bengali letter writing near father to son about annual examination result / বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট পত্র চিঠি - Online story

Friday, 12 November 2021

bengali letter writing near father to son about annual examination result / বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট পত্র চিঠি

 




        বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে
           পিতার নিকট পুত্রের চিঠি –


                          মাধ্যমিক বিদ্যালয় ছাত্রাবাস                                          
                                       কাটোয়া / বর্ধমান
                                       15 জানুয়ারি 2020


শ্রীচরনেষু
    বাবা

              গত সাত দিন হলো আমাদের বাৎসরিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। সময়মত আপনাকে পত্র লিখতে পারিনি কারণ, পরীক্ষার প্রথম হওয়ায় ,আমাকে সকলের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। আপনার এবং মায়ের আশীর্বাদে আমি এবারও পরীক্ষায় প্রথম হয়েছি। মার্কশিট পাওয়ার পর প্রতিটি বিষয়ে যা আশা করেছিলাম সেই মতো নম্বর পেয়েছি। আগামীকাল থেকে বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী মেলা শুরু হবে।  কয়েক দিন চলবে । তারপর এক সপ্তাহ ছুটি দেবে। সে সময় বাড়ি যাবো ।আপনি আমার প্রণাম নেবেন ।মাকে আমার প্রণাম দেবেন  ভাই সুবীর কে আমার ভালোবাসা জানি শেষ করছি।

                                                      ইতি       
                                             গদাধর ঘোষ      
                                            তোমার (গদাই)
পরম শ্রদ্ধেয়
শুভময় ঘোষ
  পটুয়াপাড়া/ হাওড়া