Class 8 geography model activity task part 7অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7 - Online story

Thursday, 4 November 2021

Class 8 geography model activity task part 7অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7

 




             অষ্টম শ্রেণী 

              ভূগোল 

          মডেল অ্যাক্টিভিটি টাস্ক

               পর্ব 7


 1 বহু বিকল্পগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।


 1.1 আন্ত ক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু  মিলিত হয় তা হল –


ক দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু

খ উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু

গ উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু

ঘ উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু



উত্তর-(গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু।




1.2 বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেয থেকে তা হল–

ক সিরো কিউমুলাস

খ অল্টো কিউমুলাস

গ স্ট্যাটাস

ঘ কিউ মূলোনিম্বাস


উত্তর কিউমুলোনিম্বাস

.1.3 ঠিক জোড়াটি নির্বাচন করো।

ক মেক্সিকো―23

                        1/2 উত্তর অক্ষরেখায় বিস্তৃত।

খ গ্র্যান্ড ক্যানিয়ন― কলোরাডো নদীর প্রবল পার্শ্ব ক্ষয়।

গ ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল– শীতকালীন বৃষ্টিপাত

ঘ কানাডার কাষ্ঠ শিল্প -ক্রান্তীয় বনভূমির শক্ত কাঠের প্রাচুর্য।



উত্তর-                       1°

মেক্সিকো           23―― উত্তর অক্ষরেখায় বিস্তৃত।     ২




1.4 জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হল (ক)ভেনিজুয়েলা

(খ) গায়না

(গ) উরুগুয়ে

(ঘ) সুরিয়াম



উত্তর-সুরিনাম

2 স্তম্ভ মেলাও

           ক স্তম্ভ                        খ স্তম্ভ

স্থানীয় বায়ু- টিটিকাকা

বেশি উচ্চতায় মেঘ- চিনুক

দক্ষিণ আমেরিকার একটি হ্রদ- এস্টেনশিয়া

পশুচারণভূমি- সিরাস


উত্তর- স্থানীয় বায়ু ―চিনুক 

বেশি উচ্চতার মেঘ ―সিরাস

 দক্ষিণ আমেরিকা একটি হ্রদ― টিটিকাকা পশুচারণভূমি ―এস্টেনশিয়া





3 সংক্ষিপ্ত উত্তর দাও

3.1 মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো-

উত্তর -মেরু অঞ্চলের বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ (i) দুই মেরু অঞ্চলে প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায়, উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী‌। সেজন্য উচ্চ চাপ সৃষ্টি হয়েছে।

( Ii )পৃথিবীর আবর্তনের কারণে মেরু বৃত্তীয় পরদেশিয়া অঞ্চল থেকে বায়ুর কিছু উত্তর মেরু অঞ্চলে নেমে আসে ,তাই মেরু অঞ্চলে উচ্চ চাপ সৃষ্টি হয়েছে ।



3.2  দক্ষিণ আমেরিকা নদীগুলি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো

উত্তর -(i)দক্ষিণ আমেরিকায় অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল।


 (ii) নদী গুলি বৃষ্টির জল বরফ গলা জলে পুষ্ট তাই চির প্রবাহী ।

()iII) অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। অরিনোকো নদী ছাড়া অন্য কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি।


4 নিচের প্রশ্নটির উত্তর দাও



 4.1 "প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাত এর বিপরীত অবস্থা "-বক্তব্যটি যথার্থ বিবেচনা করো।


উত্তর- কোন জায়গা বায়ুর উষ্ণতা হঠাৎ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায় ।তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায় ।এটা ঘূর্ণবাতের সম্পূর্ণ বিপরীত অবস্থা। তাই এর নাম প্রতীপ ঘূর্ণবাত। এখানে বক্তব্যটি যথার্থ।



 5 নিচের প্রশ্নটির উত্তর দাও 


9.1 "হ্রদ অঞ্চল কৃষিকাজে যথেষ্ট সমৃদ্ধ "-

ভৌগোলিক কারণ গুলি ব্যাখ্যা করো

উত্তর- হ্রদ অঞ্চলূ কৃষিকাজে যথেষ্ট সমৃদ্ধ। এর ভৌগলিক ব্যাখ্যা গুলি হল –হ্রদ অঞ্চল কৃষিতে উন্নতি লাভ না করলেও যথেষ্ট শ্রমিক লাভ করেছে তার কারণ গুলি হল-(i) হ্রদ অঞ্চলের আসে পাশে প্রচুর কৃষি জমি আছে।

( 2)    হ্রদের জল কৃষি জমিতে ব্যবহারের সুবিধা।

   (3) কৃষিজ ফসল  হ্রদ অঞ্চলের বিরাট মার্কেটে বিক্রির সুবিধা আছে।