নবম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর পর্ব 1 - Online story

Thursday, 16 December 2021

নবম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর পর্ব 1


  বইয়ের অনুশীলনী পর্ব দুই দেখুন এখানে ক্লিক করে

            নবম শ্রেণী
          জীবন বিজ্ঞান
   
প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

বইয়ের অনুশীলন পর্ব 1 দেখুন এখানে ক্লিক করে
 (১) আমরা চারপাশে যে সকল বস্তু কে দেখতে পায় তাদের কে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়?


 উত্তর দুটি (বস্তুএবং জীবজগৎ)

(২) জীবদেহেকয়টি  বিপাক ক্রিয়া দেখা যায়? কি কি ?


উত্তর -দুই প্রকার।
 (¡)উপচিতি বিপাক (¡¡)অপচিতি বিপাক


(৩)জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া হল-

অপচিতি /উপচিতি /উত্তেজিত /পুষ্টি


উত্তর -উপচিতি

(৪)জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে ?

উত্তেজিত /শ্বসন /গমন/ বিপাক

উত্তর /শ্বসন

(৫) প্রাণের প্রথম আবির্ভাব ঘটে -

বায়ুতে /মাটিতে /জলে/ শিলাতে


উত্তর /জলে

(৬) লজ্জাবতী পাতা স্পর্শ করলে মুদে যায় এটি জীবের কোন বৈশিষ্ট্য?

 ছন্দোবদ্ধতা/ উত্তেজিত /চলন /গমন

উত্তর -উত্তেজিতা

 (৭) গমনে অক্ষম প্রাণী টি হলো- মাছি/ সাপ/সাগর কুসুম


উত্তর সাগর কুসুম


(৮) মানুষের হৃদপিণ্ড প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয়?

উত্তর৭০-৭২বার


(৯)জিনের বৃহৎ, আকস্মিক ,স্থায়ী পরিবর্তন কে বলা হয়-

 অভিযোজন /পরিব্যক্তি/ অভিব্যক্তি


উত্তর- পরিব্যক্তি

(১০) পৃথিবীতে প্রান সৃষ্টির সময় যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না?


C/H /O /N

উত্তর- O


(১১) নগ্ন জিন হইল -

প্রোটিন বিহীন DNA/
প্রোটিন বিহীন RNA/
কোয়াসারভেট

উত্তর -প্রোটিন বিহীন RNA

(১২) ওপারিন ও হ‍্যালডেনএর মতবাদটি কি মতবাদ নামে পরিচিত?

 উত্তর -জীবনের জৈব -রাসায়নিক উৎপত্তি মতবাদ  নামে পরিচিত।


(১৩) গরম তরল স্যুপ কি?

 উত্তর -জৈব যৌগ ও সমুদ্রে গরম জলের মিশ্রণ কে গরম তরল স্যুপ বলে।

(১৪) প্রথম কি থেকে কোষের সৃষ্টি হয়-

 সাইটোপ্লাজম/ নিউক্লিক অ্যাসিড /
 মাইক্রোস্ফিয়ার

উত্তর- মাইক্রোস্ফিয়ার

(১৫) মাইক্রোস্ফিয়ার থেকেই প্রথম কোষ সৃষ্টি হয় কে বলেছিলেন ?

ডারউইন / ওপারিন/ ফক্স

 উত্তর- ফক্স

(১৬) প্রকৃতির আদি কোষ গুলি ছিল-

 প্রোক্যারিওটিক /ইউক্যারিওটিক/ নিউক্লিক


উত্তর -প্রোক্যারিওটিক


(১৭) নিউক্লিওপ্রোটিন যুক্ত কোয়াসারভেট কে কি বলা হয় উত্তর প্রাথমিক কোষ বা প্রোটোসেল