সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় চুম্বক প্রশ্ন উত্তর/class 7 poribesh question answer about 1st chapter chumuk - Online story

Monday 6 December 2021

সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় চুম্বক প্রশ্ন উত্তর/class 7 poribesh question answer about 1st chapter chumuk

                  
           সপ্তম শ্রেণি
      পরিবেশ ও বিজ্ঞান
         প্রথম অধ্যায় 

                 (চুম্বক)

(১) চুম্বকের মেরু কয়টি-

তিনটি / দুটি / চারটি / একটি

 উত্তর- দুটি

(২) চৌম্বক পদার্থ হল -

কাঠ / জাহাজ / লোহা

উত্তর- লোহা

(৩)  চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য প্রায়-

 50% / 100% / 85% / 10%

 উত্তর - 85%

(৪) একটি চুম্বক ও চৌম্বক পদার্থ কাছাকাছি আনলে যেটি ঘটবে -

আকর্ষণ/ বিকর্ষণ/ পরিবহন /পরিচলন

 উত্তর- আকর্ষণ

(৫) দুটি পদার্থের মধ্যে বিকর্ষণ হলে বোঝা যাবে-
দুটুই চৌম্বক পদার্থ /
 দুটি অচৌম্বক পদার্থ /
একটি চুম্বক /
অচৌম্বক পদার্থ

 উত্তর -চুম্বক পদার্থ

(৬)নিচে কোন খনিজ পদার্থ টির চুম্বকত্ব আছে -
গিবসাইট / বক্সাইট / ম্যাগনেটাইট / জিংকব্লেন্ড

উত্তর -ম্যাগনেটাইট

(৭) নিচের কোন পদার্থটিকে চুম্বক আকর্ষণ করে না-

 তামা / নিকেল / লোহা / কোবাল্ট

 উত্তর -তামা

(৮) একটি অক্ষের ওপর আনুভূমিক তলে ঘোরে -
চুম্বক শলাকা/ চুম্বক দন্ড/ চুম্বক অক্ষ

 উত্তর -চুম্বক শলাকা

(৯) চুম্বকের দুটি মেরুর ব্যবধান বাড়ালে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল-

 বাড়বে/ কমবে/ একই থাকবে/ প্রথমে কমবে তারপর বাড়বে

উত্তর -কমবে


(১০) হিউস্লার সংকর ধাতু টি হল -

চৌম্বক পদার্থ /চুম্বক / অচৌম্বক/ দন্ড চুম্বক


 উত্তর -চৌম্বক পদার্থ


(১১) চুম্বকের যে ক্ষমতাটি দেখা যায় না তা হল-
 আকর্ষণ/ বিকর্ষণ/ দিকদর্শন/ পরিবহন

 উত্তর -পরিবহন


(১২)কৃত্রিম চুম্বক এর শক্তি প্রাকৃতিক চুম্বক এর থেকে -

বেশি /কম/ সমান/ বলা যাবে না


উত্তর -বেশি

(১৩) চুম্বকের দুই মেরু সংযোগকারী সরলরেখা কে বলে-

 উদাসীন অঞ্চল /চৌম্বক অক্ষ/ চৌম্বক দণ্ড/ চৌম্বক দৈর্ঘ্য


উত্তর -চৌম্বক অক্ষ

(১৪) দন্ড আকৃতি চুম্বকের চুম্বকত্ব সবচেয়ে বেশি -

দুই প্রান্তে /মাঝে /এক প্রান্তে/ প্রান্তের পাশে


 উত্তর -দুই প্রান্তে

(১৫) একটি চুম্বক পদার্থ হল -

কোবাল্ট /কাগজ / বরফ


উত্তর -কোবাল্ট

(১৬)চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য -

চৌম্বক দৈর্ঘ্যের অর্ধেক হয়।
 চৌম্বক দৈর্ঘ্য ছোট হয় /
চৌম্বক দৈর্ঘ্যের বড় হয়/
 চৌম্বক সমান হয়

 উত্তর -চৌম্বক দৈর্ঘ্য থেকে বডো হয়।

(১৭) সর্বনিম্ন যে উষ্ণতায় চুম্বকত্ব নষ্ট হয়ে যায় তাকে বলা হয়-

 নতি বিন্দু /কুরি বিন্দু /গলনাঙ্ক /হিমাঙ্ক

 উত্তর -কুরি বিন্দু

(১৮) প্রাকৃতিক চুম্বক এর আকৃতি-

 গোলাকার /দন্ডাকার /বলয় আকার /আকার বিহীন

উত্তর -আকার বিহীন