রচনা -একটি নদীর আত্মকথা /Rachana akti nadir anatakatha / রচনা একটি নদীর আত্মকথা - Online story

Thursday, 28 October 2021

রচনা -একটি নদীর আত্মকথা /Rachana akti nadir anatakatha / রচনা একটি নদীর আত্মকথা

 



                       রচনা 

 একটি নদীর আত্মকথা


 নদীকে নিয়ে অনেক লেখকের গল্প এবং অনেক  কবিতা আছে ।সেই নদীর আত্মকথা রচনাতে স্থান পেয়েছে। নদীটির নাম দামোদর। কেউ তাকে দুঃখের নদীও বলে থাকে। গ্রীষ্মকালে তার মাঝের সরু অংশে সর্পিলাকার মতো জল বয়ে যায় ।আর বর্ষাকালে দুকূল প্লাবিত করে। কোন এক মালভূমি অঞ্চল থেকে সে বেরিয়ে সাগরের পথে যাত্রা করেছে। আঁকাবাঁকা গতিতে বন- জঙ্গল পেরিয়ে ,কখনো শহরের পাশ দিয়ে, কখনো গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ।তার চলার পথের মাঝে তৈরি হয়েছে ব্যারেজ। তার বুকের উপর ব্যারেজ তৈরি করে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে ।তার বুক চিরে তোলা হয় বালি, মাটি ।তবু তো চলার পথ থামেনি ।বন্ধ হয়নি তার বর্ষার রূপ। সে কখনো দুকূল প্লাবিত করে কোন গ্রাম ,কোন শস্য ক্ষেত, কোন শহর ডুবিয়ে  ক্ষতি করে দেয় ।আবার কখনো তার জল দিয়ে পাশের শস্যক্ষেত্র ফসলে ভরিয়ে 

দেয়। সে জানে না কোথায় তার চলা শেষ। তবুও সে চলে তার চলার পথে বই নিয়ে চলতে হয় ,নদীর ধারে বসার মেলার আনন্দ, 

পূণ্যার্থীদের অঞ্জলি, শবদাহের অবশিষ্ট অংশ। তার লক্ষ্য শুধু আঁকাবাঁকা গতিতে এগিয়ে 

চলা শুধু এগিয়ে চলা।

বাংলার উৎসব

রচনা আমাদের গ্রাম