bengali letter writing to B D O for car raning in front school/ বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের জন্য ভিডিও কে পত্র লেখ
প্রশাসনিক চিঠি
স্কুলের সামনে যানবাহন নিয়ন্ত্রণের জন্য বিডিও কে চিঠি।
প্রতি,
ব্লক উন্নয়ন আধিকারিক
দিসপুর /বর্ধমান
বিষয়- স্কুলের সামনে যানবাহন নিয়ন্ত্রণ
মাননীয় মহাশয়
আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে ,আমারা আপনার ব্লকের অন্তগত, করিম পুর হাই স্কুলের ছাত্র-ছাত্রীগণ। আমরা সবিনয়ে জানাইতেছি যে ,আমাদের স্কুলের সামনে একটি পাকা রাস্তা আছে ।রাস্তা দিয়ে অনেক দ্রুত যানবাহন চলাচল করে। অনেক ভারী যান চলাচল করে ।এর ফলে আমাদের স্কুলে প্রবেশ করতে ভয় লাগে ।অভিভাবকরাও সব সময় আতঙ্কে থাকেন। গত দুদিন আগে এখানে একটা পথদুর্ঘটনা হয়ে গেছে। আপনি যদি দুর্ঘটনার নিয়ন্ত্রণের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আমরা খুবই উপকৃত হইব ।
আশা করি আপনি আমাদের আবেদনে সাড়া দিয়ে আবেদন মঞ্জুর করিবেন
করিমপুর
২২মে২০২১
নিবেদন ইতি
বিনীতা
করিমপুর স্কুলের ছাত্র-ছাত্রী গণ
(১) সুবীর রায়
(২) রহমান শেখ
(৩) কাজল সেন