রচনা দুয়ারে সরকার Rachana duyare saskar / অনুচ্ছেদ রচনা দুয়ারে সরকার - Online story

Thursday 28 October 2021

রচনা দুয়ারে সরকার Rachana duyare saskar / অনুচ্ছেদ রচনা দুয়ারে সরকার

            





         রচনা–

 দুয়ারে -সরকার '


পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম পদক্ষেপ হল" দুয়ারে সরকার"। এই পদক্ষেপ টি পশ্চিমবঙ্গে প্রথম চালু হয় ২০২০ সালে। 

এটি চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ।দুয়ারে সরকার পদক্ষেপ টি খুব ভালো মানুষের কাছে সাড়া 

পড়ে গেছে । এমনকি রচনা খাতার পাতা তে স্থান পেয়েছে। এর মাধ্যমে সকল মানুষ ভীষণ  উপকৃত হতে পারছে। দুয়ারের সরকার আসলে বিডিও সহ বিডিএর বিভিন্ন স্টাফ 

অর্থাৎ সহযোগী অফিসগুলোর অফিসার মানুষের কাছে পৌঁছে যায় ।এবং মানুষ তাদেরকে সহজে হাতের কাছে পেয়ে তাদের অভাব অভিযোগ গুলি জানাতে পারে  এবং 

সমস্যা সমাধান করতে পারে। এজন্য বিডিও অফিস অর্থাৎ ব্লক যেতে হয় না ।ফলে সময় সাশ্রয় এবং অর্থের সাশ্রয় হয় । এবং হয়রানি হাত থেকে রক্ষা পায়। এই পদক্ষেপ টি মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে । 

জনসাধারণকে যে কাজের জন্য অনেক সময় ব্যয় হতো ,সেটা অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধান হয়ে যায়। এ যেন এক যুগান্তকারী

পদক্ষেপ । এই দুয়ারে সরকারের মাধ্যমে সরকার তার প্রকল্প গুলো খুব সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারছে ।আর মানুষ এগুলো সহজে গ্রহণ করছে ।

তবে সব কিছু যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। এই দুয়ারে সরকারের মাধ্যমে ,সরকারের নতুন কোন প্রকল্প চালু 

করলে মানুষ প্রচন্ড ভিড় জমাচ্ছে ।তার ফলে 

মানুষের  পদপিষ্ট হবার সম্ভাবনা তৈরি হচ্ছে।তাছাড়া এগুলো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিন ধরে হয়ে থাকে ।,মানুষেরপ্রয়োজনমতো অফিসারকে পায় না ।সরকার যদি মাসে 


চার-পাঁচবার মানুষের কাছে সরকারকে পৌঁছে দেয় ,তাহলে হয়তো এ সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে ।আর এই দুয়ারে সরকার পদক্ষেপ সুন্দর থেকে আরো সুন্দর হয়ে উঠবে মানুষের কাছে। তখন শুধু বাংলা নয় ইতিহাসের পাতা থেকে স্থান পাবে।


রচনা আমাদের গ্রাম