সপ্তম শ্রেণি পরিবেশ বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর /class 7 poribesh question answer about 1sr chapter
সপ্তম শ্রেণি
পরিবেশ
দ্বিতীয় অধ্যায় (আলো)
(১) আলো এক প্রকার -
শক্তি/ ভর /বস্তু /পদার্থ
উত্তর- শক্তি
(২)অমসৃণ প্রতিফলক থেকে -
নিয়মিত প্রতিফলন /বিক্ষিপ্ত প্রতিফলন / দুটোই দেখা যায়
উত্তর- বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়।
(৩) আয়নার প্রতিবিম্ব দেখা যায় -
আলো( প্রতিসরণের জন্য /প্রতিফলনের জন্য / বিকিরণের জন্য)
উত্তর -প্রতিফলনের জন্য
(৪)আমরা বইয়ের লেখা পড়তে পারি আলোর -
নিয়মিত নিয়মিত প্রতিফলন এর জন্য/ প্রতিসরণের জন্য বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য/
উত্তর -বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য
(৫)আপাতন কোন 45° হলে প্রতিফলন কোণ কত ডিগ্রী হবে?
40° / 45℃/50 ° / 60"
উত্তর-45"
(৬) আপতন কোণ 30° হলে ,আপাতন কোন এবং প্রতিফলন কোণের সমষ্টি হবে-
60 ডিগ্রি /40 ডিগ্রি /45 ডিগ্রি/ 90
উত্তর-60 ডিগ্রি
(৭) সূর্যাস্তের পর আলোকিত অবস্থাকে বলা হয় -
গোধূলি /উষা / সন্ধ্যা /সকাল
উত্তর -গোধূলি
(৮) সূর্য ওঠার আগে আলোকিত অবস্থাকে বলা হয় -
গোধূলি /প্রভাত /সন্ধ্যা /উষা
উত্তর -উষা
(৯) কোনো আলোক রশ্মি দর্পণে ,আপতিত হয় আগের পথেই প্রতিফলিত হলে, প্রতিফলন কোণ হবে -
90 ° / 10° / 0° /180°
উত্তর- 0°
(১০) প্রতিফলন কোণ M ডিগ্রি হলে ,আপতন কোণ হবে -
M ডিগ্রি / Fডিগ্রি/ X ডিগ্রী /90°
উত্তর-M ডিগ্রি
(১১)সমতল দর্পণের ওপর দর্পণের সঙ্গে 10 ডিগ্রি কোণ করে আলোকরশ্মি পড়লে প্রতিফলন কোণের মান হবে 90 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি 10 ডিগ্রি
(১৩)আলোক রশ্মি লম্ব ভাবে প্রতিফলকের উপর পড়লে প্রতিফলন কোণের মান হবে -
90 ডিগ্রি /10 ডিগ্রি/ 0 ডিগ্রী/45 ডিগ্রী
উত্তর- 0 ডিগ্রি
(১৪)পেরিস্কোপ এর সাহায্যে বস্তুকে-
ছোট দেখায় /একই দেখায় /দেখা যায়না/ বডো দেখায়
উত্তর -একই সাইজের দেখায়
(১৫)শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস-
খাদ্য /বাতাস / জল / সূর্য
উত্তর -সূর্য
(১৬)একটি অপ্রচলিত শক্তির উৎস হল-
জৈব গ্যাস / কয়লা / খনিজ তেল / সৌরশক্তি
উত্তর -সৌরশক্তি
(১৭)দূষণ সৃষ্টিকারী শক্তির উৎস হল -
বায়ু / জোয়ার-ভাটা / খনিজ তেল / সৌরশক্তি
উত্তর - খনিজ তেল
(১৮)সালোকসংশ্লেষ প্রক্রিয়া সৌর শক্তি রূপান্তরিত হয় -গতি শক্তি / তাপ শক্তি / স্থিতিশক্তি / রাসায়নিক শক্তি
উত্তর - রাসায়নিক শক্তি
(১৯)সালোকসংশ্লেষের সময় যে গ্যাস নির্গত হয় -
অক্সিজেন / নাইট্রোজেন / কার্বন ডাই-অক্সাইড / জলীয়বাষ্প
উত্তর- কার্বন-ডাই-অক্সাইড
(২০)একটি ঈষৎ স্বচ্ছ আলোক মাধ্যম হলো-
কাঠ /কাঁচ /তৈলাক্ত কাগজ / বই
(২১)সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে -
ছায়া দেখা যায় / প্রচ্ছায়া দেখা যায়/
প্রতিকৃতি দেখা যায়/ প্রতিবিম্ব দেখা যায়
উত্তর -প্রতিকৃতি দেখা যায়