অষ্টম শ্রেণি পরিবেশ প্রশ্ন উত্তর ন্যাশনাল কলারশিপ এর জন্য class 8 poribesh question answer for national scholarship - Online story

Thursday 2 December 2021

অষ্টম শ্রেণি পরিবেশ প্রশ্ন উত্তর ন্যাশনাল কলারশিপ এর জন্য class 8 poribesh question answer for national scholarship


           

              অষ্টম শ্রেণি
    ( পরিবেশ) তাপ অধ্যায়
   গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ
      ন্যাশনাল কলারশিপ এর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ


(১)তাপের ভর-
 আছে /নেই /পরিমেয়/ অপরিমেয়

উত্তর -নেই


(২) CGSপদ্ধতিতে তাপের একক -
ক্যালোরি/ জুল /ডিগ্রী সেলসিয়াস/ ডিগ্রী ফারেনহাইট ।

উত্তর -ক্যালোরি

(৩) সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি?

 উত্তর -ক্যালোরি গ্রাম /℃

(৪)তাপের অধিকতম  সুপরিবাহী বস্তুটি হল-
লোহা /তামা /রুপা /সোনা

উত্তর -সোনা

 (৫) ১ ক্যালোরি তাপ=?


 4.2 আর্গ /4.2 জুল /১ জুল/ 4.2 ক্যালোরি

উত্তর- 4.2 জুল


 (৬)ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত?
০°F / 180° F / 32 °F/ 212 °F

 উত্তর -180° F


(৭) জলের আপেক্ষিক তাপের মান -

1 ক্যালোরি /গ্রাম℃/ একজুল / গ্রাম /℃ /4.2 ক্যালোরি / গ্রাম ℃/ 4.2 জুল /গ্রাম ℃

উত্তর -১ ক্যালোরি/℃


 (৮)গৃহীত তাপ ও বর্জিত তাপ নির্ণয় করা হয় যে যন্ত্রে-

 থার্মোমিটার/ ব্যারোমিটার /ক্যালরিমিটার ল্যাকটোমিটার

 উত্তর - ক্যালরিমিটার



(৯) নিচের কোনটি গলনাঙ্ক এবং হিমাঙ্ক থাকে-
 মাখন/ মোম /কোনোটিই নয়

উত্তর-মাখন



 (১০)তাপের কুপরিবাহী টি হল-


 তামা /গ্রাফাইট /কাগজ /লোহা


 উত্তর -গ্রাফাইট


 (১১)তাপ বর্জন করে জলে পরিণত হয়। এই ঘটনাটি-

 কঠিনীভবন /গলন /স্ফুটন /কোনোটিই নয়


উত্তর -গলন

 12 সৌরতাপ পৃথিবীর বায়ুমন্ডলের মধ্যে দিয়ে আসার সময় বায়ুকে -

উত্তপ্ত করে /উত্তপ্ত করে না/ শীতল করে
/ আয়নিত করে

উত্তর উত্তপ্ত করে


(১৩) তাপ গ্রহণে বস্তুর উষ্ণতা-
 বৃদ্ধি পায়/ উষ্ণতা হ্রাস পায়/ উষ্ণতা একই থাকে /অবস্থার পরিবর্তন হয়


উত্তর -উষ্ণতা বৃদ্ধি পায়


(১৪) জল বরফে পরিণত হলে -আয়তনে বৃদ্ধি পায় /হ্রাস পায় /একই থাকে/ কোনোটিই নয়


উত্তর - আয়তনে বৃদ্ধি পায়