bengali letter ,/ বই কেনার জন্য টাকা যে পিতার নিকট পুত্রের পত্র
বই কেনার জন্য টাকা চেয়ে
পিতার নিকট পুত্রের পত্র
দুর্গাপুর বর্ধমান
12 জানুয়ারি 2020
শ্রীচরনেষু
বাবা
গত তিনদিন আগে আপনার চিঠি পেয়েছি। তাতে লিখেছেন আমার কোন অসুবিধা আছে কিনা । তেমন কোনো অসুবিধা নাই ।শুধু মাস্টারমশাই নতুন ক্লাস শুরু করারজন্য কিছু নতুন বই কিনতে বলেছেন। টাকা-পয়সা ফুরিয়ে এসেছে যদি কিছু টাকা পয়সা পাঠিয়ে দেন তাহলে বইগুলো কিনতে পারি। মাকে ও আপনাকে প্রণাম এবং ছোট বোন বিপাশার ভালোবাসা জানিয়ে শেষ করছি।
ইতি
দেবজ্যোতি
শ্রদ্ধেয়
সুবীর রায়
পটুয়াপাড়া /ধানবাদ
12লেন