bengali letter writing / শীতের ছুটিতে বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি - Online story

Saturday, 13 November 2021

bengali letter writing / শীতের ছুটিতে বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি

 

            শীতের ছুটিতে
 বনভোজনের আমন্ত্রণ জানিয়ে
               বন্ধুকে চিঠি


                                        পান্ডুয়া/ বর্ধমান
                                             চুয়াপারা

বন্ধুবরেষু
     প্রণব ,
         পত্রেই প্রথমেই তোকে আমি আমার ভালোবাসা জানাই ।আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস ।অনেকদিন হলো তোর পত্র পায়নি। কিন্তু বিনয় কাছে খবর পেলাম তুই ভালোই আছিস। এবার শীতের ছুটিতে বনভোজন যাওয়ার প্রস্তুতি নিয়েছি। শীত এসে গেছে  উত্তরের হাওয়ায় ভর করে। বাষিক পরীক্ষা শেষ হয়ে যাবেৎ পরীক্ষার ফলাফল বেরিয়ে যাবে। তার পরেই ছুটি। 30 শে জানুয়ারি তারিখ ঠিক হয়েছে। যদি তুই যেতে চাস, তাহলে আমার সাথে যোগাযোগ করিস

                                                    ইতি
                                         তোর স্নেহের বন্ধু  
                                               দীপক
 পূজনীয়
শ্রী অনিমেষ রায়
 C/o প্রণব রায়
 বাগুইহাটি /কলকাতা