রচনা-গৃহপালিত পশু /rachana griha palita pashu - Online story

Wednesday, 15 December 2021

রচনা-গৃহপালিত পশু /rachana griha palita pashu



                         
                  রচনা
            গৃহপালিত পশু


একটি গৃহপালিত পশু হলো গরু । আদিম যুগ থেকে মানুষ অনেক পশু-পাখিকে বস করতে  শিখেছিল ।অর্থাৎ বশ করার মাধ্যমে নিজেদের প্রয়োজনের কাজে লাগাতো। আবার কখনো খাবারের চাহিদা মেটাতে পারতো।  তেমনি গরুকে পোষা হয় জীবিকার সন্ধানে ।আবার দুগ্ধ পাবার জন্য ।গরুর দুধ মানুষের শরীরের পক্ষে খুবই উপকারী ।গরু তৃণভোজী প্রাণী। গরুর চারটি পা ,একটি লেজ, দুটি চোখ ,দুটি শিং থাকে। গরুর পায়ের খুরগুলি চেঁরা। ল‍্যাজের সামনে এক গোছা চুল থাকে ।গরু তার লেজ দিয়ে  শরীরেবসা মশা -মাছি তাড়াতে পারে ।গাভী গরুকে লালন পালন করা হয় তার কাছ থেকে দুধ পাওয়ার জন্য। আর  বলদ গরু কে পালন করা হয় চাষবাসের সুবিধার জন্য।যেমন গাড়িটানা,নাঙ্গল দেওয়া ইত্যাদি। বর্তমানে বিভিন্ন বাড়িতে গাভী কে লালন -পালন করে অনেক সংসারের  জীবিকা নির্বাহ কবে। হিন্দু শাস্ত্র মতে হিন্দুরা গরুকে ভগবতী জ্ঞানে পূজা করে।


     

রচনা লিষ্ট নীচে রচনা গুলি দেখুন





পত্ররচনা বাবা কে