সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় এর প্রশ্ন উত্তর /class 7 poribesh question answer about 1st chapter - Online story

Sunday 5 December 2021

সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় এর প্রশ্ন উত্তর /class 7 poribesh question answer about 1st chapter


         
            সপ্তম শ্রেণি
             পরিবেশে 

  প্রথম অধ্যায়ের প্রশ্ন   

                     উত্তর
              (তাপ )


(১) সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর-


 40 /100 /180 /0

 উত্তর 100



(২) সমস্ত বস্তুর তাপ-

 আছে / নেই / থাকতে পারে

 উত্তর- আছে



(৩)  ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক-


 150 ℃ / 32 °F / 273°F

 উত্তর -32° F

(৪) তাপ হল একপ্রকার-  

শক্তি / গ্যাস / তরল / ক্যালোরি

 উত্তর -শক্তি

(৫) সিজিএস পদ্ধতিতে তাপের একক-

কিলোগ্রাম /নিউটন / জুল /ক্যালোরি

উত্তর -ক্যালোরি



(৬) তাপ পরিমাপ করার যন্ত্র -

থার্মোমিটার / হাইগ্রোমিটার / ব্যারোমিটার/ ক্যালরিমিটার

উত্তর -ক্যালরিমিটার


(৭) দ্রুত ক্রিয়াশীল থার্মোমিটারে কুন্ডুলি টির আকার কি রকম হওয়া উচিত ?


চৌকো আকৃতি / গোলাকৃতি / চোঙাকৃতি /বল আকৃতি


উত্তর -চোঙাকৃতি



(৮) ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ তাপমাত্রা মাপা যায় -


100 ডিগ্রী সেন্টিগ্রেড /180 ডিগ্রি সেন্টিগ্রেড/ 212 ডিগ্রী এফ / 110 ডিগ্রী এফ

উত্তর -110 ডিগ্রী এফ



(৯) কোনটি নির্দিষ্ট গলনাংক নেই -

তামা / লোহা /  কাঁচ

 উত্তর -কাঁচ


(১০) প্রমাণ চাপে জলের হিমাঙ্ক হল-

 273 K /373 K/ 90k /100k

উত্তর 237 K



(১১) লীন তাপ পদার্থের যেটা ঘটায়-

 উষ্ণতার পরিবর্তন /অবস্থার পরিবর্তন/ ঘনত্বের পরিবর্তন  /বাষ্পের পরিবর্তন


উত্তর - অবস্থার পরিবর্তন


(১২) চাপ দিলে তরলের স্ফুটনাঙ্ক -

বাড়ে / কমে / একই থাকে / কমা বাড়া হয়

 উত্তর -বাড়ে

(১৩) বাষ্পায়নের তরলের তাপমাত্রা-


 বাড়ে / কমে / একই থাকে

উত্তর -কমে


(১৪) গলনের বিপরীত প্রক্রিয়া টি হল-

 কঠিনীভবন/ বাষ্পীভবন/ স্ফুটন /গলনাঙ্ক

উত্তর -কঠিনীভবন


(১৫) ডাক্তারি থার্মোমিটারে তীর চিহ্ন থাকে কোন পাঠে ?

98 " F / 9.4 ° F / 98.4°F / 96℃


 উত্তর 98.4°F

(১৬) বিশুদ্ধ জলে তুলনায় সমুদ্র জলের স্ফুটনাঙ্ক -

কম /বেশি /সমান


 উত্তর -বেশি

(১৭) কোন অপদ্রব্য মিশ্রিত থাকলে জলের স্ফুটনাঙ্ক-

 বাড়ে/কমে /একই থাকে


উত্তর -বাড়ে



(১৮) উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের স্ফুটনাঙ্ক -


 বাড়ে/কমে/ একই থাকে

উত্তর- কমে


(১৯) বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়ন -

তাড়াতাড়ি হয় / ধীরে হয় / হয়না /একই থাকে

উত্তর- ধীরে হয়




বডো প্রশ্ন


(১) ডাক্তারি থার্মোমিটার ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কেন?


 উত্তর -ফুটন্ত জলের তাপমাত্রা 212 °F বা 100 ℃  কিন্তু ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ 110 °F বা 42 ℃ পর্যন্ত তাপমাত্রা মাপা যায়। এর থেকে বেশি তাপমাত্রা জলে থার্মোমিটারে পারদ অনেক বেশি প্রচারিত হবে এবং দেয়ালে চাপ দেবে । তাপমাত্রা খুব বেশি হলে ডাক্তারি থার্মোমিটারে বেশি তাপমাত্রা দেখাবার চেষ্টা করবে। তখন থার্মোমিটার দিয়ে ফেটে পারদ ছিটকে যাবে ‌।সেই  পারদ চোখে মুখে লেগে যেতে পারে ক্ষতি হতে পারে‌।


(২)আপেক্ষিক তাপ কি? তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি / গ্রাম ডিগ্রী সেন্টিগ্রেড বলতে কী বোঝো /

উত্তর একক ভরের কোন বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপকে সেই বস্তুর আপেক্ষিক তাপ বলে ।
তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি / গ্রাম ডিগ্রী সেন্টিগ্রেড বলতে বোঝায় 1 গ্রাম সমান এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে 0.09 ক্যালরি তাপ লাগবে।

(২)বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি / গ্রাম বলতে কী বোঝায়?


 উত্তর - এক গ্রাম বরফকে জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপ লাগে।


(৩)" ক্যালরিমিতি" কথাটির অর্থ কি ?

উত্তর-" ক্যালোরি" কথাটির অর্থ তাপ ।

"মিতি" কথাটির অর্থ ও পরিমাপ।



(৪)লীন তাপ কাকে বলে?


কোন পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে গেলে যে পরিমাণ গ্রহণ-বর্জন পরে তাকে সেই পদার্থের লিনতাপ বলে।

(৫) সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে ফারেনহাইট স্কেলের সম্পর্ক কি?


  উত্তর      C.             F–32        
                 ―.     =.       _____
                 5.                  9


(৬) থার্মোমিটারের সুবেদিতা বলতে কী বোঝো ?

উত্তর -থার্মোমিটারে যে ধর্মের জন্য খুব সামান্য তাপমাত্রার পার্থক্য খুব সূক্ষ্মভাবে মাপা যায়। তাকে থার্মোমিটারের সুবেদিতা বলে।