Class 7 bengali model activity task part 7 / সপ্তম শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7 - Online story

Thursday, 28 October 2021

Class 7 bengali model activity task part 7 / সপ্তম শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7

 









                      সপ্তম শ্রেণী 

      মডেল অ্যাক্টিভিটি টাস্ক

                             বাংলা

                                 পর্ব 7 



1 নিচের প্রশ্নগুলির উত্তর দাও


 1.1 "তার চলার ভঙ্গিটি বডো মজার"-

 কার চলার ভঙ্গি টি বড় মজার? তার চলার ভঙ্গি প্রসঙ্গে প্রাবন্ধিক কি জানিয়েছেন?


উত্তর শিবতোষ মুখোপাধ্যায় লেখা কার দৌড় কতদূর কবিতায়  অদ্ভুত বিস্ময় এর জীব অ্যামিবার বলা হয়েছে। ।তার চলার ভঙ্গি প্রসঙ্গে প্রাবন্ধিক জানিয়েছেন ,এত মন্দ গতিতে অ্যামিবা চলে ,তা অনুমান করা যায় না। নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশও ক্ষণিকের পাা হিসাবেে আগিয়ে দেয় ।সেদিকে তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজম এর বাকি অংশ কে গড়িয়ে দেয় ।এমনি করে মুহুমুহু ক্ষণিক- পা বের হয় আর প্রোটোপ্লাজম  সেদিকে এগিয়ে যায়।




 1.2 "কার নাম দুন্দুভি ? কার নাম অরণি?

 প্রশ্ন দুটি তোমাকে করা হলে তুমি কি উত্তর দেবে?



উত্তর উদ্ধৃত অংশটি সুকুমার রায়ের নোট বই কবিতার অংশ এখানে ঢাক এর নাম দুন্দুভি এবং অরণি বলা হয় চিত্রক গাছ বা চকমকি পাথর কে।



 1.3 "ওই পাহাড়টির নাম জানো"?


 প্রশ্নকর্তার পরিচয় দাও ?তিনি কাকে এই প্রশ্ন করেছেন ?শ্রোতা তার উত্তরে কি জানিয়েছে?


উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘ চোর গল্পের  এখানে প্রশ্ন কর্তার পরিচয় হলো তিনি একজন বৃষ্টি বিজ্ঞানী । নাম পুরন্দর চৌধুরী।


 তিনি প্রশ্ন করেছেন অসীমা কে।


 অসীমা ছিলেন একজন ইতিহাসের ছাত্রী ।


শ্রোতা অর্থাৎ অসীমা তার উত্তরে জানিয়েছিলেন- "আমি আলাস্কার এত দূরে কখনো আসেনি বটে ।তবে এই পাহাড়টা নাম মাউন্ট চেম্বারলিন। তার পাশেই যে কুয়াশা ঢাকা হ্রদ, তার নাম লেখ শ্রেভার।



 1.4 পুলিনবিহারী সেন "জনগণমন-অধিনায়ক জয় হে "-গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলে তিনি কি উত্তর দিয়েছিলেন?


উত্তর তিনি লিখেছিলেন -সে বছর ভারত সম্রাট এর আগমনের আয়োজন চলছিল। রাজসরকারে প্রতিষ্ঠাবান আমার কোন বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য, আমাকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলেন। শুনে বিস্মিত হয়েছিলাম ।সেই বিষয়ের সঙ্গে মনে উত্তাপের ও সঞ্চয় হয়েছিল ।তাই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণ ও অধিনায়ক গানে সেই ভারতভাগ্যবিধাতা জয় ঘোষণা করেছি।

 1.5 "ভেসে যায় নামগুলি কোন নামগুলি"– তোমার নাম গুলি, কোথায়, কেন, ভেসে যায়?

উত্তর-উদ্ধৃত অংশটি কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতার অংশ ।এখানে সেই নামগুলি কথাই বলা হয়েছে যে নামগুলি বিশাল অক্ষরে  ইস্টক প্রস্তরে রচনা করা হয়েছিল।

সেগুলি  নদীর জলে ভেসে যায় ।


কারণ- মানবহৃদয়ের ভূমি অধিকার করতে হলে, ভাল কাজের দ্বারা ভূমি অধিকার করতে হয়। বিশাল অক্ষরে ইস্টক প্রস্তরে নাম রচনা করলে ,সেগুলি কালের স্রোতে নদীর জলে হারিয়ে যায়।



২  নির্দেশমতো নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও ।

2.1 বাক্যে প্রয়োগ করো


২১১ ঝিরঝির- সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে


২১২ টাপুর টুপুর বর্ষাকালে গাছের মাথায় টুপুর টাপুর বৃষ্টি পড়ে

2.2.3 খিলখিল -কবির ভাষায় নদীর জল খিলখিল করে হেসে ওঠে



3.নিচের বাক্যগুলোকে শব্দদ্বৈত প্রয়োগ করে বৈশিষ্ট্য লেখ


3.1ঠেলাঠেলি মধ্যে না যাওয়াই ভালো 

উত্তর-বাক্যটিতে ঠেলাঠেলি একটি শব্দদ্বৈত যার মধ্যে দিয়ে একটি অস্বচ্ছন্দ্য অর্থ ভিড়ের মধ্যে প্রকাশিত

3.2 দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো 


উত্তর দেখতে দেখতে শব্দদ্বৈত টির মধ্যে সমকালীনতার ভাব ফুটে প্রকাশিত হয়েছে।