রচনা পরিবেশ দিবস Rachana poribesh dushwn / রচনা পরিবেশ দূষণ
রচনা
পরিবেশ দূষণ
মানুষের কাছে পরিবেশ দূষণ একটা ভয়াবহ সমস্যা নিয়েছে। বর্তমানে মানুষের বর্তমান
জীবনযাত্রা পরিবেশ দূষণ বাড়িয়ে তুলেছে বেড়ে উঠেছে জল দূষণ ,বায়ু দূষণ ,এবং শব্দ দূষণ। এর ফলে মানুষ কে নিত্যনতুন রোগের
শিকার হতে হচ্ছে। বিভিন্ন জীবকুল ধ্বংসের পথে চলে যাচ্ছে ।খরা ,বন্যা প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন হচ্ছে ।এই পরিবেশ
দূষণের হাত থেকে বাঁচার জন্য মানুষ অনেক কিছু পরিকল্পনা নিয়েছে ।বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় এই দূষণের ভয়াবহতা তুলে ধরা হচ্ছে ।এমনকি বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে ।তা সত্ত্বেও দূষণ দিন দিন বেড়েই চলেছে ।শিল্প কেন্দ্রিক শহরগুলিতে পরিবেশ
দূষণ বেশি ঘটে। কারণ সেখানে কলকারখানা ধোঁয়া ,দূষিত জল এবং শহরের আবর্জনা সেখানকার পরিবেশকে দূষিত করে তুলছে। আমরা বিজ্ঞানে জানতে পারি পরিবেশ দূষণের ফলে প্রকৃতি রক্ষাকবচ ওজোন স্তর এখন ক্ষতির মুখে। এই দূষণ থেকে রক্ষা পেতে হলে মানুষকে শুধু শিক্ষায় শিক্ষিত করলে হবে না ।তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে ।এগিয়ে আসতে হবে সমগ্র
বিশ্বকে ।তাহলে হয়তো একদিন আমরা সুন্দর পৃথিবী দেখতে পাবো। দেখতে পাবো পৃথিবীতে লুপ্তপ্রায় জীবেরা আনন্দের সঙ্গে
বেঁচে আছে ।পৃথিবী হয়েছে সুজলা সুফলা।