class 7 geography 1 chapter question answer / সপ্তম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর পৃথিবীর পরিক্রমণ অধ্যায় - Online story

Tuesday 21 December 2021

class 7 geography 1 chapter question answer / সপ্তম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর পৃথিবীর পরিক্রমণ অধ্যায়

 




               সপ্তম শ্রেণী
   ভূগোল - প্রশ্ন উত্তর
         প্রথম অধ্যায়


 প্রশ্নগুলির বই থেকে  খুঁজে দেয়া হয়েছে। এই প্রশ্নগুলি বইয়ের ভাষাতেই উত্তর দেয়া হয়েছে।
    অধ্যায় 'পৃথিবীর পরিক্রমণ

প্রশ্ন- মহাকর্ষ বলতে কী বোঝো?

 উত্তর -সকল বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। এটাই হলো মহাকর্ষ।


 প্রশ্ন- সূর্য পৃথিবীর তুলনায় কত গুন বডো?


 উত্তর -13 লক্ষ গুণ


প্রশ্ন-পৃথিবীর কোন ছায়াপথে আছে?

 উত্তর- আকাশগঙ্গা ।


প্রশ্ন -পৃথিবীর অক্ষ বলতে কী বোঝো ?


উত্তর -যে কল্পিত রেখা টির চারিদিকে পৃথিবী আবর্তন করে সেই কল্পিত রেখা টি হল পৃথিবীর অক্ষ।


 প্রশ্ন -মেরু বলতে কী বোঝো ?

উত্তর -পৃথিবী যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদন্ড বেরিয়ে থাকার কথা সেই প্রান্ত দুটি হল মেরু।


 প্রশ্ন- আমরা কোন গোলার্ধে বাস করছি ?


উত্তর- উত্তর গোলার্ধে ।


প্রশ্ন ;পৃথিবী অক্ষের চারদিকে ঘুরতে কত সময় নেয়?



 উত্তর- 24 ঘন্টা



প্রশ্ন -পরিক্রমণ গতি বলতে কী বোঝো?


 উত্তর- পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তন করতে করতে ,একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে আসা কে বলে -পরিক্রমণ গতি ।


প্রশ্ন- পরিক্রমণ গতির সময়কাল কত ?


উত্তর -365 দিন


প্রশ্ন-পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে ।
ঠিক / ভুল


উত্তর- ঠিক


প্রশ্ন- পরিক্রমণ গতি এবং বার্ষিক গতি একই কথা ।
ঠিক / ভুল


উত্তর -ঠিক


প্রশ্ন -মুক্তিবেগ বলতে কী বোঝো ?


উত্তর -কোন বস্তুকে  সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুঁড়তে পারলে সেটি তার নিজের দিকে না পড়ে ,মহাশূন্যে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। এটাই হলো মুক্তিবেগ।


 প্রশ্ন -সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?

 উত্তর -প্রায় 15 কোটি কিমি ।



প্রশ্ন -কক্ষপথ বলতে কী বোঝো ?


উত্তর -পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটা হলো পৃথিবীর কক্ষপথ ।


প্রশ্ন- কক্ষতল বলতে কী বোঝো?

 উত্তর -কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই কক্ষতল।


 প্রশ্ন -কেপলারের প্রথম সূত্রটি উল্লেখ করো-


 উত্তর -প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে।


 প্রশ্ন -পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো কম কখনো বেশি হয় কেন ?


উত্তর -সূর্য উপবৃত্তাকার কক্ষপথে একটা ফোকাসে অবস্থান করার জন্য।


 প্রশ্ন -অপসূর অবস্থান কত তারিখে হয়?


 উত্তর -৪ঠা জুলাই


প্রশ্ন -অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয়?


 উত্তর- প্রায় 15 কোটি কিমি



প্রশ্ন- অনুসুর অবস্থান কত তারিখে?


 উত্তর- ৩রা জানুয়ারি


প্রশ্ন - অনুসূর অবস্থানের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয়?


 উত্তর -প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি।


 প্রশ্ন -পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হয়-

 অনুসূর অবস্থানে /  অপসূর অবস্থানে / জলবিষুবতে


 উত্তর -অনুসূর অবস্থানে


 টীকা লেখ- অপসূর অবস্থান



উত্তর -অপসূর অবস্থান দেখা যায় ৪ঠা জুলাই। এদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিমি। এদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয় ।

টীকা লেখ- অনুসুর অবস্থান



উত্তর- ৩রা জানুয়ারি অনুসুর অবস্থান দেখা যায় ।এদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি ।এদিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হয় ।




প্রশ্ন -পৃথিবীর উপগ্রহ টির নাম কি?



 উত্তর -চাঁদ


 প্রশ্ন -চন্দ্রমাস বলতে কী বোঝো?


 উত্তর -পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীতে প্রায় 27 1/3 দিনে প্রদক্ষিণ করে ।এই সময়কে বলা হয় চন্দ্রমাস


।প্রশ্ন -সৌর বছর বলতে কী বোঝো ?



উত্তর -পৃথিবীর সূর্যকে প্রায় ৩৬৫  দিনে একবার প্রদক্ষিণ করে ।এসময় কে বলা হয় সৌর বছর ।


প্রশ্ন -কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোটো হয়?


 সকালে / দুপুরে / বিকেলে

উত্তর -দুপুরে


প্রশ্ন -কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়?

 সকালে / দুপুরে

উত্তর -সকালে


প্রশ্ন -অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?

 উত্তর ;29 দিনে


প্রশ্ন -2025 সালের ফেব্রুয়ারি মাস কতদিনে হবে ?

28 /29 /30

উত্তর -28


প্রশ্ন -অধিবর্ষ বছরটি যদি শতাব্দী হয় , তাহলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা বার করতে ,কত দিয়ে ভাগ করতে হয়?

