Class 3 poribesh question answer / তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর - Online story

Tuesday, 2 November 2021

Class 3 poribesh question answer / তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর

 

তৃতীয় শ্রেণীর পরিবেশ বই এর প্রশ্ন উত্তর দেওয়া হলো। এখানেই সমগ্র বইয়ের প্রশ্ন উত্তর পেয়ে যাবে ।পরপর দিয়ে যাবো। তৃতীয় শ্রেণীর ছাত্র হাতে ভালো প্রশ্ন লিখতে পারেনা ।আর লিখলে হয়তো ভালো লেখা হয় না ।তাই তাদের সুবিধার্থে এই ওয়েবসাইট তৈরি করা হলো।

          Primary guruji channel

      

                

পরের পর্ব দেখুন


                        তৃতীয় শ্রেণি 

     পরিবেশ এর 

            প্রশ্ন উত্তর

       1 থেকে 10 পাতা 


1.নেল কাটার দিয়ে কি কাটা হয়?


 উত্তর -নখ।


2. ঠাকুরমারা কি দিয়ে নখ কাটত?


 উত্তর -নুরুন দিয়ে 



3 গায়ের চামড়ায় কোথায় বেশি ময়লা জমে?


 উত্তর- যেখানে ভাঁজ বেশি।



 4 কোন ঋতুতে গায়ের চামড়া ফেটে ফেটে যায়?


 উত্তর- শীত 



5 মুখে গন্ধ হয় কেন?


 উত্তর -দাঁতে নোংরা জমে থাকলে মুখে গন্ধ হয় ।


6 দিনে কতবার দাঁত মাজতে হয় ?


উত্তর -দিনে দুবার দাঁত মাজতে হয় ।

একবার খাওয়ার আগে একবার খাবার পরে ।


7 দাঁত কেমন ভাবে মাজতে হয় ?


উত্তর -নিচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ টানবে আর উপরের দাঁতে উপর থেকে নিচে 



8 পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে? কি কি


উত্তর -চোখ' কান' নাক' জীভ ,চামড়া ।এই পাঁচটা অঙ্গ কে বলে ইন্দ্রিয় বা পঞ্চ ইন্দ্রিয়‌


 9 দেখার জন্য কোন ইন্দ্রিয় টি ব্যবহার হয়?


 উত্তর -চোখ ।


10 কানামাছি খেলায় কোন ইন্দ্রিয় টির কাজ বন্ধ থাকে ?

উত্তর ;চোখ


 11 কানামাছি খেলায় কোন ইন্দ্রিয় টি কাজ করে ?

উত্তর -কান 


12 রাতকানা রোগ কি?


 উত্তর- রাতের বেলায় ভালো দেখতে না পাওয়া ।


13 বিনার মাথায় লাগছে এর জন্য কি চোখের দোষ হতে পারে ?

উত্তর  হ্যাঁ চোখের দোষ হতে পারে 

 

পরের পর্ব দেখুন এখানে ক্লিক করে