Rachana banglar utsab / রচনা বাংলার উৎসব - Online story

Thursday, 28 October 2021

Rachana banglar utsab / রচনা বাংলার উৎসব

 




      রচনা- বাংলার উৎসব



 একটি প্রবাদ বাক্য আছে ,"বাঙালির বারো মাসে তেরো পার্বণ"। বারোটি মাস নিয়ে হয় একটি বছর ।বারোটি মাসে লেগে থাকে বাঙালির নানা উৎসব ।বছরের প্রথম দিন পহেলা বৈশাখ "নববর্ষ "উৎসব দিয়ে সূচনা  হয় বাংলার উৎসব। ঘরে ঘরে গণেশ পূজা, নতুন পোশাক কেনা, মিষ্টি বিতরণ এই উৎসবে পরিচয় ।এরপর" বুদ্ধ পূর্ণিমা "বাংলা একটা মন্দির আলোকিত করা বড় উৎসব ।আষাঢ়ে রথযাত্রা বাঙালির মনকে আনন্দে ভরিয়ে দেয়। এই উৎসব ছোটযা বেশি আনন্দ পায়। তারা ছোটখাটো রথ তৈরি করে রথে জগন্নাথ  নিয়ে বেরিয়ে পরে এ পাড়া ওপাড়া।  এছাড়াও শরৎ এ ঝুলন যাত্রা,বিশ্বকর্মা পূজা বাঙালি মনকে আনন্দে ভরিয়ে দেয়।শরতে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এটি চারদিনের  উৎসব ।তারপরয়ঘরে ঘরে লক্ষ্মী পূজা, কালীপূজা দিয়ে শেষয়হয় শরতের উৎসব ।হেমন্ত দেখা যায় ঘরে ঘরে নবান্ন উৎসব ।শীতকালে ঘরে ঘরে পিঠেপুলি, নদী মেলা উৎসব দেখা যায় ।এই  সময় ছাত্র-ছাত্রীদের একটা বড় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। বসন্তে দোলযাত্রাএবং শিবের গাজন অনুষ্ঠিত হয় ।এটি ও একটি বড় উৎসব। বছরের শেষে চড়ক পূজার মাধ্যমে পুরোনো বছরকে বিদায় করে,   নতুন বছরকে আহ্বান  বাংলার উৎসব শেষ হয়। এছাড়াও বছরে বিভিন্ন সময়ে মনসাপূজা, বিবাহ, জন্মদিন ইত্যাদি উৎসব পালিত হয়। মুসলিমদের বিভিন্ন উৎসব বছরেয়পালিত হয়। যেমন শবেবরাত, মহরম,ইদয়ইত্যাদি ।এই বারোমাসের বিভিন্ন উৎসবেরমধ্য দিয়ে একদিকে যেমন মানুষেরয়একঘেয়েমি দূর হয়। অন্যদিকে সূচনা হয় ভ্রাতৃত্ব বন্ধন এবং জাতি ধর্ম নির্বিশেষে মিলনের সুরবেজে ওঠে।








রচনা লিষ্ট নীচে রচনা গুলি দেখুন





পত্ররচনা বাবা কে