সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য অধ্যায়ের প্রশ্ন উত্তর - Online story

Tuesday 7 December 2021

সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য অধ্যায়ের প্রশ্ন উত্তর

                  সপ্তম শ্রেণি
            পরিবেশ ও বিজ্ঞান
                  অধ্যায় 5
            (মানুষের খাদ্য)


(১) দুধে প্রচুর পরিমাণে যেটা পাওয়া যায়-

 ভিটামিন / শর্করা / কার্বোহাইড্রেট ল্যাকটোজ

 উত্তর -ল্যাকটোজ


 (২)প্রোটিনের ক্ষুদ্রতম গঠনগত একক হল-

 ল্যাকটোজ / সেলুলোজ / গ্লুকোজ  অ্যামিনো অ্যাসিড

উত্তর- অ্যামিনো অ্যাসিড





(৪)মানবদেহে শক্তি উৎস হল -

সূর্য - কার্বোহাইড্রেট /খাদ্য/ অক্সিজেন


উত্তর -খাদ্য

(5) জল একটি

মিশ্র পদার্থ/ যৌগিক পদার্থ / মৌলিক পদার্থ খনিজ পদার্থ

 উত্তর /যৌগিক পদার্থ



(৬) উদ্ভিদের ব্যবহার্য জল হল -


মিঠা জল / পরিস্রুত জল /খড় জল/ লবণাক্ত জল

উত্তর -মিঠা জল


(৭)পান করা যোগ্য জলকে বলা হয় -


পেয় জল /খড় জল /প্রতিসৃত জল /মিঠা জল

 উত্তর -পেয় জল



(৮) ময়দা তৈরি হয়-


 গম থেকে /চাল থেকে /ভুট্টা থেকে /যব থেকে

উত্তর গম থেকে


(৯)সবুজ উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া দ্বারা নিজেদের খাদ্য তৈরি করে সেটি হল/

 শ্বসন /বাষ্পমোচন /সালোকসংশ্লেষ /রেচন

 উত্তর /সালোকসংশ্লেষ





(১০)পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়া যায় অথচ খুবই কম দাম ‌। সেটি হলো
-

 মাছ /মাংস /ডাল

উত্তর -ডাল



(১১) শ্বেতসার রূপে গণ্য করা হয় /

ধান /চাল /সবজি/ ফল


উত্তর -চাল



(১২) লিপিড এর অন্যতম উপাদান হলো-

 ফ্যাটি অ্যাসিড/ রাইবোনিউক্লিক অ্যাসিড/ এসকরবিক অ্যাসিড /মালিক অ্যাসিড


 উত্তর- ফ্যাটি অ্যাসিড


নিচের কোনটিতে লিপিড দ্রবীভূত হয়-

 ক্লোরোফর্ম /ইথার /জল /অ্যালকোহ

 উত্তর- জল

(১৩) প্রোটিন বাঁচোয়া খাদ্য হলো

স্নেহপদার্থ/ ফ্যাট /গ্লুকোজ/ শর্করা


 উত্তর -শর্করা

(১৪)কোষ্ঠ পরিপাকে সাহায্য করে যে খাদ্য তা হল -

প্রোটিন/ ফ্যাট /লিপিড /রাফেজ

উত্তর -রাফেজ


(১৫) দেহের পক্ষে ক্যালোরি বিহীন খাদ্য টি হল-
 স্নেহপদার্থ/ শর্করা- ভিটামিন/ প্রোটিন

উত্তরঃ ;ভিটামিন

(১৬) শক্তি উৎপাদন করে না এমন একটি খাদ্য উপাদান হলো;

 ভিটামিন /লিপিড/ প্রোটিন /শর্করা

উত্তর- ভিটামিন

(১৭) নিচের কোনটি শর্করা মধ্যে পড়ে না-

 গ্লিসারিন /গ্লুকোজ /সেলুলোজ

 উত্তর -গ্লিসারিন


(১৮)কোনটি সরল প্রোটিন -

লাইসিন/ অ্যালবুমিন /লাইপোপ্রোটিন লিউসিন

 উত্তর -অ্যালবুমিন


(১৯) শিশুদের জন্য সুষম খাদ্য টি হইল-

 জল/ ভাত/মাছ /মাতৃদুগ্ধ

 উত্তর -মাতৃদুগ্ধ

(২০) ভিটামিনের A অভাবেযে রোগটি হয়-

 রিকেট /বেরিবেরি / রাতকানা অস্টিওম্যালেসিয়া

উত্তর -রাতকানা

(২১) এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রোটিনের অভাবজনিত রোগ সেটি হল-

