তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ 1 থেকে 25 প্রশ্ন উত্তর
প
পরের পর্ব -২ |
তৃতীয় শ্রেণীর পরিবেশ
১ থেকে ২৫ পাতা
প্রশ্ন -উত্তর
প্রশ্ন : -. কিরলে শরীরের পুরাে ব্যায়াম হয় ?
উত্তর : সাঁতার কাটলে।
প্রশ্ন। - কোন খেলা খেললে পায়ের কাজ বেশী হয় ?
উত্তর : স্কিপিং করলে।
প্রশ্ন। -. কি অঙ্গ দিয়ে আমরা শ্বাস নিই?
উত্তর : নাক দিয়ে।
প্রশ্ন। -কথা বলতে গেলে শরীরের কোন অঙ্গের দরকার ?
উত্তর : জীভ।
প্রশ্ন; .- শ্বাস নিলে শরীরের কোন অত্যা ফুলে যায় ?
উত্তর : ফুসফুস।
:
প্রশ্ন -নখের যন্ত কিভাবে নেবে?
উত্তর : নখ ভাল করে কাটতে হবে। তারপর সাবান দিয়ে ধুতে হবে।
প্রশ্ন - চামড়াতে নােংৱা জমলে কি হয় ?
উত্তর : জীবাণু বাঁসা করে। শীতকালে চামড়া ফেটে যায়।
প্রশ্ন : -গায়ের চামড়ায় কোথায় বেশি ময়লা জমে?
উত্তর : গায়ের চামতায় যেখানে বেশী ভাঁজ সেখানে বেশী ময়লা জমে।
প্রশঃ- কি ভাবে চামড়া পরিষ্কার রাখবাে ?
উত্তর : ভাল করে সাবান দিয়ে ধুতে হবে। তারপর ভিজে কাপড় হাত দিয়ে ঘষতে হবে।
প্রশ্ন -দাঁত কি ভাবে পরিষ্কার রাখবে?
উত্তর : দাঁতের নীচ থেকে উপর আবার উপর থেকে ব্রাশ করতে হবে।
প্রশ্ন। জিভ কিভাবে পরিষ্কার রাখবে?
উত্তর : মুখ ধোবার সময় জিভ ছোলা দিয়ে ভাল করে ঘষে নিয়ে জল দিয়ে কুলকুচি করতে হবে।
প্রশ্নঃ রােজ সকালে কি কি পরিষ্কার করা উচিত?
উত্তর ঃ দাঁত, জিভ, নাক, চোখ, মুখ।
প্রশ্নঃ পঞ্চেন্দ্রিয় কি কি?
উত্তর : চোখ, কান, নাক, জিভ, চামড়া।
প্রশ্ন ঃ কোন কোন ইন্দ্রিয়ের সাহায্যে মানুষ চিনতে পারা যায় ?
উত্তর : চোখ, কান।
প্রশ্ন ঃ মিলকরাে
চোখ শ্বাস নেওয়ার ও ছাড়া
কান দেহের ভিতরের অংশে রক্ষা করা।
জিভ কথা বলা।
চামড়া গান শোনা।।
নাক ছবি দেখা,
উত্তর : চোখ—ছবি দেখা, কান—গানশােনা, নাক—শ্বাস নেওয়া ও জিভ—কথা বলা, চামড়া—দেহের ভিতরের অংশকে বাঁচানাে।
প্রশ্ন ঃ ১৬. কানামাছি খেলায় কোন ইন্দ্রিয়ের কাজ বন্ধ থাকে?
উত্তর : চোখ।
প্রশ্ন : ১৭. রাতকানা রােগ কি?
উত্তর ঃ রাতের বেলায় ভালাে দেখতে না পাওয়া।
প্রশ্নঃ ইন্দ্রিয়গুলাে সজাগ কি করে বুঝবে?
উত্তর : গরম পড়লে চামড়া দিয়ে ঘাম বের হয়। চোখ আলাে এসে পড়লে চোখ বুজে যায়। বাজ পড়লে কানে তালা লাগে। ঝাল লাগলাে।জিভ জ্বালা করে। নাকে কিছু ঢুকলে সুড়সুড় করে।
প্রশ্নঃ মিল করাে ?
(১) ভাল খাবার দেখলে (১) চামড়ার লােম খাড়া হয়।
(২) সাপ দেখলে (২) জিভে জল আসে।
(৩) বকাবকি শুনলে (৩) চোখে জল আসে।
উত্তর : ১ -২, ২-১, ৩- ৩ |
প্রশ্ন ঃ কোনটি ভালব্যায়াম—কবাডি খেলা/সাঁতার কাটা/ফুটবল খেলা।
উত্তরঃ সাতার কাটা।
প্রশ্নঃ . সাঁতার কাটলে কোন জোড় পেশীর কাজ করে—হাত/পা/সবজোড়।
উত্তর ঃ সব জোড়
প্রশ্ন ঃ কোন কোন খেলা খেললে ব্যায়াম হয়?
উত্তর : ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন।
প্রশ্নঃ কোন প্রাণী রং বদলায়?
উত্তর ঃ গিরগিটি।
প্রশ্নঃ কোন প্রাণী অবাক হয়ে দেখে?
উত্তর ঃ কুটুস পাখি।
প্রশ্ন ঃ . গরুর কোনটি নেই—খুর/লেজ/ডানা/শিং।
উত্তর : ডানা।
প্রশ্নঃ ২৬. কাক এর কোনটি নেই—চোখ/দাঁত/পালক/ডানা।
উত্তর : দাঁত।
প্রশ্নঃ . টিকটিকির কোনটি নেই—পা/লেজ/চোখ/শিং।
উত্তর ঃ শিং।
প্রশ্ন ঃ বাঁ দিকের সঙ্গে ডান দিক মিল করাে :
গরু প্রজাপতি
টিকটিকি ডানা।
লেজ শিং
উত্তর : গরু—শিং, প্রজাপতি—ডানা, টিকটিকি লেজ।
প্রশ্নঃ . টিক চিহ্ন দাও : (i) কাঠ বেড়ালী ছুটলে হাত দুটি পা হয়ে যায়।
(ii) কাঠ বেড়ালী খাবার খাওয়ার সময় পা দুটি হাত হয়ে খায়।
(iii) কাঠ বেড়ালীর চারটি পা দুটি হাত থাকে।
উত্তর : (i) ঠিক (ii) ঠিক (iii) ভুল।
প্রশ্নঃ . গিবন কোথায় দেখা যায় ?
উত্তর : চিড়িয়াখানায়।
প্রশ্ন ঃ. শিল্পাঞ্জি কেমন বর্ণনা করাে।
উত্তর ঃ এরা প্রায় মানুষের মতাে খাড়া সামনে ঝুঁকে দাঁড়ায়। হাতে ধরে
খায়। হাঁটার সময় হাত গুলাে সামনের পা হয়ে যায়।
প্রশ্ন : পাখি কিসের সাহায্যে বাতাসে সাঁতার কাটে ?
উত্তর ঃ ডানা দিয়ে।
প্রশ্ন ঃ , কার বুদ্ধি সব চাইতে বেশী-হাতি/হনুমান/শিল্পাঞ্জি।
উত্তরঃ শিল্পাঞ্জি।
প্রশ্ন ঃ, পাখি কিসের সাহায্যে বাতাসে সাঁতার কাটে ?
উত্তরঃ ডানা দিয়ে।
প্রশ্ন ঃ কোনটি প্রায় মানুষের মতাের জিচবনা/ শিল্পাঞ্জি/ হাতি।
উত্তরঃ শিল্পাঞ্জি।