হ -য-ব-র-ল ষষ্ঠ শ্রেণি বাংলা সহায়ক গল্প / class 6 bangla ha-ja-ba-ra-la - Online story

Wednesday, 8 December 2021

হ -য-ব-র-ল ষষ্ঠ শ্রেণি বাংলা সহায়ক গল্প / class 6 bangla ha-ja-ba-ra-la

 



               ক্লাস VI
         হ-য-ব-র-ল
       গল্পের প্রশ্ন উত্তর
           প্রথম পরীক্ষা


(১) রুমালটা কিসের উপর ছিল?

 উত্তর -ঘাসের উপর


(২) লেখক রুমালটা তুলতে গিয়েছিল কেন?

 উত্তর -ঘাম মোছার জন্য ।

(৩) রুমালটা কি হয়ে গিয়েছিল ?

উত্তর -বেড়াল।

(৪) বিড়ালের ভাষায় চশমা টি লেখ


উত্তর -চন্দ্রবিন্দুর-চ বিড়ালের তালব্যের- শ রুমালের -মা হলো- চশমা

(৫) লেখককে বিড়াল গরম লাগলে কোথায় যেতে বলেছিল?

 উত্তর -তিব্বত

(৬)বিড়ালের ভাষায় তিব্বত যাওয়ার রাস্তা টা কেমন ?

উত্তর -প্রথমে কলকেতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত।

(৭) বিড়ালের ভাষায় তিব্বত কত সময়ে পৌঁছানো যায় ?

উত্তর^ সওয়া ঘন্টা

(৮) গেছো দাদা কোথায় থাকে?

 উত্তর -গাছে থাকে।


(৯) বিড়াল ঘাসের উপর কিসের আঁচর কেটে ছিল ?

উত্তর -কাঠির

(১০)লেখকের কাছ থেকে বিড়ালের পালিয়ে যাবার ভঙ্গিটা কেমন ছিল ?

উত্তর লেখককে চোখ বুজে থাকতে বলে, বিড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়াটপকে ফ্যাচফ্যাচ করে হাসতে হাসতে পালিয়ে গিয়েছিল।

(১১) গল্পে স্লেট  পেন্সিল কার হাতে ছিল ?

 উত্তর দাঁড়কাকের হাতে।

(১২) দাঁড়কাকের ভাষায় চৌদ্দর চার নেমে হাতে কি ছিল?

 উত্তর পেন্সিল

(১৩) দাঁড়কার কিভাবে সময় জমিয়েছিল?

 উত্তর -খেটেখুটে চুরি-চামারি করে ।


(১৪) গাছের ফোঁকর থেকে যে বেরিয়েছিল তার বর্ণনা দাও ।

উত্তর -দেড় হাত লম্বা এক বুড়ো। তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি ।হাতে একটা হুকো। তাতে কলকে টলকে কিছু নেই ।আর মাথা ভরা টাক ।টাকের ওপর খড়ি দিয়ে কি সব যেন লিখেছে ।


(১৬)বুড়ো আমার আওয়াজ শুনে কত পাক ঘুরেফিরে আমাকে দেখেছিল ?

উত্তর আট-দশ পাক।

(১৬) হাত 26 ইঞ্চি , আস্তিন 26 ইঞ্চিড়, গলা 26 ইঞ্চি ।কেন সব মাপ 26 ইঞ্চি হয়েছিল?

 উত্তর- বুড়োর ফিতে তে শুধু 26 লেখাটা পড়া যাচ্ছিল ।আর কিছু পড়া যাচ্ছিল না ।তাই সব মাপ  26 ইঞ্চি হয়েছিল।

(১৭) বুড়ো লেখকর ওজন কত বলেছিল ?

 উত্তর -আড়াই সের

(১৮)বুড়ো লেখক এর বয়স কত বলেছিল?

 উত্তর- 37 বছর

(১৯) গল্প লেখকের কত বয়স বলা হয়েছে?

 উত্তর - আট বছর তিন মাস


(২০)বুড়োদের বয়স কত  বছর বয়সে ঘুরিয়ে দেয়া হয় ?

উত্তর ৪০ বছর বয়সে


(২১) যে বছর টি বুড়োর বয়সটা কখনোই হয় না -

১২/৪২/৩০

উত্তর -৪২

(২৩) বুড়োর সর্বনিম্ন কত বছর থেকে আবার বয়স বাড়তে শুরু করে ?

উত্তর -১০বছর


(২৪)কাকের ঠিকানা টা কি ছিল ?

উত্তর -শ্রী কাকেশ্বর কুচকুচে ।
                 ৪১ নং গেছো বাজার
                  কাগেয়াপটি

(২৫) বুড়োকে কাক কি বলে রাগিয়ে দিয়েছিল ?

উত্তর -টেকো মাথা বলে লাগিয়ে দিয়েছিল।


(২৬) কাক বুড়োর মাথায় টকের ওপর স্লেট খানা ফেলে দিয়েছিল কেন?

 উত্তর বুড়ো হিসেবটা দেখতে চেয়েছিল তখন কাক স্লেট ফেলে দিয়েছিল।

(২৭) বুড়োর মাথায় ছেলেটা পড়ে গেলে বুড়ো কি বলে কাঁদছিল?

 উত্তর  ও -মা ,ও- পিসি ,ও- শিবুদা বলে হাত পা ছুড়ে কাঁদছিল।

(২৮) কাক অংকটা দেখে কোনটা ভগ্নাংশ বলেছিল?

 উত্তর -আড়াই সেরটা