 আমেনিয়া/ ম‍্যারাসমাস/ কোয়াশিয়কর/ রিকেট

উত্তর- ম্যারাসমাস


(২২)কোন ভিটামিন তাপে নষ্ট হয-

 D,/C/A/,B

উত্তর -C


(২৩)যে ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় সেটি হলো -

A/B/C/D

উত্তর C
(২৪) কড মাছের তেল থেকে যে ভিটামিন পাওয়া যায় -

AএবংB /AএবংD /BএবংC


 উত্তর -A এবং B

 (২৫) মানুষের দেহ ত্বকে যে ভিটামিন সংশ্লেষ সম্ভব ,সেটি হল-

 K / C / D / A


উত্তর -C

(২৬) প্রাণীদেহে আয়োডিনের অভাবে যে রোগ হয় তা হল-

 রক্ত অল্পতা / রাতকানা / বেরিবেরি / গলগন্ড

উত্তর -গলগন্ড


(২৭) যে খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায় সেটি হল-

 ম্যাগনেসিয়াম / ক্যালসিয়াম / লৌহ / ফসফরাস

 উত্তর- লৌহ

(২৮( ট্যারা চোখ জনিত সমস্যার প্রধান কারণ হলো -

আরনের অভাব প্রোটিনের অভাব  আয়োডিনের অভাব /।ভিটামিনের অভাব


উত্তর- আয়োডিনের অভাব

(২৯) যে খনিজের অভাবে প্রাণীদেহে রক্ত তঞ্চন ব্যাহত হয় সেটি হল-

 পটাশিয়াম / ম্যাগনেশিয়াম/  সোডিয়াম ক্যালসিয়াম

উত্তর -ক্যালসিয়াম

(৩০) দুধে যে খাদ্যের উপাদান টি অভাব থাকে তাহলো;

 ভিটামিন D/ ভিটামিন A/ভিটামিন C / ভিটামিন {K}

 উত্তর ভিটামিন C

(৩১) একটি প্রাণিজ শ্বেতসার হল-

 ল্যাকটোজেন /গ্লাইকোজেন /সেলুলোজ/ গ্লুকোজ


উত্তর-


(৩২) মানবদেহের যকৃতের শর্করা যে রূপে সঞ্চিত থাকে তা হল-

 গ্লাইকোজেন / গ্লুকোজ /সেলুলোজ/ সেক্টর

 উত্তর- গ্লাইকোজেন


(৩৩)অস্টিওম্যালেসিয়া রোগ যে ভিটামিনের অভাবে হয়-

ভিটামিন-A/ভিটামিন K/ ভিটামিন B কমপ্লেক্স/ ভিটামিন-D

 উত্তর ভিটামিন- D

(৩৪)দুধে যে শর্করা টি পাওয়া যায় সেটি হল

 মলটোজ /সুক্রোজ /ল্যাকটোজ/ প্রপোজ

 উত্তর -ল্যাকটোজ

(৩৫) ভিটামিন Eএর অভাবে যে রোগটি হয়-

রাতকানা / বেরিবেরি /বন্ধ্যাত্ব /গয়টার

 উত্তর- বন্ধ্যাত্ব


(৩৬) নিচের খাদ্য উপাদান গুলির মধ্যে যেটির ক্যালোরি মূল্য সর্বাধিক সেটি হলো-

 কার্বোহাইড্রেট /প্রোটিন /ভিটামিন /স্নেহপদার্থ

উত্তর -স্নেহপদার্থ


(৩রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে - রক্তাল্পতা/ বেরিবেরি / ডায়াবেটিস

উত্তর -ডায়াবেটিস


(৩৮)নিচের যেটি কার্বোহাইড্রেট জাতীয় যৌব নয় সেটি হল -


স্টার্চ /সুক্রোজ /ডিঅক্সিরাইবোজ/ হিমোগ্লোবিন


উত্তর- হিমোগ্লোবিন


চলবে