চতুর্থ শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর 21 থেকে 30 পারা - Online story

Sunday 26 December 2021

চতুর্থ শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর 21 থেকে 30 পারা



  আগের পর্ব ১১ থেকে ২০ পাতা 

পরের পর্ব ২৭ থেকে ৪৭পাতা সমগ্র শরীর অধ্যায়ের প্রশ্ন উত্তর দেখুন
একুশ থেকে ত্রিশ পাতা


প্রশ্ন- পদার্থ কি কি কি অবস্থায় থাকতে পারে?



 উত্তর -কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় থাকতে পারে ।


প্রশ্ন -যে কিছুটা জায়গা নেয় এবং কিছুটা ভর আছে ।তাকে আমরা কি বলি ?


উত্তর -পদার্থ

 প্রশ্ন -বাতাসের মধ্যে জলীয়বাষ্প থাকে তার একটা প্রমাণ দাও।

 উত্তর- একটা গ্লাসে বরফ দিয়ে ঢেকে রেখে দিলে দেখা যাবে গ্নাসের বাইরে বিন্দু বিন্দু জল জমা হয়েছে ।এ থেকে প্রমাণ পাওয়া যায় বাতাসে জলীয় বাষ্প আছে।


 প্রশ্ন -জল ফুটে কি তৈরি হয়?


 উত্তর -বাষ্প


 প্রশ্ন -বাষ্প থেকে জলে পরিণত হওয়াকে কি বলে ?



উত্তর -অবস্থার পরিবর্তন


প্রশ্ন -শিলা মানে কি?



 উত্তর -পাথর

প্রশ্ন -মুড়ি এবং মুড়ির গুঁড়ো কিভাবে আলাদা করা যায়?

 উত্তর -ছাঁকুনি বা চালুনির সাহায্যে।


 প্রশ্ন -চাল থেকে কাঁকর গুলো কিসের সাহায্যে আলাদা করা যায়?

 উত্তর-কুলোর  সাহায্যে ।


প্রশ্ন -নুন জল যদি থানার মধ্যে দুপুরের রোদে ফেলে রেখে দেয়া হয়, কিছুদিন পর কি দেখা যাবে ?

উত্তর- নুন পড়ে থাকবে। জল উপে চলে যাবে।


প্রশ্ন- সমুদ্রের জল থেকে কে নুন তৈরি করেছিলেন?

উত্তর - মহাত্মা গান্ধী।


 প্রশ্ন -প্যাকেট করা তৈরি খাবার খেলে শরীরে কি কি অসুবিধা হতে পারে?

উত্তর- পেটের গোলমাল ।মোটা হয়ে যাওয়া। খিদে কমে যাওয়া ।


প্রশ্ন -গরু বিচুলি খায়।

 ঠিক / ভুল


 উত্তর -ঠিক


প্রশ্ন -প্রজাপতি ফুলের মধু খায় ।

ঠিক  / ভুল


উত্তর- ঠিক


প্রশ্ন -টিয়া দাঁত দিয়ে খায়।

 ঠিক / ভুল


উত্তর- ভুল

 প্রশ্ন -দাঁতের বেশিরভাগ অংশ-

মাড়ির ভিতরে থাকে/ বাইরে থাকে


উত্তর- মাড়ির ভেতরে থাকে ।


প্রশ্ন- দিনে কতবার দাঁত মাজা উচিত
?


উত্তর -দুবার।( একবার খাওয়ার আগে একবার খাবার পর)




 পরবর্তী পর্ব ৩১ থেকে ৪০ পাতা