class 7 geography question answers about 2 chapter / সপ্তম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
প্রথম অধ্যায়
সপ্তম শ্রেণীর
ভূগোল- দ্বিতীয় অধ্যায়
প্রশ্ন উত্তর
অধ্যায়ের নাম -"ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় "
প্রশ্নগুলি বই থেকে খুঁজে দেওয়া হয়েছে এবং বইয়ের ভাষাতেই উত্তর দেয়া হয়েছে।
প্রশ্ন -মূল মধ্যরেখার মান কত?
উত্তর 0°
প্রশ্ন -নিরক্ষরেখার মান কত ?
উত্তর 0°
প্রশ্ন- নিরক্ষরেখা কে বিষুব রেখা বলা হয়।
ঠিক /ভুল
উত্তর -ঠিক
প্রশ্ন-অক্ষরেখা কাকে বলে?
উত্তর -নিরক্ষরেখার সমান্তরাল পূর্ব-পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখা গুলি হল অক্ষরেখা।
প্রশ্ন -দাঘিমা রেখা কাকে বলে?
উত্তর -পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ,উত্তর-দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখা গুলোকে বলা হয় দাঘিমা রেখা।
প্রশ্ন -পৃথিবীর ছোটো প্রতিরূপ কোন টি?
উত্তর -গ্লোব
প্রশ্ন -অক্ষরেখা পাঁচটি বৈশিষ্ট্য লেখ ।
উত্তর -(১)অক্ষরেখা গুলি পরস্পর সমান্তরাল।
(২) অক্ষরেখা গুলো পূর্ণ বৃত্ত।
(৩) 0° ডিগ্রী অক্ষরেখা টির নাম নিরক্ষরেখা।
(৪) অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায় ।
(৫)অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়।
প্রশ্ন -প্রতি ডিগ্রি অক্ষরেখা কে কিভাবে ভাগ করা হয়েছে?
উত্তর 60 "
প্রশ্ন -90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা টি আসলে বিন্দু।
উত্তর- ঠিক/ ভুল
উত্তর -ঠিক
প্রশ্ন-কলকাতার অক্ষাংশ কত ?
উত্তর 22°34"
প্রশ্ন-অক্ষাংশ কাকে বলে?
উত্তর -পৃথিবীর যে কোন জায়গা পৃথিবীর কেন্দ্রে ,নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত টানা সরলরেখার সঙ্গে যে কোণ তৈরি করে, তাকে অক্ষাংশ বলা হয় ।
প্রশ্ন -মূল মধ্যরেখার মান কত ?
উত্তর 0°
প্রশ্ন -দ্রাঘিমা রেখার পাঁচটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর (১) দ্রাঘিমারেখা গুলি পরস্পর সমান্তরাল ।
(২) দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্ত।
(৩) দুটি দ্রাঘিমারেখা মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে বেশি
(৪) দাঘিমা রেখা গুলো উত্তর-দক্ষিণে বিস্তৃত।
(৫) 0°ডিগ্রী দ্রাঘিমারেখা মূল মধ্যরেখা।
প্রশ্ন- দ্রাঘিমাংশ কাকে বলে?
উত্তর- মূল মধ্যরেখা থেকে একটি সরলরেখা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত টানা হলে কেন্দ্রে যে কোন উৎপন্ন করে, তাকে দ্রাঘিমাংশ বলে।
প্রশ্ন -দ্রাঘিমা রেখা টি পৃথিবী কোন দিক দিয়ে কল্পনা করা হয়েছে ?
উত্তর -লন্ডনের গ্রিনিচ নামক শহরের উপর দিয়ে ।
বইয়ের প্রশ্ন
প্রশ্ন- একই অক্ষরেখা বরাবর স্থানগুলোতে একই সময়ে দিন ও রাত হয় কি? যদি না হয় তাহলে কেন হয় না ?
উত্তর -একই অক্ষরেখা বরাবর স্থানগুলোতে একই সময়ে দিন রাত হয় না ।
কারণ পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে ।আর অক্ষরেখা গুলি পশ্চিম থেকে পূর্বে ছড়ানো আছে তাই সূর্যোদয়ের পূর্বে হইলে একই অক্ষরেখার ওপর একই সময় হয়না ।
প্রশ্ন- দুটো অক্ষরের মাঝখানে কোনো স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা হবে?
উত্তর -অক্ষাংশ দ্বারা নির্ণয় করা হবে।
প্রশ্ন -কোথায় গেলে পূর্ব-পশ্চিম গোলার্ধে একসঙ্গে দেখতে পাবে ?
উত্তর- উত্তর এবং দক্ষিণ মেরুতে
ভেবে দেখো তো সবকিছু পাওয়া যায়
প্রশ্ন -পৃথিবীর কৌণিক মাপ কত ?
উত্তর -360 ডিগ্রি
1° ঘুরতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর 4 মিনিট
প্রশ্ন- স্থানীয় সময় কাকে বলে?
উত্তর- কোন স্থানে সূর্য যখন ঠিক মাথার ওপর আসে, তখন সেই স্থানের সময় হয় দুপুর 12 টা ।তাকে সেই স্থানে স্থানীয় সময় বলে ।
প্রশ্ন -প্রমাণ সময় কাকে বলে?
উত্তর- কোন একটি নির্দিষ্ট দাঘিমা রেখা কে ধরে সেই দেশে স্থানীয় সময় গণনা করা হয়। তাকে বলা হয় প্রমাণ সময় ।
প্রশ্ন -G P S পুরো কথাটি কি?
উত্তর- গ্লোবাল পজিশনিং সিস্টেম
প্রশ্ন - GPS এর মাধ্যমে কি কাজ করা হয়?
উত্তর- পৃথিবীর যেকোনো
জায়গায় অক্ষাংশ দ্রাঘিমাংশ আধুনিক উপায় জানার ব্যবস্থা হল GPS
এখন বর্তমানে থাকে উত্তর-আধুনিক গাড়ি মোবাইল ফোনে বিমানে জাহাজেব ইত্যাদিতে ব্যবহৃত হয়।