ্টি শেষে যখন চাঁদ হেসে উঠত, তখন মায়াবী গাছটিকে যেখানে আগে দেখা যেত না ।দেখা যেত অসংখ্য জোনাকি পোকার ঝাঁক । ঠিক যেন মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ।
১.৫" কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফনিমনসা গাছ "―
ছোট্ট ফনিমনসা গাছ কান্নায় ভেঙে পড়ল কেন?
উত্তর -বীরু চট্টোপাধ্যায় লেখা ,ফনিমনসা ও বনের পরী ,বনপরীর কাছে ফনিমনসা গাছ কান্নায় ভেঙে পড়েছিল কারন ,তার পাতাগুলো ছিল কি বিচ্ছিরি সরু।
২. নিচের ব্যাকরন গুলির প্রশ্নের উত্তর দাও।
2.1 নিচের বাক্যগুলিতে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ গুলি কে বদলে বাক্যগুলি পুনরায় লেখ।
২.11 গিন্নি মায়ের আদেশ সকলে একসঙ্গে চলল ।
উত্তর- কত্তা বাবার আদেশে সকলে একসঙ্গে চলল।
2.12 তীর্থর দিদি কলেজে অধ্যাপিকা ।
উত্তর- তীর্থর দাদা কলেজে অধ্যাপক।
2.13 পাঠিকা দিয়ে স্বরাগমের লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।
উত্তর- পাঠক দিয়ে স্বরাগমের লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।
লিঙ্গ পরিবর্তন করো পুংলিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ
2.2 1 কবি ―কবি গিন্নি
2 2.2 গুনবান –গুণবতী
পঞ্চম শ্রেণি
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
পর্ব 7
1 নিচের প্রশ্নগুলির উত্তর দাও
1.1 অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো এখানে কাদের কথা বলা হয়েছে তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল কেন ?
উত্তর এখানে ব্যাঙ, মৌমাছি ,মোরগ বাঘেদের কথা বলা হয়েছে যারা ভগবানের প্রাসাদে গিয়েছিল। তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল, কারণ পৃথিবীতে এক বার খরা হল। মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে গেল। পৃথিবীর সব জন্তুরা ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে যাতে পৃথিবী কে বাঁচানো যায়। তাই তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল।
1.2 "আমার যেন লাগলো ভারি ভালো"- কথকের কোন দৃশ্য ভালো লেগেছে?
উত্তর- মৈত্রী দেবীর লেখা "ঝড় "কবিতায় কতকের যে দৃশ্য ভালো লেগেছিল তা হল- দুপুরবেলায় চারিদিক অন্ধকারে ঢেকে দিয়েছিল ।আকাশ এক্কেবারে কালো হয়েছিল। এলোমেলো বাতাস ছুটে এসেছিল। কালো হয়ে গিয়েছিল ছিল বকুলতলা, চাঁপার বন।
1.3 লোকে বলে মন্ত্র জানা চাই।
কিসের মন্ত্র ?মধু আনতে বাঘের মুখে রচনাংশে মন্ত্র জানা লোকটির নাম কি?
উত্তর -এখানে মন্ত্র বলতে বোঝানো হয়েছে মৌচাক থেকে মৌমাছিদের ভুল পথে চালিত করা।
মধু আনতে বাঘের মুখে রচনা অংশে মন্ত্রণালয় নাম ধনাই।
1.4 "মুকুট হয়ে ঝাঁক বেধেছে লক্ষ হীরার মাছ"-
কি দেখে কবির এরকম মনে হতো?
অশোক বিজয় রাহার লেখা" মায়াতরু "কবিতায় এক পশলা বৃষ্টি শেষে যখন চাঁদ হেসে উঠত, তখন মায়াবী গাছটিকে যেখানে আগে দেখা যেত না ।দেখা যেত অসংখ্য জোনাকি পোকার ঝাঁক । ঠিক যেন মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ।
১.৫" কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফনিমনসা গাছ "―
ছোট্ট ফনিমনসা গাছ কান্নায় ভেঙে পড়ল কেন?
উত্তর বীরু চট্টোপাধ্যায় লেখা ,ফনিমনসা ও বনের পরী ,বনপরীর কাছে ফনিমনসা গাছ কান্নায় ভেঙে পড়েছিল কারন ,তার পাতাগুলো ছিল কি বিচ্ছিরি সরু।
২. নিচের ব্যাকরন গুলির প্রশ্নের উত্তর দাও।
2.1 নিচের বাক্যগুলিতে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ গুলি কে বদলে বাক্যগুলি পুনরায় লেখ।
২.11 গিন্নি মায়ের আদেশ সকলে একসঙ্গে চলল ।
উত্তর- কত্তা বাবার আদেশে সকলে একসঙ্গে চলল।
2.12 তীর্থর দিদি কলেজে অধ্যাপিকা ।
উত্তর- তীর্থর দাদা কলেজে অধ্যাপক।
2.13 পাঠিকা দিয়ে স্বরাগমের লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।
উত্তর- পাঠক দিয়ে স্বরাগমের লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।
লিঙ্গ পরিবর্তন করো পুংলিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ
2.2 1 কবি ―কবি গিন্নি
2 2.2 গুনবান –গুণবতী