নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অনুশীলন প্রশ্ন উত্তর
দ্বিতীয় অধ্যায় প্রশ্নের উত্তর দেখুন
নবম শ্রেণীর
ভূগোল- প্রথম অধ্যায়
প্রশ্ন উত্তর
গ্রহ রূপে পৃথিবী
(1) সূর্যের কাছের গ্রহ-
(ক) বুধ (খ) পৃথিবী (গ) শুক্র (ঘ) মঙ্গল
উত্তর -(বুধ)
(2) পৃথিবীর নিকটতম গ্রহ-
(ক) মঙ্গল (খ) শুক্র (গ)চাঁদ (ঘ)বুধ
উত্তর -শুক্র
(3) পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে সময় লাগে -
(ক)27 দিন (খ)সাড়ে 27 দিনগ( 8):30 দিন (ঘ) 30 দিন
উত্তর- সাড়ে 27 দিন
(4) পৃথিবীর একটি/ দুটি /নয়টি /তিনটি গতি আছে
উত্তর -দুটি
(5) সৌরজগতের গ্রহের সংখ্যা -
৮টি /৯ টি /১০ টি /১১টি
উত্তর ৮টি
(6) আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের-
চতুর্থ/ পঞ্চম/ ষষ্ঠ /প্রথম গ্রহ
উত্তর-চতুর্থ
(7) পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে সর্বপ্রথম বলেছিলেন-
আর্যভট্ট / কোপার্নিকাস /গ্যালিলিও/ নিউটন
উত্তর -কোপারনিকাস
(8) পৃথিবী সূর্যের চারিদিকে এবং নিজের চারিদিকে ঘোরে সর্বপ্রথম বলেছিলেন-
আর্য ভট্ট /কোপার্নিকাস/ নিউটন /গ্যালিলিও
উত্তর- কোপার্নিকাস
(9) পৃথিবীর আকৃতি-
কমলালেবুর মতো/নাশপাতির মতো/ অভিগত গোলক/ আপেলের মতো
উত্তর -অভিগত গোলক
(10)পৃথিবীর নিরক্ষীয় ব্যাস-
1746 কিমি/ 12759 কিমি/ 12 7 66 কিমি / 12 776 কিমি
উত্তর -1275 6 কিমি
(11) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা -
42 কিমি/ 52 কিমি /62 কিমি /72 কিমি স্ফীত ।
উত্তর- 42 কিমি(43)
(12) প্লুটো গ্রহ কে বলে -
কুলীন গ্রহ/ বামন গ্রহ/ উপগ্রহ /নক্ষত্র
উত্তর -বামন গ্রহ
(13) নীল গ্রহ বলা হয় -
পৃথিবীকে/ মঙ্গলকে /বুধকে /শনিকে
উত্তর -পৃথিবী কে
(14 )সৌরজগতের বৃহত্তম গ্রহ -
পৃথিবী /বৃহস্পতি /শনি /ইউরেনাস
উত্তর -বৃহস্পতি
(15 )দূরত্ব অনুসারে সূর্যের দুরতম গ্রহ -
বুধ/ বৃহস্পতি /মঙ্গল /ইউরেনাস
উত্তর -ইউরেনাস
(16) সূর্যের একেবারে উপরের দিকে তাপমাত্রা হল -
5800 ডিগ্রী সেন্টিগ্রেড /6500 ডিগ্রী সেন্টিগ্রেড /7000 ডিগ্রী সেন্টিগ্রেড/ 8000 ডিগ্রী সেন্টিগ্রেড
উত্তর -6500 ডিগ্রী সেন্টিগ্রেড
( 17) পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব -
10 কোটি কিমি /1 5 কোটি কিমি /18 কোটি কিমি /19 কোটি কিমি
উত্তরঃ 15 কোটি কিমি
( 18 ) টাইটান উপগ্রহ -
শনির /বৃহস্পতির/ পৃথিবীর উপগ্রহ
উত্তর -শনির
(19 )উপকূলের দিকে আগত জাহাজের যে অংশ আগে দেখা যায় তা হল-
মাস্তুল /ছাদ /তলদেশ /কোনটি নয়
উত্তর -মাস্তুল
(20) এরাটোস্থেনিস ছিলেন-
রোমান/ গ্ৰীক/ মিশরীয়/ ভারতীয় দার্শনিক
উত্তর- গ্ৰীক
(21 ) পৃথিবীর গড় ব্যাসার্ধ হল-
6400 কিমি/ 5400 কিমি/ 7400 কিমি8 400 কিমি
উত্তর -6400 কিমি
( 22 )মহাকাশ থেকে পৃথিবী কে দেখায়-
সবুজ/ সাদা /নীল/ লাল
উত্তর- নীল
2 বাক্যটি সত্য হলে ঠিক এবং মিথ্যা বললে ভুল লেখ
(1) চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ ।
উত্তর -ঠিক
(2) চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত।
উত্তর -ভুল
(3) মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ ।
উত্তর -ভুল
(4 ) বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ।
