class 5 poribesh model activity task part 7 / পঞ্চম শ্রেণির পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7 - Online story

Thursday, 11 November 2021

class 5 poribesh model activity task part 7 / পঞ্চম শ্রেণির পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পর্ব 7

 




              পঞ্চম শ্রেণি
                  পরিবেশ
     মডেল অ্যাক্টিভিটি টাস্ক
                 পর্ব 7


 1 ঠিক উত্তর নির্বাচন করো।


 1.1 আজাধীন ফৌজ গঠন করেছিলেন–
 (ক) বাঘাযতীন(খ) সূর্যসেন (গ) ভগৎ সিং (ঘ) নেতাজি সুভাষচন্দ্র


উত্তর-(ঘ) নেতাজি সুভাষচন্দ্র


1.2 মাছ ধরারযে উপায় টিতে বঁড়শি লাগে তা হলো-
( ক) জাল (খ)পোলো (গ) ছিপ (ঘ) ঘুনি


ঊত্তর-ছিপ

1.3 রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হল–(ক) চা (খ)তুঁত (গ )আনারস (গ) পাট


উত্তর-তুঁত


 2 .ঠিক উত্তরটির পাশে √ চিন্হ এবং ভুল উত্তর পাশে × চিহ্ন দাও


2.1 সভ্যতা প্রথমে মানুষ মাটির বাসন ব্যবহার করত।



 2.2 বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন।



 2.3 ন‍্যাদোশ সহজ লভ্য নদীর মাছ। ×


 3 একটি বাক্যে উত্তর দাও।


 3.1 পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় চা চাষ হয়?

উত্তর পশ্চিমবঙ্গ আসাম দার্জিলিং এবং তরাই অঞ্চলের চা চাষ হয়।


 3.2 হারভেস্টার মেশিন এর সাহায্যে করা যায় এমন দুটি কাজ লেখ।
হারভেস্টার মেশিন এর সাহায্যে করা যায় এমন দুটি কাজের নাম হলো-
উত্তর(১) পাকা ধান গম কাটা হয়।
         (২) পাকা ধান গম সরিষা মাড়াই করা হয়।


 3.3 গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলের দুটি ফসলের নাম লেখ।
উত্তর গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের দুটি ফসলের নাম হলো- পাট ,ধান ।

রাঢ় অঞ্চলের দুটি ফসলের নাম হলো- আখ, সরিষা।


 4 দু-একটি  বাক্যে উত্তর দাও

4.1 বিরসা মুন্ডা, সিধু কানুহ মতো মানুষ কে আমরা শ্রদ্ধা করি কেন?
উত্তর বিরসা মুন্ডা সিধু কানু এরা সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা ছিল। ইংরেজদের বিরুদ্ধে, এবংজমিদারদের বিরুদ্ধে, এরা নিজেদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছিল। দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল । সেই জন্য বিরসা মুন্ডা সিধু কানুর মতো মানুষকে আমরা শ্রদ্ধা করি।