1st unit question answer for class 7সপ্তম শ্রেণী প্রথম পরীক্ষা ভূগোল সাজেশন
সপ্তম শ্রেণীর
ভূগোল
প্রথম পরীক্ষার
প্রশ্ন উত্তর সাজেশন
১ সঠিক উত্তরটি নির্বাচন করো।
( ক) পৃথিবীর কক্ষপথের আকৃতি-( উপবৃত্তাকার/ অর্ধবৃত্তাকার)
উত্তর - উপবৃত্তাকার
( খ )পৃথিবীর কক্ষতল এর সঙ্গে ০°–৬৬১/২--৯০° কোণে অবস্থিত।
উত্তর-৬৬১/২°
( গ) ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয়- ১মিনিট/ ৪ মিনিট /৩০ মিনিট।
৪-মিনিট
( ঘ)জাপানের রাজধানী হল –
(টোকিও /সাংহাই/ সাফানিয়া )শহর ।
উত্তর- টোকিও
(ঙ)স্বর্ণ রেনুর নদী বলা হয় -(হোয়াংহো/ ইরাবতী/ ইয়াংসিকিয়াং )নদীকে ।
উত্তর- ইয়াংসিকিয়াং
2 শুন্যস্থান পূরণ করো ।
(ক) অক্ষরেখা গুলি পরস্পরের ―
উত্তর -সমান্তরাল
( খ )ভারতের প্রমাণ দ্রাঘিমা হল ―
উত্তর -৮২°৩০'পূঃ
(ঙ) পৃথিবীর ― মালভূমি কে পৃথিবীর ছাদ বলে ।
উত্তর - পামীর
(ঘ)পৃথিবীর গভীরতম হ্রদ হল ―
উত্তর - বৈকাল
(ঙ)পৃথিবীর সর্ববৃহৎ খনিজ তেল উত্তোলন কেন্দ্র হল ―
উত্তর- ঘাওয়ার
৩. সংক্ষিপ্ত উত্তর দাও।
(ক) পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে?
উত্তর -পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, সেই পথকে কক্ষপথ বলা হয়। এবং কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত, তাকে কক্ষতল বলে।
( খ )অধিবর্ষ কাকে বলে?
উত্তর 365 দিনে এক বছর যদি কোন বছরে একটা দিন সংখ্যা বেড়ে যায় অর্থাৎ বছরের দিন সংখ্যা হয় 366দিন। সেইবছর কে বলা হয় অধিবর্ষ।
(গ) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার দুটি পার্থক্য লেখ।
উত্তর(১)অক্ষরেখা গুলি গোলাকার দ্রঘিমা রেখা গুলি অর্ধগোলাকার। (২) অক্ষর গুলি পূর্ব-পশ্চিমে ছড়িয়ে থাকে ।দ্রঘিমা রেখা গুলি উত্তর-দক্ষিণ ছড়িয়ে থাকে।
( ঘ) চীনের ম্যানচেস্টার কাকে বলে
উত্তর- সাংহাই বন্দর কি চীনের ম্যানচেস্টার বলে এই অঞ্চলে প্রচুর কার্পাস বয়ন শিল্পের উন্নতি করেছে তার ফলে একে চীনের ম্যানচেস্টার বলা হয় এটি চীনের বৃহত্তম শহর
(ঙ) CPEC কি?
OPEC (ওপেক )এর পুরো নাম হল অরগানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোটিং কনট্রিজ। এই সংস্থা কাজ হলো বিশ্বের বাজারে খনিজ তেলের দাম কত হবে, কোন দেশ কত পরিমান খনিজ তেল বিক্রি করবে, সেটা ঠিক করা। পৃথিবীর প্রধান প্রধান উৎপাদক দেশ এর সদস্য।
4 (ক) পৃথিবীর অপসুর অনুসুর ও অবস্থান বলতে কী বোঝো?
