রচনা ছাত্র জীবনের কর্তব্য /rachana chhatra jibane kartabya - Online story

Monday, 13 December 2021

রচনা ছাত্র জীবনের কর্তব্য /rachana chhatra jibane kartabya

       
       


         রচনা
     ছাত্র জীবনের কর্তব্য

 ছাত্রজীবনে প্রধান কর্তব্য হলো পড়াশোনার সাথে সাথে শরীরচর্চা করা।  অধ্যবসাযের মধ্যে থেকে বিভিন্ন গঠনমূলক বই  পড়াশোনা করা ছাত্র জীবনের কর্তব্য। এছাড়াও নেশা-ভান করা থেকে বিরত থাকা, কু কথা বলা থেকে বিরত থাকা, কুকর্ম থেকে সরে আসা ছাত্রজীবনে প্রধান কর্তব্য।  এছাড়াও ছাত্রজীবনে অনেক অনেক কর্তব্য আছে। ছাত্র জীবনের সময়কাল হলো জীবন গঠনের সময় কাল। ঐ সময় একটা লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হয়। যখন খুব ছোট তখন পড়তে হয় কখনো মিথ্যা বলিব না। পরের জিনিস লইব না। এই আদর্শকে ছোটবেলায় আঁকড়ে ধরতে হয় ।তারপর একটু বড় হলে শিক্ষক মহাশয় দের সাথে ভালো সম্পর্ক রেখে শিক্ষার পথ কে ধরে এগিয়ে যাওয়া ছাত্রজীবনে লক্ষ্য। শিক্ষার সাথে সাথে আবৃত্তি করা, বক্তব্য দেওয়া, এগুলো অর্জন করতে হয় ছাত্রজীবনে। কলেজ ছাত্র জীবনে  পড়াশোনার সাথে সাথে রাজনীতি তে অনেকেই যুক্ত হতে হয় । তার মধ্য দিয়ে অনেক ভালো কাজ করা যায়।  সমাজসেবার কাজে যুক্ত হতে হয় ,যেমন ব্লাড দান, বন্যা ত্রাণ গান, কেউ বই কিনতে না পারলে বই দিয়ে  সাহায্য করা। বন্ধু বান্ধবীদের সাথে সু-সম্পর্ক বজায় রেখে চলা । এমনকি বন্ধু-বান্ধবীর অভিভাবকের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা ছাত্রজীবনে একটা গুরুত্বপূর্ণ দিক‌।  ছাত্র জীবনের  কেউ নেশা ভান করলে তাকে সেই পথ থেকে সরিয়ে আনা। কেউ কোনো ঝামেলায় জড়িয়ে পড়লে তাকে সেই পথ থেকে সরিয়ে না । পড়াশোনার সাথে সাথে খেলাধুলায় অংশগ্রহণ করে ছাত্র জীবনের কর্তব্য।



রচনা লিষ্ট নীচে রচনা গুলি দেখুন





পত্ররচনা বাবা কে