নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর - Online story

Thursday, 23 December 2021

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর


 পরিমাপ অধ‍্যায়ের অনুশীলনী উত্তর

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো তুলে ধরা হয়েছে ।

অধ্যায়ের নাম পরিমাপ
            নবম শ্রেণী
        ভৌত বিজ্ঞান             প্রথম অধ্যায়- প্রশ্ন উত্তর

          পর্ব 1



 প্রশ্ন- রাশি কাকে বলে?

 উত্তর -যেসব প্রাকৃতিক বিষয় কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাকে রাশি বলে ।
যেমন- দৈর্ঘ্য ,ভর ,সময় ,উষ্ণতা


 প্রশ্ন -ভৌত রাশি কয় প্রকার কি কি?


 উত্তর -দুই প্রকার
(১) স্কেলার রাশি (২) ভেক্টর রাশি



প্রশ্ন- স্কেলার রাশি কাকে বলে?


 উত্তর- যে সমস্ত রাশির মান আছে অভিমুখ নেই ,সেগুলিকে স্কেলার রাশি বলে ।

যেমন- দৈর্ঘ্য ,ভর,সময়, উষ্ণতা ইত্যাদি



 প্রশ্ন, ভেক্টর রাশি কাকে বলে?

 উত্তর -যেসব রাশির মান অভিমুখ দুই আছে, সে গুলোকে বলা হয় ভেক্টর রাশি।


 যেমন -বেগ, ত্বরণ ,মন্দন, বল ইত্যাদি


 প্রশ্ন -একক কাকে বলে ?

উত্তর -কোন ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে, ওই ভৌত রাশির একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণ ধরে, তুলনামূলকভাবে পরিমাপ করা হয় ।নির্দিষ্ট পরিমাপ কে ওই রাশিটির একক বলা হয় ।


প্রশ্ন -একক কয় প্রকার ও কি কি?

 উত্তর -একক দুই প্রকার ।

মৌলিক একক ও লব্ধ একক।



 প্রশ্ন -মৌলিক একক কাকে বলে ?

উত্তর -যে সকল ভৌত রাশির একক অন্যান্য ভৌত রাশির এককের  ওপর নির্ভরশীল নয়।
 সেইসব ভৌত রাশির একক গুলিকে বলা হয় মৌলিক একক বা মূল একক।

 যেমন -দৈর্ঘ্য ,ভর, সময় এর একক ।


প্রশ্ন -লব্ধ একক কাকে বলে ?
উদাহরণ দাও ।

উত্তর -যে সকল ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় ।সেই সব ভৌত রাশির একক গুলিকে লব্ধ একক বলা হয় ।

যেমন - ত্বরণ, বল, বেগের একক।


প্রশ্ন- সিজিএস পদ্ধতিতে একক গুলি লেখ।

 উত্তর -দৈর্ঘ্যের একক সেন্টিমিটার ।
ভরের একক গ্রাম ।

সময়ের একক সেকেন্ড।


 প্রশ্ন -si তে মূল রাশি গুলির নাম ও একক লেখ।

 উত্তর- দৈর্ঘ্য –মিটার
    ভর –কিলোগ্রাম
  সময় –সেকেন্ড
  তাপমাত্রা –কেলভিন
তড়িৎ প্রবাহ –অ্যাম্পিয়ার
 দীপন প্রাবল্য –ক্যান্ডেলা
 পদার্থের পরিমাপ –মোল


প্রশ্ন -পারমাণবিক গুরুত্ব বলতে কী বোঝো?

উত্তর- পারমাণবিক গুরুত্ব =
মৌলের একটি পরমাণুর ভর
----------------------------------------------   
একটি হাইড্রোজেন পরমাণুর ভর


প্রশ্ন -আপেক্ষিক গুরুত্ব বলতে কী বোঝো?

উত্তর -আপেক্ষিক গুরুত্ব =
কোন বস্তুর ভর  
-------------------------------------
4° সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের ভর



চলবে।        --------