bengali letter writing for sound pollution in front school / শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে ব্লক উন্নয়ন আধিকারিক কে চিঠি
প্রশাসনিক চিঠি
বিদ্যালয় সংলগ্ন অঞ্চলে শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে জন্য আবেদন
মাননীয়,
পরিবেশ দূষণ অধিকর্তা
কাটোয়া/ বর্ধমান
বিষয় –বিদ্যালয় সংলগ্ন অঞ্চলে শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণ ।
সবিনয় নিবেদন ,
মহাশয় আমরা কাটোয়ায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রী।আমাদের স্কুলের সামনে একটি ছোটখাটো কারখানা গড়ে উঠেছে। মেশিনের যান্ত্রিক শব্দ আমাদের এখানে বিকট ভাবে শোনা যায়। পড়াশোনার ব্যাঘাত ঘটে। অনেকে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। এছাড়াও রাস্তা দিয়ে মাইক বাজিয়ে কেনাবেচা করে।
আপনি যদি এগুলো নিয়ন্ত্রণের মধ্যে এনে আমাদের পড়াশোনা ব্যবস্থা সুষ্ঠুভাবে করা সুযোগ দেন, তাহলে উপকৃত হবো।
আশাকরি আপনি আমাদের আবেদনে সাড়া দিয়ে, আবেদন মঞ্জুর করিবেন।
. নিবেদন ইতি
. বিনিতা
কাটোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীগণ
কাটোয়া/ বর্ধমান। (১) রুদ্র সেন
13 নভেম্বর 2 021 (২) মৌ রায়
(৩) বিট্টু সেন