bengali paragraph jaga dish chandra basu / রচনা বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু - Online story

Thursday, 25 November 2021

bengali paragraph jaga dish chandra basu / রচনা বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু

                   
                             রচনা

বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র   

     বসু

জগদীশচন্দ্র বসুর জন্ম হয় এখনকার বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ,বিক্রমপুরে রাঢ়িখাল গ্রামে।সময় টা ছিল 30 নভেম্বর 1859 খ্রিস্টাব্দ। তার পিতার নাম ভগবান চন্দ্র বসু, মাতার নাম ছিল বামা সুন্দরী দেবী। বাংলাদেশের ফরিদপুরে তার বাল্যশিক্ষা শুরু হয়। পরে সেন্ট জেভিয়ার্স স্কুল ও কলেজের শিক্ষা লাভ করেন। 1880 খ্রিস্টাব্দে স্নাতক হন । লন্ডনে বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করে দেশে ফেরেন ।শিক্ষা শেষ করে তিনি বিজ্ঞান সাধনায় মন দেন। বিজ্ঞানের গবেষণাকে তিনটি পর্যায়ে ভাগ করেন। এক নিজের তৈরি যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক চুম্বক- তরঙ্গ সম্পর্কে গবেষণা । দুই বৈদ্যুতিক, রাসায়নিক যান্ত্রিক উত্তেজনায় ভিন্ন জাতীয় পদার্থ এ কিভাবে সাড়া দেয় তার গবেষণা। তিন শরীর বিদ্যা বিষয়ক গবেষণা । তার বিজ্ঞান সাধনা ছিল বেতার তরঙ্গ, উদ্ভিদের প্রাণ ও উত্তেজনায় সাড়া দেওয়ার বিষয়ে ইত্যাদির গবেষণা।  তিনি ক্রেস্ফোগ্ৰাফ যন্ত্র আবিষ্কার করেন । । গবেষণার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি উপাধি দেয়। তিনি বিজ্ঞান চর্চার জন্য কলকাতায় বসু বিজ্ঞান মন্দির গড়ে তোলেন 1937 খ্রিস্টাব্দে। 23 নভেম্বর পরলোকগমন করেন ।তিনি বহু পুরস্কার ও সম্মান এর সম্মানিত হন।


রচনা প্লেলিস্ট 

বাংলার উৎসব-1