সপ্তম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর/class 7 geography question answer about 3rd chapter
সপ্তম শ্রেণীর
ভূগোল
তৃতীয় অধ্যায়
প্রশ্ন -উত্তর
প্রশ্নগুলি ছবি বই থেকে খুঁজে দেওয়া হয়েছে।
এবং বইয়ের ভাষাতেই উত্তর দেওয়া হয়েছে।
অধ্যায়ের নাম-" বায়ু চাপ "
প্রশ্ন- বাতাস আমাদের চাপ দেয় আমরা বুঝতে পারি না কেন ?
উত্তর -কারণ আমাদের শরীরের মধ্যে বাতাস থাকে ।
প্রশ্ন -বায়ুর চাপ বলতে কি বোঝ?
উত্তর -একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে, তাকে বায়ুচাপ বলে।
প্রশ্ন -যখন ঘনত্ব বাড়লে-
গ্যাসের আয়তন কমে/গ্যাসের আয়তন বাড়ে/ গ্যাসের আয়তন নিম্নমুখী হয়
উত্তর -গ্যাসের আয়তন কমে
প্রশ্ন- উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা কমে ।
ঠিক/ভুল
উত্তর -ঠিক
প্রশ্ন -বায়ুর চাপ কোন এককে মাপা হয়?
উত্তর -মিলিবার এককে
প্রশ্ন -বায়ুর চাপ মাপার যন্ত্র টির নাম কি?
উত্তর -ব্যারোমিটার
প্রশ্ন - কত সালে পারদ ব্যারোমিটার তৈরি করেছিলেন ?
উত্তর -1643 সালে, বিজ্ঞানী টরিসেলি পারদ ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন ।
প্রশ্ন -পারদ ব্যারোমিটার কত সেমি পর্যন্ত পারদ থাকে ?
উত্তর -76 সেমি
প্রশ্ন -গঙ্গা নদীর উৎস কোথা থেকে হয়েছে ?
উত্তর-গোমুখ গুহা থেকে।।
প্রশ্ন- কি কি কারনে বায়ুচাপের পার্থক্য সৃষ্টি হয় ?
উত্তর - (১)বায়ুতে জলীয় বাষ্প থাকলে।
(২) বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে।
(৩) অক্ষাংশ গত অবস্থান পরিবর্তন হলে।
প্রশ্ন -প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কত বায়ুচাপ কমে ?
উত্তর -1 সেন্টিমিটার
প্রশ্ন- পার্বত্য অঞ্চলে পর্বতের উপরে জলের স্ফুটনাঙ্ক বেশি না কম? কেন?
উত্তর -কম
কারণ- সেখানে বায়ুর চাপ কম। 100 ডিগ্রী সেন্টিগ্রেড কম উষ্ণতা জল ফুটতে শুরু করে।
প্রশ্ন - বায়ুতে জলীয় বাষ্প থাকলে বায়ুর চাপ-
বাড়ে / কমে
উত্তর-বায়ুচাপ কমে
প্রশ্ন -বায়ুর উপাদান গুলির নাম লেখ।
উত্তর -বায়ুচাপ, বায়ুর আদ্রতা, বৃষ্টিপাত, উষ্ণতা ।
প্রশ্ন -সমচাপ রেখা কাকে বলে?
উত্তর- নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপ যুক্ত স্থান গুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয়- তাকে সমচাপ রেখা বলে।
প্রশ্ন - সমচাপ রেখার বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।
উত্তর -(১)সমচাপ লেখায় বায়ুচাপ কে মিলিবার এককে প্রকাশ করা
(২)হয় সমচাপ রেখা গুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারেনা।
(৩) সমচাপ রেখা গুলো যেখানে পরস্পর খুব কাছাকাছি আসে ,সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি হয়।
(৪) সমচাপ লেখায় সাধারণত বায়ুচাপের পরিবহন গুলো গর সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হিসাবে দেখানো হয় ।
প্রশ্ন -সমচাপ রেখা গুলি কাছাকাছি অবস্থান করলে বায়ুচাপের পার্থক্য কেমন হয়?
উত্তর -বেশি হয়
প্রশ্ন- উচ্চচাপ অঞ্চলে বায়ু-
সংকুচিত হয়/ প্রসারিত হয় / একই থাকে
উত্তর -সংকুচিত হয়
প্রশ্ন- উচ্চচাপ অঞ্চলে-
আকাশ পরিষ্কার থাকে/ ঝড় বৃষ্টি হয় /অশান্ত আবহাওয়া দেখা যায়
উত্তর -আকাশ পরিষ্কার থাকে।
প্রশ্ন -উচ্চচাপ অঞ্চলে বায়ু-
ঊর্ধ্বগামী হয়/ নিম্নগামী হয়/ মেরু গামী হয়
উত্তর -নিম্নগামী হয় ।
প্রশ্ন- বায়ুর উচ্চচাপ দেখা যায়-
শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে / নিরক্ষীয় অঞ্চলে /ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে।
উত্তর -শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে
প্রশ্ন -বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ এর তিনটি পার্থক্য লেখ।
(১) উচ্চচাপে বায়ু শীতল হয় ।
নিম্নচাপের বায়ু উষ্ণ হয় ।
(২)উচ্চচাপে বায়ু সংকুচিত হয়।
নিম্নচাপের প্রসারিত হয়।
(৩) উচ্চচাপে বায়ু নিম্নগামী হয়।
নিম্নচাপে বায়ু ঊর্ধ্বগামী হয়।
(৪) উচ্চচাপ অঞ্চলে বায়ু শান্ত আবহাওয়া বিরাজ করে ।
নিম্নচাপ অঞ্চলে অশান্ত আবহাওয়া বিরাজ করে।