Rachana chikitsha khetre biggan / রচনা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান - Online story

Friday 17 December 2021

Rachana chikitsha khetre biggan / রচনা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান

              



               রচনা
  চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান

 
 আদিমকাল থেকে মানুষ অজানাকে জানার উদ্দেশ্যে নিরলস পরিশ্রম করে চলেছে। সারারাত দূরবীন চোখে আকাশের দিকে তাকিয়ে আছে, কোন গ্রহ উপগ্রহ নতুন দেখা যায় কিনা ।অথবা পৃথিবীর বুকে কোন গ্রহাণু ধেয়ে আসছে কিনা । বিজ্ঞান বিশ্বকে  হাতের মুঠোয় মানুষের কাছে পৌছে দিতে  সফল হয়েছে। সেইসঙ্গে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানে অনেক অনেক উন্নতি লক্ষ্য করা গেছে। আগে
গাছ- গাছরা ওষুধ খেয়ে মানুষ রোগ সারাতে পারতো। এখন মানুষ গাছ-গাছরা প্রতি তেমন বিশ্বাস রাখতে না পেরে বিজ্ঞান ব্যবস্থার উপর বিশ্বাস রাখে। চিকিৎসা ক্ষেত্রে এখন খুব সহজেই বলা যায় পেটে যন্ত্রণা কেন হচ্ছে। মাথার মধ্যে যন্ত্রণা কেন হচ্ছে । উন্নত প্রযুক্তির দ্বারা বলে দেয়া যায় ,পেটের ভেতর কিছু হয়েছে কিনা। পেটের ভেতর লিভার ,কিডনি কেমন অবস্থায় আছে অথবা হৃদপিণ্ডটা ঠিক কাজ করছে কিনা সেটাও সহজে বলে দেয়া যায়। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অসীম । বিজ্ঞানের উন্নত প্রযুক্তি বিদ্যার  সহযোগিতা পেয়ে ডাক্তারেরা জটিল অপারেশন করছে। এমনকি বিভিন্ন মরণ রোগ ,ক্যান্সারের মতো রোগীকে বাঁচিয়ে রাখছে উন্নত প্রযুক্তি বিদ্যার দ্বারা। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের আবিষ্কার ডাক্তারেরা এক নতুন দিগন্তের সন্ধান পেয়েছে। ডাক্তারেরা হয়ে উঠেছে দেবতা। অন্য ভাবে বলা যায় বিজ্ঞানের নতুন নতুন চিকিৎসা ক্ষেত্রে যন্ত্রপাতির আবিষ্কার ,এবং চেকিং ব্যবস্থা ডাক্তারকে মানুষের কাছে দেবতা করে তুলেছে।



রচনা লিষ্ট নীচে রচনা গুলি দেখুন





পত্ররচনা বাবা কে