bengali letter writing subject backup staan/, নলকূপ মেরামতি জন্য পঞ্চায়েত প্রধানকে চিঠি
প্রশাসনিক চিঠি
নলকূপ মেরামতির জন্য পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন
পঞ্চায়েত প্রধান
হরিপুর অঞ্চল/ বাঁকুড়া
বিষয়- নলকূপ স্থাপন
সবিনয় নিবেদন
মহাশয় ,
আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার অঞ্চলের অধীনে, রঘুনাথপুর গ্রামের ঘোষপাড়ার স্থায়ী বাসিন্দা।
আমরা সবিনয়ে জানাই যে, আমাদের ঘোষপাড়ার রাস্তার সামনে নলকূপটি গত তিন সপ্তাহ খারাপ হয়েছে। তার ফলে পানীয় জলের সংকট তৈরি হয়েছে। অনেকে পুকুরের জল পান করতে বাধ্য হচ্ছেন। তাতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আমাদের নলকূপ সারিয়ে দেবার চেষ্টা করেন, তাহলে আমরা ভীষণ উপকৃত হইব ।
আশাকরি আপনি আমার আবেদনে সাড়া দিয়ে আবেদন মঞ্জুর করিবেন।
রঘুনাথপুর- বাঁকুড়া
12 মার্চ 2021
নিবেদন ইতি
বিনীতা –
(১) বংশী ঘোষ
(২) দয়াময় ঘোষ
(৩) সুধাময় ঘোষ
(৪) স্বর্ণালী ঘোষ