Class 7 history 1 chapter hate kalame question answer / সপ্তম শ্রেণি ইতিহাস প্রথম চ্যাপ্টার প্রশ্ন উত্তর - Online story

Thursday 28 October 2021

Class 7 history 1 chapter hate kalame question answer / সপ্তম শ্রেণি ইতিহাস প্রথম চ্যাপ্টার প্রশ্ন উত্তর

 




                  সপ্তম শ্রেণীর


              ইতিহাস 

       দ্বিতীয় অধ্যায়


   অনুশীলন এর প্রশ্নের                    উত্তর


 1 (ক )বঙ্গ নামের প্রথম ঢ় পাওয়া যায়- ঐতরেয় আরণ্যক/ আইন-ই-আকবরী/ অর্থশাস্ত্র )গ্রন্থে ।


উত্তর -ঐতরেয় আরণ্যক ।


(খ) প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল     ―এবং ― (ভাগীরথী পদ্মা মেঘনা /গঙ্গা-ব্রহ্মপুত্র সিন্ধু /কৃষ্ণা কাবেরী গোদাবরী) নদী নিয়ে ।



উত্তর- ভাগীরথী পদ্মা মেঘনা।




গ সকলোত্তরপথনাথ উপাধি ছিল -(শশাঙ্কের/ হর্ষবর্ধনের/ ধর্মপালের )



উত্তর- হর্ষবর্ধনের



(ঘ) কৈবর্ত বিদ্রোহের একজন নেতা হলো-( ভীম/ রামপাল /প্রথম মহিপাল /


উত্তর- ভীম



(ঙ)সেন রাজা― ( বিজয় সেনের /বল্লাল সেনের লক্ষণ সেনের আমলে )বাংলায় তুর্কি আক্রমণ ঘটে।

  



উত্তর -লক্ষণ সেনের আমলে।



( চ ) সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন -(মোহাম্মদ ঘুরি /মিনহাজ ই সিরাজ/ ইখতিয়ার উদ্দিন/ মহাম্মদ বখতিয়ার খলজি)


উত্তর-মিনহাজ -ই -সিরাজ




 2 বজ্র ভূমি -উত্তর রাঢ 


লোটো মো চি হ্ -বৌদ্ধবিহার 


গঙ্গাইকোন্ডচোল -প্রথম রাজেন্দ্র


 গৌড়বহ- বাক পতিরাজ


 হরিকেল -আধুনিক চট্টগ্রাম


 কিতাব অল হিন্দ -অলবিরুনি 



3 (ক) এখনকার পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দেখো তাতে আদি মধ্যযুগের বাংলার কোন কোন নদী দেখতে পাবে?


 উত্তর -অজয় - ময়ুরাক্ষী, ভাগীরথী সুবর্ণরেখা, করতোয়া ,মহানন্দা, তিস্তা ,আত্রাই, যমুনা ইত্যাদি নদী দেখতে পাওয়া যায় ।


খ শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখ।



 উত্তর -শশাঙ্কের আমলে অর্থনীতি হয়ে পড়েছিল কৃষিনির্ভর। বাণিজ্যে গুরুত্ব কমে যাওয়ায় নগরে গুরুত্ব কমে গিয়েছিল ।আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ায় মানুষ গ্রামকেন্দ্রিক হয়েছিল ‌।তার ফলে স্থানীয় প্রশাসনের গুরুত্ব বেড়ে গিয়েছিল ।এবং বণিকদের গুরুত্ব কমে গিয়েছিল ।শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল ওই সময় নকল মুদ্রা দেখা যায় ।