রচনা-গ্ৰন্থগার /rachana grantjagar - Online story

Tuesday, 14 December 2021

রচনা-গ্ৰন্থগার /rachana grantjagar

        



                       রচনা                   গ্রন্থগার

     গ্রন্থকার বলতে আমরা খুব সহজ ভাষায় যেটা জানি তা হলো লাইব্রেরী। গ্রন্থকার  আসলে যেখানে শুধু বই থাকে বিভিন্ন ধরনের।যেমন  উপন্যাস, নাটক, কবিতা ,ভুতের গল্প ইত্যাদির বই । যারা বই পড়াশোনা করেন তারা লাইব্রেরী সদস্য হয়ে থাকেন। সদস্য ছাড়া অন্য কাউকে বই দেয়া হয় না । বই পড়ছি নিয়ে গেলে যদি হারিয়ে যায় তাহলে বইয়ের মূল্য দিতে হয় ।গ্ৰন্থগারে একজন বা দুজন লাইবেরিয়ার থাকেন ।তাদের কাছে গিয়ে যে বইটা চাওয়া হয়, সেই বইটা আমাদের কাছে পৌঁছে দেন ।আমরা সেই বইটা পড়ে আবার লাইব্রেরিয়ানের কাছে জমা দিই। এর জন্য মাসিক হয়তো  কিছু সামান্য টাকা লাগে।  হয়তো  এক টাকা ,দুই টাকা, নয়তো পাঁচ টাকা ।সামান্য পয়সার বিনিময়ে আমরা বিভিন্ন লেখকের  অনেক মূল্যবান বই পড়তে পারি। যেগুলো হয়তো বাজার থেকে কিনে কোনদিনই পড়া সম্ভব হতো না। কলেজে ,স্কুলেও একটি করে গ্রন্থকার থাকে ।অনেক ছাত্র যারা বই কিনতে পারে না তারা গ্রন্থাগার  থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারে।এটা সরকারের একটা সুন্দর শিক্ষাব্যবস্থার দৃষ্টিভঙ্গি ।এই গ্রন্থগার এছাড়াও গ্রন্থাগারে প্রত্যেকদিন নিউজপেপার আমরা পড়তে পারি । বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানেও যোগদান করতে পারি ।গ্রন্থকার মানুষের জীবনে একটা সুন্দরতম জায়গা  । হয়তো কর্মের তাগিদে, নয়তো নেটের দুনিয়ায় ,নয়তো টিভির পর্দায় চোখ রাখতে রাখতে আমরা এই গ্রন্থাগারের কথা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। বিলুপ্ত হয়ে যাওয়ার পথে গ্রন্থগারের যাওয়ার পথ । গ্রন্থগার কে মাসি রাখতে হলে  আমাদের মনের মধ্যে শিক্ষা ও চেতনার একটা ভাবনা আনতে হবে । যা থেকে মনের মধ্যে ইচ্ছা জাগবে বই পড়াশোনা করতে ।গ্রন্থগারের যেতে।

     



রচনা লিষ্ট নীচে রচনা গুলি দেখুন





পত্ররচনা বাবা কে