উত্তর -৪ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়। ঐদিন প্রায় 15 কোটি কোটি কুড়ি লক্ষ কিমি দূরত্ব হয় ।একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয় ।
3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় ঐদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 14 কোটি 70 লক্ষ কিমি ।একে পৃথিবীর অপসূর অবস্থান বলে।
(খ) এশিয়ার উত্তর বাহিনী নদী গুলি তিনটি বৈশিষ্ট্য লেখ ।
উত্তর-এশিয়ার উত্তর বাহিনী নদী গুলির বৈশিষ্ট্য হলো (১)এই নদী গুলিতে প্রায় বন্যা হয়। একবার বরফ জমলে আর একবার বরফ গললে । (২)এই নদী উপত্যকা গুলি জনবিরল (৩)এই নদী অববাহিকায় একাধিক জলাভূমি দেখা যায়।
অন্য একটি প্রশ্ন
১সঠিক উত্তরটি নির্বাচন করো
(ক) পৃথিবীর অপসূর অবস্থান হল
৩রা জুলাই /৪ঠা জুলাই/ ৩রাজানুয়ারি
উত্তর ৪ঠা জুলাই।
(খ)এশিয়া গভীরতম হ্রদের নাম -(মিচিগান/ বৈকাল /সম্বর) হ্রদ
উত্তর-বৈকাল
(গ) ৩৬৫/৩৬৬/ ৩৭৪ দিনের বছরকে অধিবর্ষ বলে ।
উত্তর-৩৬৬
(ঘ) চন্দ্রমাস বলে -২৯/৩০/২৮ দিন সময়কে
উত্তর 28 দিন
(ঙ)এশিয়া মহাদেশের পরিচালন বৃষ্টি দেখা যায়-( নিরক্ষীয় /মৌসুমী /ভূমধ্যসাগরীয়) জলবায়ু অঞ্চলে ।
উত্তর- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
(চ) রবিমার্গ বলা হয় -(সূর্যের /পৃথিবীর/ চন্দ্রের )আপাত গতিকে ।
উত্তর সূর্যের
2 শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো
(ক )21 মার্চ হল পৃথিবীর সবথেকে বড় দিন
উত্তর-অশুদ্ধ (হবে 21জুন)
(খ)পৃথিবীর কক্ষতল এর সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থিত ।
উত্তর-অশুদ্ধ(হবে৬৬১/২°কোণে।)
(গ) 2 2 শে ডিসেম্বর মকর সংক্রান্তি বলে।
উত্তর- শুদ্ধ
(ঘ )সিন্ধু নদী আরব সাগরে পড়েছে।
উত্তর শুদ্ধ
(ঙ)ভারত বর্ষ মৌসুমি জলবায়ুর দেশ
উত্তর- শুদ্ধ
(ঙ)চীন দেশকে নিশীথ সূর্যের দেশ বলে
উত্তর অশুদ্ধ
এক কথায় উত্তর দাও
খ কর্কট সংক্রান্তি কাকে বলে উত্তরঃ
21 শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় ওইদিন কর্কট সংক্রান্তি বলা হয়। উত্তর গোলার্ধে ঐদিন সবচেয়ে বড় দিন। এবং রাত ছোট হয় । কুমেরু বৃত্তে 24 ঘন্টা অন্ধকার থাকে আর সুমেরুবৃত্ত 24 ঘন্টা সূর্যকে দেখা যায়।
গ স্বর্ণরেণু নদী কাকে বলে?
উত্তর- ইয়াংসিকিয়াং কে স্বর্ণ রেনুর নদী বলে।
ঘ ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি ?
উত্তর- ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় এখানে গ্রীষ্মকাল শুষ্ক শীতকালে 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে ।
4 টীকা লেখ
(ক) অনুসুর অবস্থান
উত্তর /৪ঠা জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় সবচেয়ে বেশি প্রায় 15 কোটি কিমি ঐদিন পৃথিবীর অপসূর অবস্থান বলা হয় শরৎকালীন বিষুব
উত্তর- 23 শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় দিন রাত সমান হয় পৃথিবীতে ওইদিকে শরৎকালীন বলা হয় বা জলবিষুব বলা হয়।
আর কিছু দেয়া হবে অপেক্ষা করুন