Class 8 poribesh biggan model activity task part 7অষ্টম শ্রেণি বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7 - Online story

Thursday, 4 November 2021

Class 8 poribesh biggan model activity task part 7অষ্টম শ্রেণি বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7

 








                        অষ্টম শ্রেণি

                মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

                          বিজ্ঞান 

                           পর্ব 7 


1 ঠিক উত্তরটি নির্বাচন করো 


1.1 আপেক্ষিক তাপের একক হল


(ক) ক্যালোরি  g℃


(খ) ক্যালোরি  /g ℃


(গ) ক্যালোরি  g/℃


(ঙ) ক্যালোরি ℃/g


উত্তর-(গ) ক্যালোরি g/℃


1.2 গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময়-


(ক) অ্যানোড সোডিয়াম উৎপন্ন হয়


(খ) অ্যানোডে বিজারণ ঘটে


(গ) অ্যানোড জারণ ঘটে


(ঘ) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়


উত্তর (ঘ) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়



1 3 ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণীসেটি  হলো-


(ক) অ্যানোফিলিস মশা


(খ) কিউলেক্স মশা


(গ) এডিস মশা


(ঘ) বেলে মাছি

উত্তর গ এডিস মশা

2, ঠিক বাক্যের পাশে √ চিহ্ন   ভুল বাক্যের পাশে × চিহ্ন দাও।


 2.1 অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না‌‌ ×

উত্তর -ভুল অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়া কে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থেকে যায়


2.2, সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায়

উত্তর ঠিক

2.3 অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয় উত্তর ভুল


3 দু একটি বাক্যে উত্তর দাও


 3.1 তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝায় তার ব্যাখ্যা করো 

উত্তর সূর্য থেকে সরাসরি পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে তা হল বিকিরণ পদ্ধতি এখানে কোন মাধ্যম লাগে না যে প্রক্রিয়ার ধাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে ও ছড়িয়ে পড়ার জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয়না তাকে বিকিরণ বলে

3.2 CuSO4+Fe =Cu +FeSO4 বিক্রিয়াটি ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখ



Fe–2e`_Fe2

3.3 ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা দিতে পারে

উত্তর এক শরীর থেকে জল বেরিয়ে যায় 2 শরীরে পাচক রস নষ্ট হয়ে যায় রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে যায় লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায় শরীর প্রচন্ড দুর্বল হয়ে যায়

3.4 মেজর কার্প এবং মাইনর কার্পের মধ্যে দুটো পার্থক্য লেখ


বইয়ের 22 তিন পাতায় পেয়ে যাবে।

‌ মেজর কাপ আকারে বডো। মাইনর কাপ আকারে ছোট মেজর কাপ তাড়াতাড়ি বাড়ে মাইনর কাপ তাড়াতাড়ি বাড়ে না উদাহরণ মেজর কাপ রুই কাতলা মৃগেল মাইনর কাপ বাটা, পুঁটি


4 তিন চারটি বাক্যে উত্তর দাও



 4.1 তিনটি পর্যবেক্ষণে উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোন পরিবর্তন রাসায়নিক ।

বইয়ে 99 পাতায় লাল কালিতে পরিষ্কার দেয়া আছে )

যদি পরিবর্তনটির সময় (A)কোন পদক্ষেপ না পরে 

(B)গ্যাস নির্গত হয়


 (C) রঙের পরিবর্তন হয় 


(4) তাপ মুক্ত শোষিত হয় 

তাহলে প্রাথমিকভাবে  মনে করা যেতে পারে এটি রাসায়নিক পরিবর্তন‌



4.2 রাসায়নিক দমন পদ্ধতি তে ফসল ধ্বংস কারি  মৃত্যু হয় খুব তাড়াতাড়ি"- তাহলে এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেয়া হয় কেন?

( বইয়ে 210 পাতায় উপরের দিকে পেয়ে যাবে )

উত্তর-রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণী দের খুব তাড়াতাড়ি মৃত্যু হলে ও নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন (ক)অনেক সময় ক্ষতিকারক প্রাণী গুলো নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

(খ) অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলো নদী বাঁধের জলে ভেসে দূষণ ছড়ায় ।

(গ ) রাসায়নিক পদার্থ গুলি খাদ্যশৃঙ্খলে প্রবেশ করলে খাদ্যশৃঙ্খলে শেষের দিকে জীবের ক্ষতি হতে পারে।

( ঘ) রাসায়নিক কতগুলো অনেক সময় উপযোগী পতঙ্গদের মেরে ফেলে ।যেমন (মৌমাছি, প্রজাপতি) 

তাই জৈবিক পদ্ধতির সাহায্য নেয়া হয়। এতে পরভুক আর পরজীবীদের মাধ্যমে ধ্বংসকারীদের নিয়ন্ত্রণে চেষ্টা করা‌ হয়।