Class 7 poribesh question answer 1 chapter heat ,/ সপ্তম শ্রেণি পরিবেশ তাপ অধ্যায় প্রশ্ন উত্তর - Online story

Friday 29 October 2021

Class 7 poribesh question answer 1 chapter heat ,/ সপ্তম শ্রেণি পরিবেশ তাপ অধ্যায় প্রশ্ন উত্তর

 









               সপ্তম শ্রেণি


          পরিবেশ -প্রথম  অধ্যায়


      ভৌত পরিবেশ (তাপ) প্রথম পর্ব 




1 তাপ কাকে বলে?



 উত্তর -যা গ্রহণ করে বস্তু গরম হয় এবং যা বর্জন করে বস্তু ঠান্ডা হয় তা হলো তাপ ।



2 সেন্টিগ্রেড স্কেলে কয়টি দাগ থাকে?



 উত্তর -100 টি ।



3 ফারেনহাইট স্কেলে কয়টি দাগ থাকে?



 উত্তর -180 টি ।




4 সেন্টিগ্রেড স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?




 উত্তর -100 ডিগ্রী।




 5 ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?




 উত্তর -212°F




 6 সেন্টিগ্রেড স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত ?




উত্তর 0 ডিগ্রী ।



7 ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত?



 উত্তর -32°F।



 8 সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে ফারেনহাইট স্কেলের সম্পর্ক টি লেখ।



 উত্তর     C.      F ―32

           ------ = ―–------

              5           9


9 উষ্ণতা কাকে বলে?



 উত্তর -উষ্ণতা হলো বস্তুর এক তাপীয় অবস্থা যা দেখে বোঝা যায় বস্তুটা কতটা গরম হয়েছে।




 10 কোন বস্তুর উষ্ণতা দ্বিগুণ করতে হলে তাপের পরিমাণ কত গুণ বাড়াতে হবে ?



উত্তর -দ্বিগুণ ।



11 তাপের এসআই একক কি ?




উত্তর -জুল ।




12 তাপের প্রচলিত একক কি ?



উত্তর- ক্যালোরি।



 13 বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি /গ্রাম বলতে কী বোঝো?



 উত্তর -1 গ্রাম বিশুদ্ধ বরফ ঐ উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে ।




14 পদার্থের কঠিন থেকে তরলে অবস্থারপরিবর্তনের নাম কি ?



উত্তর -গলন ।


15 পদার্থের বাষ্প থেকে তরল অবস্থার পরিবর্তনের নাম কি ?



উত্তর -ঘনীভবন।




 16 লীন তাপ কাকে বলে?



 উত্তরে- কোন পদার্থের উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে ,যদি শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানো হয় ,তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমান তাপ গ্রহণ বা বর্জন করে সেই  পরিমাণ তাপকে -ঐ পদার্থের লীন তাপ বলে।



 17 গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ?



উত্তর -মাটির গাযে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে সামান্য পরিমান জল কলসি বাইরে বেরিয়ে আসে ।তখন  বাস্পীভবন ঘটনার জন্য দরকার হয় লীন তাপের ।ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লীনতাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়। তার ফলে কলসি এবং কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায় ।এবং কলসির জল তখন ঠান্ডা থাকে ।




18 দুটি উদ্বায়ী পদার্থের নাম লেখ।



 উত্তর -স্পিরিট, ইথার।



 19 দুটি উদ্ভিদের নাম লেখ যে গাছের পাতাগুলো নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়।


 আবার রাত হলে মুরে যায়।



 উত্তর -বাবলা ,আমরুল। শুশুনি, রাধাচূড়া।










 প্রথম পর্বের শেষ দ্বিতীয় পর্বে (আলো) অধ্যায় প্রশ্ন দেয়া হবে।