ক্লাস সিক্স পরিবেশ প্রশ্ন উত্তর 1 থেকে 13 পাতা প্রথম
দ্বিতীয় পর্ব 13 থেকে 26 পাতা দেখুন
ষষ্ঠ শ্রেণি
পরিবেশ প্রশ্ন উত্তর
প্রথম অধ্যায়
1 থেকে 13 পাতা প্রথম পর্ব
প্রশ্ন -কোন পাখিরা ডালপালা আছে এমন গাছে বসবাস করে?
উত্তর -কাক।
প্রশ্ন- নাল পিঁপড়ে আসলে নালসে নামে পরিচিত।
ঠিক / ভুল
উত্তর -ঠিক ।
প্রশ্ন- ভূমিকম্প অধ্যুষিত অঞ্চলে ঘরবাড়ি কি দিয়ে বানানো হয়?
কাঠ /ইট /পাথর
উত্তর -কাঠ।
প্রশ্ন- একটি তন্তুজ উদ্ভিদের নাম লেখ।
উত্তর -পাট, কার্পাস।
প্রশ্ন- রজন কোথা থেকে পাওয়া যায়?
উত্তর -শাল গাছ।
প্রশ্ন- ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে?
উত্তর- সিঙ্কোনা গাছথেকে।
প্রশ্ন- সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয় ?
উত্তর- সিঙ্কোনা গাছের ছাল থেকে।
প্রশ্ন- গঁদের আঠা কি কাজে লাগে?
উত্তর -বই বাধাতে।
প্রশ্ন -আমরা যখন শ্বাস নিই তখন কোন গ্যাস গ্রহণ করি?
উত্তর -অক্সিজেন
প্রশ্ন -আমরা যখন শ্বাস ত্যাগ করি তখন কোন গ্যাস ত্যাগকরি ?
উত্তর -কার্বন-ডাই-অক্সাইড
প্রশ্ন- পরাগ মিলন কাকে বলে ?
উত্তর- কীটপতঙ্গ বা অন্যান্য প্রাণীরা যখন ফুলের মধ্যে মধু খেতে আসে ,তখন তাদের গায়ে বিভিন্ন অঙ্গে পরাগরেণু লেগে যায়। আবার যখন তারা অন্য ফুলে বসে মধু খাওয়ার জন্য, তখন পরাগরেণু গুলো সেই খফূলে পড়ে যায় এইভাবে পরাগ মিলন ঘটে।
প্রশ্ন -অ্যাজোলা কি?
উত্তর- এক ধরনের পানা।
প্রশ্ন -অ্যাজোলা কিভাবে চাষের উপকার করে?
উত্তর- অ্যাজোলার পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে। যারা বাতাসে নাইট্রোজেন কে বেঁধে ফেলতে পারে ।পরে এগুলো গুলি মারা গেলে নাইট্রোজেন মাটিতে মিশে যায় ।এবং ফসল ভালো হয় ।এইভাবে চাষের উপকার করে।
প্রশ্ন- হানিডিউ কি ?
উত্তর- জাব পোকারা গাছের শর্করা -রস শোষণ করে, বর্জ্য ত্যাগ করে। ওই বর্জ্য নাম হানিডিউ ।এটি পিঁপড়েদের উপাদেয় খাদ্য।
প্রশ্ন- সন্ন্যাসী কাঁকড়া পেটের অংশটা কেমন?
উত্তর -নরম
প্রশ্ন-সাগরকুসুম কিভাবে সন্ন্যাসী কাঁকড়া কে রক্ষা করে ?
উত্তর- সাগর কুসুম তার বিষাক্ত কোষ যুক্ত টেণ্টাকলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়া কে রক্ষা করে।
প্রশ্ন- মিথোজীবিতা বলতে কী বোঝো?
একটি উদাহরণ দাও ।
উত্তর -প্রকৃতিতে যেখানে দুই বা তার বেশি জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকে, তাকে মিথোজীবিতা বলে ।
উদাহরণ -পিপড়ে এবং জাবপোকা
প্রশ্ন -মাংসাশী প্রাণী কাকে বলে?
উত্তর- যে সকল প্রাণী মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে মাংসাশী প্রাণী বলে ।
যেমন -বাঘ ,সিংহ
প্রশ্ন -তৃণভোজী প্রাণী কাদের বলে?
উদাহরণ দাও ।
উত্তর -যেসব প্রাণী ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী।
যেমন -হরিণ, গরু-ছাগল
প্রশ্ন- খাদ্য কাদের বলে?
উত্তর -যারা অন্য জীবদেহ বা জীবদেহের কোন অংশ খায় ,তারাই খাদক ।
প্রশ্ন- পরজীবী বলতে কী বোঝো?
উত্তর -যে সকল জীবেরা অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে তাদেরকে পরজীবী বলা হয়।
প্রশ্ন -একটি পরজীবী প্রাণীর নাম লেখ।
উত্তর -উকুন
প্রশ্ন -একটি পরজীবী উদ্ভিদের নাম লেখ
উত্তর -স্বর্ণলতা
প্রশ্ন- স্বর্ণলতার রং কেমন?
উত্তর -সোনার মতো।
বইয়ের 13 পাতা
প্রশ্ন -যক্ষ্মার জীবাণু কোথায় বাসা বাঁধে?
উত্তর- ফুসফুসে।
প্রশ্ন- ম্যালেরিয়া জীবাণু কোথায় বাসা বাঁধে?
উত্তর- যকৃৎ, লোহিত রক্তকণিকা।
প্রশ্ন- আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে?
উত্তর -অন্ত্রে ।
প্রশ্ন- যক্ষা রোগের লক্ষণ গুলো কি কি?
উত্তর -জ্বর আসা, ওজন কমে যাওয়া, এবং ঘন ঘন কাশি হওয়া।
দ্বিতীয় পর্ব দেখুন