উত্তর- ঠিক
( 5 )নক্ষত্রগুলো নিজস্ব আলো নেই।
উত্তর -ভুল
(6 )সূর্যের নিকটতম গ্রহ বুধ।
উত্তর -ঠিক
( 7) পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার ।
উত্তর- ভুল
(8 )সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী তৃতীয় গ্রহ ।
উত্তর- ঠিক
(9)পৃথিবীর দুটি গতি আছে ।
উত্তর- ঠিক
(10 )একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে।
উত্তর -ঠিক
(11 )বামন গ্রহে এরিসের এ দুটি উপগ্রহ আছে ।
উত্তর -ভুল( এরিসের কোন উপগ্রহ নেই)
( 12) সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14 কোটি 95 লক্ষ্কিমি।
উত্তর- ভুল₹ 15 কোটি কিমি হবে)
( 13 )প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয় বলে অনুমান
উত্তর -ঠিক
(14) পৃথিবী গোল বলের সমুদ্রগামী জাহাজ কে কিছুক্ষণ পরে আর দেখতে পাই না।
উত্তর -ঠিক
(15 খৃষ্ট জন্মে 300 বছর আগে এরাটোস্থেনিস বলেছিলেন যে পৃথিবী গোল।
উত্তর -ভুল (এখানে বছর টা ভুল আছে।
(16) যত উপর থেকে দেখা যাবে দিগন্তরেখা তত বেড়ে যাবে।
উত্তর -ঠিক
( 17 ) চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে।
উত্তর- ঠিক
( 18) পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো।
উত্তর- ঠিক
(19) নিরক্ষরেখা বরাবর পৃথিবীর 43 কিমি স্ফীত।
উত্তর- ঠিক
(20( পৃথিবীর মেরু ব্যাস এর দৈর্ঘ্য 12 756 কিমি ।
উত্তর -ভুল
শূন্যস্থান পূরণ করো
(1)শনি ছাড়া সৌরজগতের আরও তিনটি গ্রহের বলয় আছে এরা হলো ― ও ―
উত্তর- বৃহস্পতি এবং ইউরেনাস
(2 )― গ্রহের এক দিন এক বছরের থেকে বড় অর্থাৎ গ্রহটি পরিক্রমণ এর চেয়ে আবর্তনের সময় বেশি।
উত্তর -শুক্র
(3 )সৌরজগতের বৃহত্তম গ্রহ ―।
উত্তর -বৃহস্পতি
( 4 )― ও শুক্রুর এর উপগ্রহ নেই ।
উত্তর- বুধ
( 5 ) পৃথিবীর আকৃতি ― গোলকের মতো।
উত্তর -অভিগত
(6 ) সূর্য থেকে দূরত্বের বিচারে আমাদের পৃথিবী ― নম্বরে আছে।
উত্তর -তিন
( 7 ) সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন ―
উত্তর- এরাটোস্থেনিস
(8 )পৃথিবী নিজের চারদিকে আবর্তন এর সঙ্গে সঙ্গে সূর্যকে প্রদক্ষিণ করে একথা প্রমাণ করেছিলেন ―।
উত্তর- কোপার্নিকাস
(9) পৃথিবীর একমাত্র গ্রহ যেখানে জীবন ধারণের উপযুক্ত ― বজায় আছে।
উত্তর -পরিবেশ
(10) সূর্য ― গ্যালাক্সির অন্তর্গত।
উত্তর -আকাশগঙ্গা
(11) পৃথিবীর বাইরে থেকে যে সকল কঠিন বস্তু বায়ুমণ্ডলের বাধা পেরিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় সে গুলোকে ― বলে।
উত্তর -উল্কা
(12পৃথিবীর ― গ্রহ নামে পরিচিত।
উত্তর -নীল গ্রহ
(13 )বিজ্ঞানী ― প্রথম জিওর শব্দটি ব্যবহার করেন।
(14 )― ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উত্তর আর্যভট্ট।
( 15― ও ― সূর্যের প্রধান উপাদান।
উত্তর- -হাইড্রোজেন ও হিলিয়াম
স্তম্ভ মেলাও
প্লুটো ...............গ্রহ
ইউরেনাস .............বামন গ্রহ
চাঁদ .......................ধুমকেতু
হেলবপ ...................উপগ্রহ
উত্তর -
প্লুটো ....... .... ..বামন.গ্রহ
ইউরেনাস .........গ্রহ
চাঁদ ......................উপগ্রহ
হেলবপ . ... ....ধুমকেতু
বাকিগুলি শীঘ্রই দেয়া হবে
দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্নের উত্তর গুলো দেখুন