 ৪ দিয়ে / ৪০দিয়ে /৪০০ দিয়ে


 উত্তর -৪০০দিয়ে  (চার শো)

প্রশ্ন -অধিবর্ষ বছরে দিন সংখ্যা কত হয়?

 উত্তর -366 দিন

প্রশ্ন -পৃথিবী কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে আছে?

 উত্তর সাড়ে 66 ডিগ্রী কোণে হেলে আছে।

 প্রশ্ন ;পৃথিবীর মেরু রেখা সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে?

 উত্তর -সাড়ে 23 ডিগ্রি কোণে হেলে আছে ।

প্রশ্ন -জলবিষুব কত তারিখে হয়?

 উত্তর- 23 শে সেপ্টেম্বর


প্রশ্ন -মকর সংক্রান্তি কত তারিখে হয়?


 উত্তর -২২ ডিসেম্বর


প্রশ্ন -বিষুব কথার অর্থ কি ?

উত্তর -সমান দিনরাত


প্রশ্ন -পৃথিবীর উত্তরায়ন শুরু হয় কত তারিখে?

 উত্তর- 22 শে ডিসেম্বর

 প্রশ্ন -মহাবিষুব কত তারিখে হয় ?

উত্তর- 21 শে মার্চ


 প্রশ্ন -মকর সংক্রান্তিতে উত্তর গোলার্ধে  দিন ছোটো হয় ।
ঠিক / ভুল

উত্তর -ঠিক

প্রশ্ন - শরৎকালীন বিষুব বলা হয় জলবিষুবকে।

 ঠিক / ভুল

উত্তর -ঠিক

প্রশ্ন ; 23 শে সেপ্টেম্বর কে  বলা হয়- শরৎকালীন বিষুব/ মহাবিষুব / জলবিষুব

উত্তর- শরৎকালীন বিষুব


প্রশ্ন -সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কবে?

 উত্তর -২২ ডিসেম্বর


প্রশ্ন - সূর্য কর্কটক্রান্তি রেখার উপর কবে লম্বভাবে কিরণ দেয় ?

উত্তর -২১শে  জুন


 প্রশ্ন -সূর্যের দক্ষিণায়ন কবে থেকে শুরু হয়?

 উত্তর -২১ জুনের পর

প্রশ্ন -23 শে সেপ্টেম্বর সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?
 কর্কটক্রান্তি / মকরক্রান্তি / নিরক্ষরেখা

 উত্তর- নিরক্ষরেখা

 প্রশ্ন -সূর্য যখন মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তখন উত্তর গোলার্ধে অন্ধকার থাকে।
 ঠিক / ভুল

উত্তর -ঠিক

প্রশ্ন -নিশীথ সূর্যের দেশ কোনটি ?

উত্তর- নরওয়ে

 প্রশ্ন -নরওয়ে কোন বন্দর থেকে মে মাসে রাতে সূর্য দেখা যায়?

 উত্তর -হামারফেস্ট

প্রশ্ন- অরোরা বোরোলিস কোন মেরূতে দেখা যায়?

 উত্তর -সুমেরুতে

 প্রশ্ন- অরোরা অস্টালিস কোন মেরূতে দেখা যায় ?

উত্তর- কুমেরুতে


                   বইয়ের প্রশ্ন -

কোন গ্রহের অক্ষটি অক্ষের উপর লম্বভাবে অবস্থান করে?

 উত্তর -বৃহস্পতি

প্রশ্ন -কোন গ্রহের অক্ষ কক্ষতলের সঙ্গে অবস্থান করে ?

উত্তর -ইউরেনাস

প্রশ্ন -পৃথিবীর কোথায় সারা বছরই দিন রাত সমান থাকে ?

উত্তর -নিরক্ষরেখায়

প্রশ্ন - কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায় ?

উত্তর -গ্রীষ্ম ঋতুতে ।

প্রশ্ন -কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়?

উত্তর- গ্রীষ্ম ঋতুতে।

প্রশ্ন -কোন ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে?

 উত্তর -বর্ষার

 প্রশ্ন -কোন কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে?

 উত্তর -বর্ষা এবং শরৎ ঋতুতে

প্রশ্ন- কোন কোন ঋতুতে ডোবা খাল বিল সেচে মাছ ধরা হয় ?

উত্তর- শরৎ -বসন্ত -গ্ৰীস্ম

প্রশ্ন -কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশে সবথেকে বেশি ঘেঁসে ওঠে ?

উত্তর -গ্রীষ্ম ঋতু তে

প্রশ্ন- কোন ঋতুতে দুপুর 12 টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় ?

উত্তর- শীত ঋতুতে


প্রশ্ন- কোন ঋতুতে  কোকিল ডাকে?

 উত্তর- বসন্ত ঋতুতে

 প্রশ্ন- কোন গোলার্ধে কোন ঋতুতে সবথেকে বড় দিন হয় ?

উত্তর -উত্তর গোলার্ধে কোন ঋতুতে সবথেকে বড় দিন হয় ?

উত্তর গ্রীষ্ম ঋতুতে।


প্রশ্ন -25 শে ডিসেম্বর" বডোদিন" এদিন দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা ?

উত্তর -গরম

 প্রশ্ন -বিজ্ঞানীরা আন্টার্টিকা মহাদেশ অভিযান ডিসেম্বর মাসে কেন যান?

 উত্তর- আন্টার্টিকার দক্ষিণ গোলার্ধে অবস্থান।  ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকাল। ওই সময় আন্টার্টিকায় বরফ জমার ভয় থাকে না।বা  খুব শীত থাকে না।

 প্রশ্ন- জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি?

 উত্তর -জুলাই