অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় ভূগোল প্রশ্ন উত্ত /র class 8 geography mcq question answers about 1st chapter
. অষ্টম শ্রেণীর
ন্যাশনাল কলারশিপ পরীক্ষা সহ প্রথম পরীক্ষার জন্য
ভূগোল –প্রথম অধ্যায়
(পৃথিবীর অন্দরমহল )
প্রশ্ন উত্তর
(১) ভূত্বকে বেশিভাগ অংশে রয়েছে-
অক্সিজেন/ হাইড্রোজেন /কার্বন-ডাই-অক্সাইড /নাইট্রোজেন
উত্তর -অক্সিজেন
(২) পৃথিবীর ব্যাসার্ধ -
3640 কিমি / 6370 কিমি / 7630 তিনি 3170
উত্তর-6370 কিমি
(২)লাভার পরিচলন স্রোত দেখা যায় যেখানে-
কেন্দ্রমন্ডল /গুরুমন্ডল /অন্তকেন্দ্র মন্ডল অ্যাস্থেনোস্ফিয়ার
উত্তর - অ্যাস্থেনোস্ফিয়ার
(৩) প্রতি 33 মিটার গভীরতা তাপমাত্রা বৃদ্ধি পায় -
4 ডিগ্রি সেন্টিগ্রেড /10 ডিগ্রি সেন্টিগ্রেড/ 2 ডিগ্রী সেন্টিগ্রেড /1 ডিগ্রী সেন্টিগ্রেড
উত্তরঃ -1 ডিগ্রি সেন্টিগ্রেট
(৪)ভূ-অভ্যন্তরের পদার্থ সর্বদা যে অবস্থায় থাকে -
কঠিন /তরল /গ্যাসীয়/ সান্দ্র
উত্তর -সান্দ্র
(৫) ভৌম জলের উৎস-
জলপ্রপাত /হ্রদ / নদী / ভূগর্ভ
উত্তর -ভূগর্ভ
(৬)আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থকে বলে-
ভৌম জল /লাভা /ম্যাগমা /গালা
উত্তর -লাভা
(৭) পৃথিবীর গড় ঘনত্ব -
2.6 গ্রাম /ঘন সেমি
31.1 গ্রাম/ঘন সেমি
5.5 গ্ৰাম/ঘন সেমি
2.9 ঘন সেমি
উত্তর 5.5 গ্রাম /ঘন সেমি
(৮) জ্বালামুখ দেখা যায় -
ভঙ্গিল পর্বতে/ ক্ষয়জাত পর্বতে /সঞ্চয়জাত পর্বতে /আগ্নেয় পর্বত
উত্তর -আগ্নেয় পর্বতে
(৯) সিয়াল ও সিমার মধ্যে কোন বিযুক্তি রেখা দেখা যায় ?
কনরাড /লেহ ম্যান / রেপত্তি
উত্তর -কনরাড বিযুক্তি রেখা
(১০) নিচে যেটি লাভাপ্রবাহের মধ্যে দেখা যায় না -
তরলশিলা / বাস্প/জল/ নিফে
উত্তর নিফে
(১১)পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে-
কেন্দ্রমন্ডল /গুরুমন্ডল /ভূত্বক /ক্রফেসিমা
উত্তর -গুরুমন্ডল
(১২)ধ্বংসাত্মক ক্ষমতা নেই যে তরঙ্গের-
Lতরঙ্গের / P তরঙ্গের / Mতরঙ্গের তরঙ্গে্য
উত্তর-P তরঙ্গের
(১৩)ভূ-অভ্যন্তরের মধ্যে সবচেয়ে ঘন অংশ হলো-
বহিঃকেন্দ্রমন্ডল/ অন্তকেন্দ্র মন্ডল/ সিয়াল/ ভূত্বক
উত্তর -বহিঃ কেন্দ্রমন্ডল
(১৪) ভূত্বকের গড় গভীরতা-
30 কিমি / 40 থেকে / 50 কিমি /6 কিমি
উত্তর -30 কিমি
(১৫) খনিজ তেল পাওয়া যায় -
আগ্নেয় শিলা / পাললিক শিলা/ রূপান্তরিত শিলা
উত্তর-পাললিক শিলা
(১৬)কেন্দ্রমন্ডলের উষ্ণতা -
4000 ℃ /5000℃ /9000 ℃
উত্তর -4000 ℃
(১৭) ফিলাইট রূপান্তরিত হয়ে পরিণত হয় -
মার্বেলে/ স্লেটে /নিসে /সিস্টে স
ঊত্তর- সিস্টে
(১৮) শিলা হলো একটি -
মিশ্র পদার্থ / যৌগিক পদার্থ / মৌলিক পদার্থ
উত্তর- যৌগিক পদার্থ
(১৯) চুনাপাথর পরিবর্তিত হয় -মার্বেলে/
স্লেটে /নিসে /সিস্টে
ঊত্তর- মার্বেলে শিলা
(২০)শিলা প্রধানত -
দুই প্রকার / তিন প্রকার / চার প্রকার / পাঁচ প্রকার
উত্তর -তিন প্রকার
(২১)জীবাশ্ম দেখা যায় -
আগ্নেয় শিলা / পাললিক শিলা / রূপান্তরিত শিলা / পাললিক শিলা
উত্তর -পাললিক শিলা
(২২)একটি আগ্নেয় শিলা হল -
বেলেপাথর /কাদা /পাথর /স্লেট / অগাইট
উত্তর -অগাইট
(২৩) প্ত্রায়ন দেখা যায় যে শিলায় -
আগ্নেয় শিলা / পাললিক শিলার / রূপান্তরিত
শিলা
উত্তর -পাললিক শিলা
(২৪)আগ্নেয় শিলার অপর নাম -
পরিবর্তিত শিলা / প্রাথমিক শিলা / গ্রানাইট
উত্তর -প্রাথমিক শিলা
(২৫) একটি রূপান্তরিত শিলা হল -
চুনাপাথর / ব্যাসাল্ট / কয়লা / মার্বেল
উত্তর -মার্বেল
(২৬) কংগ্লোমারেট হলো একটি-
আগ্নেয় শিলা / প্রাথমিক শিলা / রূপান্তরিত শিলা /পাললিক শিলা
উত্তর -পাললিক শিলা
SIR BOLCHI,4,5 NUMBER ER KICHU PROSNO JODI BOLE DITEN COLARSHIP EXAM ER JONNO
ReplyDeleteন্যাশনাল কলারশিপ বড় প্রশ্ন আসেনা শুধু mcq
Delete