নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান অনুশীলন প্রশ্নের উত্তর প্রথম অধ্যায়
এর পরের পর্ব 2 দেখুন
নবম শ্রেণীর
ভৌতবিজ্ঞান
পরিমাপ অধ্যায়
অনুশীলনী প্রশ্ন উত্তর
তৃতীয় ও শেষ পর্ব দেখুন এখানে ক্লিক করে
পরের পর্ব -2 দেখুন
প্রথম অধ্যায়
বিভাগ ক -M C Q প্রশ্ন
(1) নিচের কোন রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত বেগ ত্বরন দ্রুতি বল
উত্তর -বল
2 ওজনের মাত্রীয় সংকেত হলো-
M L T-² M L –¹T–². M-¹LT.-² M LT-³
উত্তর M L T-²
(3)তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হল-
দ্রুতি -বেগ/কার্য , ত্বরণ / কার্য-বল /ক্ষমতা- ত্বরণ
উত্তর কার্য-বল
(4)সাধারণ স্কেলের সাহায্যে নিচে কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়-
2cm. 2cm. 3cm. 2.12cm
উত্তর 2.12cm
(5) 1nm=কত মিটার?
(A) 100 (B)1000 (C)10 (D)10—9
উত্তর 10—9
(6) নিচে কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই -
দ্রুতি ও বেগ/ সরণ ও কার্য / বল ও ভরবেগ/ বেগ ও ত্বরণ
উত্তর
দ্রুতি ও বেগ
(7) অনিয়মিত আকারের একটি কাঠের ব্লক এর আয়তন নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে তা হলো -
তুলা যন্ত্র /মাপনী চোঙ/ মিটার স্কেল/ স্টপ ওয়াচ
উত্তর মাপনী চোঙ
(8) si তে তাপমাত্রার একক হল-
Degree Celsius /candela /Kelvin /mol
উত্তর-kelvin
(9) 4°c উষ্ণতায় 5cm³ জলের ভর
5g / 5kg /0.5g /50kg
উত্তর-5g
(10) নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহৃত হয়-
আর্মস্ট্রং / X-একক ,//AU / ফার্মি
উত্তর-AU
(11) তুলা যন্ত্রের ওজন বাক্সে রাখা হয় বাটখারার গুলির ভরের অনুপাত
5:3:3:1 / 5:4:2:1 / 5:2:2:1 / 5:3:3::1
উত্তর 5:2:2:1
(12) আলোক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সুবিধাজনক একক হল -
আমস্ট্রং /পারসেক / মিটার /আলোকবর্ষ
উত্তর -আর্মস্ট্রং
বিভাগ খ
অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন
একটি শব্দ অথবা একটি বাক্যে উত্তর দাও।
(1) আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক?
উত্তর- আলোকবর্ষ মৌলিক একক।
(2) তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি?
উত্তর -মৌলিক রাশি।
(3) একক কাকে বলে?
উত্তর- কোন ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ওই ভৌত রাশির একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণ প্রমাণ ধরে, তুলনামূলকভাবে ওই ভৌত রাশির পরিমাপ করা হয় ।ওই নির্দিষ্ট পরিমাণ কে ওই ভৌত রাশি পরিমাপের একক বলা হয়।
(4)SI তে ক্ষেত্রফলের একক কি?
উত্তর -মিটার ² অথবা বর্গমিটার
(5) kg /m³ কোন ভৌত রাশির একক ?
উত্তর- ঘনত্বের একক
(6) সাধারণ স্কেলের নূন্যতম কত দৈর্ঘ্য পরিমাপ করা যায়?
উত্তর 1 মিলিমিটার (1mm)
(7) একটি একক বিহীন রাশির উদাহরণ দাও
উত্তর -পারমাণবিক গুরুত্ব
(8) si তে মূল একক কয়টি?
উত্তর -সাতটি
(9) ঘনত্বের CGS ও SI একক এর মধ্যে সম্পর্ক লেখ।
উত্তর-1g/cm ³ = 1000kg/m ³
(10) ভৌত রাশির মাত্রা কাকে বলে?
উত্তর ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাতকছ বুঝায় ,যে ঘাতে দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতি মূল একক গুলিকে উন্নীত করে ওই রাশিটি কে প্রকাশ করে।
11 দৌড় প্রতিযোগিতায় ঘড়ি ব্যবহার করা হয়?
উত্তর -স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি।
12 সাধারণ তুলা যন্ত্রে বাটখারা গুলির ভরের অনুপাত কত?
উত্তর 5:2:2'1
পরের পর্ব -2দেখুন এখানে ক্লিক করুন