Rachana Tomar desh or Amar desh / রচনা তোমার দেশ অথবা আমার দেশ - Online story

Friday 17 December 2021

Rachana Tomar desh or Amar desh / রচনা তোমার দেশ অথবা আমার দেশ

 



                   
রচনা

                   আমার দেশ 

                         অথবা 

                    তোমার দেশ

আমার দেশ ভারতরর্য ।দেশটি কে তিনদিকে সমুদ্র একদিকে হিমালয় পর্বত ঘিরে রেখেছে।আমার দেশে বিভিন্ন জাতির লোক মিলেমিশে বসবাস করে। যেমন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মুসলিম, জৈন ,আদিবাসী ইত্যাদি। এখানে বৈচিত্র্যময় মৌসুমী জলবায়ু বিরাজ করে।ফলে ছয়টি ঋতুর প্রাধান্য দেখা যায়। এখানে সকল ধর্মকে সংবিধানের প্রাধান্য দেয়া হয়েছে। ফলে সমস্ত সম্প্রদায়ের মানুষ তার নিজের নিজের ধর্ম পালন করতে পারে ।ফলে ভারত বর্ষ হয়ে উঠেছে ধর্মনিরপেক্ষ দেশ। দেশটি স্বাধীন হয় 1947 সালে 15 ই আগস্ট। সেদিন ব্রিটিশ সরকারকে দেশ থেকে চলে যেতে হয় । ব্রিটিশ অর্থাৎ ইংরেজদের আগে ভারতবর্ষে বিভিন্ন জাতি ভারতবর্ষকে শাসন করেছে । যেমন ইসলাম ,মুঘল ,তুর্কি, শক, হুন, পাঠান ইত্যাদি বৈদেশিক জাতি। স্বাধীন ভারতবর্ষের রাজধানীর নাম নতুন দিল্লি ।ভারত বর্ষ গণতান্ত্রিক দেশ জনগণের ভোটে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নির্বাচন হয়। তাদের দ্বারা ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালিত হয় ।এই ভারতবর্ষের মধ্য দিয়ে অনেক পবিত্র নদী বয়ে গেছে যেমন গঙ্গা-যমুনা -গোদাবরী -কাবেরী ।আমার দেশ ভারত বর্ষ প্রতিবেশী দেশের সঙ্গে সর্বদা সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করে ।আমাদের দেশের মানুষেরা বেশিরভাগ কৃষক ।চাষবাস করে দিন যাপন করে । তাদের অবস্থা গরীব এবং মধ্যবিত্ত। এই দেশে স্ত্রী-পুরুষ সকলকে কর্মের সুযোগ দেয়া হয়।ফলে তারা সকল কর্ম করার অধিকার অর্জন করেছে । আমাদের দেশের সংবিধান সবচেয়ে বডো সংবিধান। এই সংবিধানকে সারা ভারতবর্ষে মানুষ মেনে চলে ।  ফুলে ফুলে ঢাকা আমাদের দেশ ভারত বর্ষ। এখানে বিভিন্ন প্রজাতির পশু- পাখি দেখা যায়। আমাদের দেশে জাতীয় পশু বাঘ এবং জাতীয় পাখি ময়ূর বন্য পরিবেশ কে সুন্দর করে তুলেছে ।আরো সুন্দর করে তুলেছে বৈচিত্র্যময় ছয় ঋতু। গ্রীষ্ম ,বর্ষা ,শরৎ, হেমন্ত, শীত ,বসন্ত ।সব মিলিয়ে আমার দেশ ভারত বর্ষ আমার কাছে মায়ের মতো। আমরা খুব ভালোবাসি আমার দেশ ভারত বর্ষ কে ।আমরা বলি 'জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী"।



রচনা লিষ্ট নীচে রচনা গুলি দেখুন





পত্ররচনা বাবা কে