রচনা স্বাধীনতা দিবস/ Rachana sadhinata dibas / রচনা স্বাধীনতা দিবস
রচনা –স্বাধীনতা দিবস
আমাদের দেশ ভারত বর্ষ। 1947 সালের 15
আগস্ট ভারত বর্ষ স্বাধীন হয় ।অর্থাৎ ওই দিন
বিদেশী ব্রিটিশ শক্তির হাত থেকে ভারতবাসী
মুক্তি লাভ করে ।এর জন্য অনেক
ভারতবাসীকে প্রাণ দিতে হয়। দিনটিকে স্মরণ
করার জন্য প্রতিবছর 15 ই আগস্ট দিনটিকে
পালন করা হয় ।ওই দিন সমগ্র ভারতবর্ষে সূর্য
উঠার পর ,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে,
বেসরকারি প্রতিষ্ঠানে, ক্লাবে, পাড়ায় পাড়ায়
এমনকি নিজেদের বাড়িতে ও পতাকা
উত্তোলন করা হয়। কোথাও কোথাও আবার
মিষ্টি বিতরণ করা হয় করা হয়। পতাকা
উত্তোলনের সঙ্গে সঙ্গে বন্দেমাতোরম ধ্বনিতে
চারিদিক ভরে যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী
জাতির উদ্দেশ্যে লালকেল্লা থেকে ভাষণ দেন।
সেনাবাহিনীতে দেখা যায় বিভিন্ন
কুচকাওয়াজ, প্যারেড ইত্যাদি। বিভিন্ন
সংবাদমাধ্যমে শুধু দেখা যায় পতাকা
উত্তোলনের ছবি ।ওই দিনটি সকাল থেকে
ভারতবাসীর মনে উৎসবের রূপ নেয় ।ঐদিন
সকাল থেকেই চারিদিকে বাদ্যযন্ত্রে বেজে ওঠে
স্বাধীনতা সুরধ্বনি- জাতীয় সংগীত,
বন্দেমাতারাম ।বিভিন্ন জায়গায় শহীদ বেদীতে
মাল্যদান করা হয় ।ওই দিন ধর্ম নির্বিশেষে ধর্ম
নির্বিশেষে মানুষ এক সুরে গেয়ে ওঠে
বন্দেমাতরম । সরকার ওই দিনটিকে ছুটির
দিন ঘোষণা করেছে। আমরা ছাত্র-ছাত্রীরাও
ওই দিন সকাল থেকেই আনন্দে মেতে থাকি
দিনটিকে পালন করার জন্য।